আরও পড়ুন– দুটো হাত নেই, পা দিয়েই করেন লেখালেখি, জানুন জঙ্গলমহলের এই শিক্ষকের গল্প
শহরের সিএনজি চালিত গাড়ির চালকদের মধ্যে অনেকেই জানিয়েছেন, ‘‘পেট্রোল বা ডিজেলের তুলনায় সিএনজি ব্যবহারে খরচ অনেকটাই কম। শুধু খরচ বাঁচানোই নয়, পরিবেশ রক্ষাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ, সিএনজি চালিত গাড়ি থেকে নির্গত ধোঁয়া তুলনামূলকভাবে অনেক কম, যা বায়ুদূষণ কমাতে সহায়ক। ফলে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি হিসেবে সিএনজির ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।’’
advertisement
যদিও রঘুনাথপুর শহরে এই প্রথমবারের মতো সিএনজি পরিষেবা চালু হওয়ায় বর্তমানে পরিষেবা প্রদানের সময়সীমা সীমিত রাখা হয়েছে। নির্দিষ্ট সময়েই গ্যাস ভরার সুযোগ থাকায় কিছুটা অসুবিধার মুখে পড়ছেন চালকরা। তাদের মতে, পরিষেবা প্রদানের সময়সীমা আরও কিছুটা বাড়ানো হলে তারা অনেকটাই উপকৃত হবেন এবং আরও বেশি সংখ্যক চালক সিএনজির দিকে ঝুঁকতে পারবেন।
আরও পড়ুন– পুজোর মুখেও আবহাওয়া নিয়ে স্বস্তি নেই, বৃষ্টি চলবে, উইকেন্ডে কী পূর্বাভাস? জেনে নিন
রঘুনাথপুরের ঘোষাল অটো ফিলিং সেন্টার পেট্রোল পাম্পের কর্ণধার তপন ঘোষাল জানান, ‘‘অনেকদিন ধরেই রঘুনাথপুরবাসীর দাবি ছিল শহরে সিএনজি পরিষেবা চালু করার। সেই দাবি শেষপর্যন্ত পূরণ করতে পেরে আমরা অত্যন্তই আনন্দিত। আগামী দিনে পরিষেবার মান ও সুযোগ-সুবিধা আরও উন্নত কীভাবে করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। রঘুনাথপুর শহর এখন শুধুই শিল্পকেন্দ্রিক শহর নয়, বরং পরিবেশ সচেতন আধুনিক শহরের পথে আরও এক ধাপ এগিয়ে গেল।’’