TRENDING:

দেশের সবথেকে পুরনো এই রেলস্টেশন ভারতীয় রেলের ইতিহাসকে সমৃদ্ধ করেছে; এখনও প্রচুর যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে

Last Updated:

Railway Knowledge: ১৮৫৬ সালের ১ জুলাই রয়াপুরম রেলস্টেশন দিয়ে প্রথম ট্রেন দৌড়েছিল। প্রথম যাত্রিবাহী ট্রেনটি রয়াপুরম থেকে গিয়েছিল ওয়ালজাহ-তে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভারতে ১৮৫৩ সালের ১৬ এপ্রিল শুরু হয়েছিল ট্রেনের জয়যাত্রা। আর দেশের প্রথম ট্রেন দৌড়েছিল মুম্বইয়ের বোরি বন্দর থেকে থানে পর্যন্ত। এই রুটের দৈর্ঘ্য ছিল ৩৪ কিলোমিটার। রেলের সেই জয়যাত্রার পরে অবশ্য কেটে গিয়েছে প্রায় ১৭০ বছর। আর ভারতীয় রেলের ইতিহাসও সমৃদ্ধ হয়েছে দুর্দান্ত সব তথ্যে। যেমন অনেকেই হয়তো জানেন না যে, ১৬৬ বছর আগে একটি রেলস্টেশন তৈরি হয়েছিল। যা এখনও সক্রিয় রয়েছে। আর এই স্টেশনটি হল তামিলনাড়ু রাজ্যের রাজধানী শহর চেন্নাইয়ের রয়াপুরম রেলওয়ে স্টেশন। এটাই ভারতীয় রেলের সবথেকে পুরনো রেলস্টেশন।
দেশের সবথেকে পুরনো এই রেলস্টেশন ভারতীয় রেলের ইতিহাসকে সমৃদ্ধ করেছে; এখনও প্রচুর যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে
দেশের সবথেকে পুরনো এই রেলস্টেশন ভারতীয় রেলের ইতিহাসকে সমৃদ্ধ করেছে; এখনও প্রচুর যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে
advertisement

১৮৫৬ সালের ২৮ জুন রয়াপুরম রেলস্টেশনকে মূল টার্মিনাস হিসেবে চালু করা হয়েছিল আর সেটা করেছিলেন তৎকালীন গভর্নর লর্ড হ্যারিস। এর দিন কয়েক পরে দক্ষিণ ভারতের প্রথম রেললাইন চালু হয়েছিল ১৮৫৬ সালের ১ জুলাই।

আরও পড়ুন– উড়োফোনে তিন শহরে ছড়াল তীব্র আতঙ্ক; আপাতত পুলিশের জালে হাইস্কুলের পড়ুয়া

১৮৪৯ সালে মাদ্রাজ রেলওয়ে কোম্পানি পুনর্গঠনের পরে দক্ষিণ ভারতে একটি নতুন রেললাইন তৈরির কাজ শুরু হয়। আর রয়াপুরমে একটি নয়া স্টেশন তৈরির সিদ্ধান্ত হয়। কারণ এটা ফোর্ট সেন্ট জর্জের কাছে ব্রিটিশ ব্যবসায়ীদের বসতির কাছাকাছি ছিল। সাদার্ন লাইনে ১৮৫৩ সালে কাজ শুরু হয়।

advertisement

১৮৫৬ সালের ১ জুলাই রয়াপুরম রেলস্টেশন দিয়ে প্রথম ট্রেন দৌড়েছিল। প্রথম যাত্রিবাহী ট্রেনটি রয়াপুরম থেকে গিয়েছিল ওয়ালজাহ-তে। এই দুই স্টেশনের মাঝে প্রায় ৯৭ কিলোমিটার রাস্তা অতিক্রম করেছিল ট্রেনটি। গভর্নর লর্ড হ্যারিস এবং প্রায় ৩০০ ইউরোপীয় যাত্রী সিম্পসন অ্যান্ড কোম্পানি নির্মিত প্রথম ট্রেনে যাত্রা করেছিলেন। ওই একই দিনে আর একটি ট্রেন রয়াপুরম থেকে রওনা হয়েছিল তিরুভাল্লুরের উদ্দেশ্যে।

advertisement

আরও পড়ুনদুর্লভ যোগ! নেপালে ১৯৬৭ সালে জারি ডাক টিকিটে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময়কাল উল্লেখ, যা এখন ভাইরাল !

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এমনকী মাদ্রাজ রেলওয়ের সদর দফতর ছিল রয়াপুরম রেলস্টেশন। শুধু তা-ই নয়, ওই স্টেশন ১৯২২ সাল পর্যন্ত মাদ্রাজ এবং সাদার্ন মাহরাট্টা রেলের সদর দফতর ছিল। এই রেলস্টেশনটি ডিজাইন করেছিলেন স্থপতি উইলিয়াম অ্যাডেলফি ট্রেসি। ২০০৫ সালে রেলস্টেশন বিল্ডিংটি সংস্কার করেছে ভারতীয় রেলওয়ে। তবে সংস্কারের সময় পুরনো আদল বা ডিজাইনের সঙ্গে কোনও রকম কাটাছেঁড়া করা হয়নি। এমনকী, আজকের দিনেও প্রতি মাসে প্রায় ১০ হাজার যাত্রী রয়াপুরম স্টেশন দিয়ে যাতায়াত করেন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
দেশের সবথেকে পুরনো এই রেলস্টেশন ভারতীয় রেলের ইতিহাসকে সমৃদ্ধ করেছে; এখনও প্রচুর যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল