TRENDING:

Viral News: মাত্র ১১ বছর বয়সেই কোটিপতি! খুদে ব্যবসায়ীর গল্প জানলে চোখ কপালে উঠবে

Last Updated:

মাত্র ১১বছর বয়সেই কাউকে অবসর গ্রহন করতে দেখেছেন কখনও?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অস্ট্রেলিয়া: মাত্র ১১বছর বয়সেই কাউকে অবসর গ্রহন করতে দেখেছেন কখনও? শুনতে অবাক লাগলেও বাস্তবে ঠিক এমনই ঘটনা ঘটেছে। ১১ বছর বয়সেই অবসর নিয়েছে এই মেয়ে। বেশ কিছু দোকানেরও মালিক এই মেয়েটি। নিজের কেনা মার্সিডিজও চালায় এই খুদে। শুধু তাই নয় কোটি টাকার বাংলো সহ বিলাসবহুল গাড়ি আছে এই ১১ বছরের খুদে ব্যাবসায়ীর।
মাত্র ১১ বছর বয়সেই কোটিপতি! খুদে ব্যবসায়ীর গল্প জানলে চোখ কপালে উঠবে
মাত্র ১১ বছর বয়সেই কোটিপতি! খুদে ব্যবসায়ীর গল্প জানলে চোখ কপালে উঠবে
advertisement

মেয়েটির নাম পিক্সি কার্টিস। অস্ট্রেলিয়ার বাসিন্দা পিক্সি । এত অল্প বয়সে শিশুরা যখন স্কুলে পড়াশুনা শেখে, তখন সেই বয়সে একজন নামী ব্যাবসায়ী হয়ে উঠেছে পিক্সি । পিক্সি অস্ট্রেলিয়ার বিখ্যাত জনসংযোগ গুরু রক্সি জ্যাসেঙ্কোর মেয়ে। রক্সি জানিয়েছেন, যে খুব অল্প বয়স থেকেই পিক্সি তাকে তার ব্যবসায় সহায়তা করে। কিছুদিন আগে নিজের অনলাইন খেলনার দোকাওন চালু করেছে পিক্সি । তিন বছর আগে ফিটেজ স্পিনার নামের এক ধরনের খেলনা এনেছিল। এই খেলনা বাজারে প্রচুর জনপ্রিয়তা লাভ করায় প্রতি মাসে প্রায় ১ লক্ষ পাউন্ড আয় করে পিক্সি।

advertisement

আরও পড়ুন: রাত বাড়লে পাড়ায়-পাড়ায় কুকুর কেঁদে ওঠে! কিন্তু কেন ? বৈজ্ঞানিক কারণ জানলে চমকে উঠবেন

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ১১ বছর বয়সে পিক্সি এত অর্থ উপার্জন করেছে যে সে এখন অবসর নিতে চায় । ব্যবসার কারণে তার পড়াশোনা অসম্পূর্ণ থাকায় এখন অবসরের পর পুনরায় পড়াশুনায় মন দিতে চায় পিক্সি। পিক্সির মা জাসেনকো জানান, তার ব্যবসা আগের মতোই চলবে কিন্তু এখন তিনি পিক্সির ওপর কাজের চাপ দিতে চান না। এখন সময় এসেছে তাকে বিরতি দেওয়ার। আয় করার জন্য সামনে পুরো জীবন আছে।

advertisement

আরও পড়ুন: আইএএস টিনা ডাবি; এই জেলাশাসককে নিয়ে উত্তাল নেট দুনিয়া, বেতন জানলে চোখ কপালে উঠবে!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সম্প্রতি যখন জাসেঙ্কো তার মেয়েকে প্রায় দুই কোটি টাকার গাড়ি উপহার দিয়েছিলেন, তখন তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তুমুল আলোচনা হয়। এর মধ্যে ছিল মার্সিডিজ বেঞ্জসহ অনেক বিলাসবহুল গাড়ি। তখন তার বয়স ছিল মাত্র ১০ বছর। খুদে ব্যবসায়ীর অবসর নেওয়ার কাহিনি শুনে তাজ্জব সারা দুনিয়া।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: মাত্র ১১ বছর বয়সেই কোটিপতি! খুদে ব্যবসায়ীর গল্প জানলে চোখ কপালে উঠবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল