TRENDING:

Mango Auction: ৩১ হাজার টাকা! মহার্ঘ্য আমের দামে চক্ষু চড়কগাছ হওয়ার যোগাড়

Last Updated:

এক ব্যবসায়ী সম্প্রতি দাবি করেছেন, গত ৫০ বছরে এটাই মহার্ঘ্যতম মূল্য৷ (Pune market witnessed auction of mango crate sold for 31 thousand)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এক ক্রেট আমের দাম ৩১ হাজার টাকা! অবিশ্বাস্য এই দামেই পুণের বাজারে নিলামে বিক্রি হল আম৷ এক ব্যবসায়ী সম্প্রতি দাবি করেছেন, গত ৫০ বছরে এটাই মহার্ঘ্যতম মূল্য৷ (Pune market witnessed auction of mango crate sold for 31 thousand)
advertisement

গত ১১ ফেব্রুয়ারি বিখ্যাত হাপুস আম ভর্তি এক ক্রেট দেবগড় থেকে এসে পৌঁছয় পুণের এপিএমসি বাজারে৷ এর পর নিলাম করা হয় ওই এক ক্রেট আমের৷ ৫ হাজার টাকা থেকে নিলাম শুরু হয়ে পৌঁছয় ৩১ হাজারে৷

ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে প্রথম ক্রেট আম নিলাম করা হয় ১৮ হাজার টাকায়৷ দ্বিতীয় ক্রেটের দর উঠেছিল ২১ হাজারে৷

advertisement

আরও পড়ুন : বৃদ্ধা কাশ্মীরির মুখে সদ্য শেখা ইংরেজি শুনে বাহবা নেটিজেনদের

তৃতীয় ও চতু্র্থ ক্রেট বিক্রি হয় প্রতিটা ২২ হাজার ৫০০ টাকায়৷ বাজিমাত করে পঞ্চম ক্রেট৷ বিক্রি হয় ৩১ হাজারে৷ সংবাদসংস্থার খবর অনুযায়ী, পুণের বাজারে গত ৫০ বছরে এটাই সর্বোচ্চ নিলাম৷

আরও পড়ুন : শুধু উপভোগ্যই নয়, প্রিয়জনের সঙ্গে একই শয্যায় সুনিদ্রার সুফলও বহু

আরও পড়ুন : আপনার স্কুলপড়ুয়া সন্তান কি মাঝে মাঝেই রাতে বিছানা ভিজিয়ে ফেলে? জানুন এই সমস্যার কারণ

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

মরশুমের প্রথম হাপুস আম এভাবেই প্রতি বছর নিলাম করা হয় ৷ প্রচলিত রীতি হল, এর ফলে আগামী ২ মাস আমের ব্যবসার পূর্বাভাস বোঝা যাবে৷ তবে আমের ব্যবসা যে সব সময় মসৃণ থাকে তা নয়৷ অতিমারির জন্য দু’ বছর আমের ব্যবসা বিঘ্নিত হয়৷ এখন পরিস্থিতি স্বাভাবিকের পথে ফিরছে, তাই ব্যবসায়ীরা আবার নতুন করে সব শুরু করতে চাইছেন৷ সেই আশায় নতুন করে স্বপ্ন দেখছেন তাঁরা৷ ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ওই আমের ক্রেটের উপর মোটা ফুলের মালা পরিয়েছেন তাঁরা৷ তাঁদের আশা, অতিমারির কালো মেঘ সরিয়ে আবার নতুন করে শুরু করতে পারবেন তাঁরা৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mango Auction: ৩১ হাজার টাকা! মহার্ঘ্য আমের দামে চক্ষু চড়কগাছ হওয়ার যোগাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল