IAS Tina Dabi Salary: আইএএস টিনা ডাবি; এই জেলাশাসককে নিয়ে উত্তাল নেট দুনিয়া, বেতন জানলে চোখ কপালে উঠবে!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
IAS Tina Dabi Salary, Jaisalmer DM: অন্তত তেমনটাই প্রমাণ করে দিয়েছেন রাজস্থানের তরুণ আধিকারিক টিনা ডাবি। সোনার কেল্লার শহর জয়সলমেরে কর্মরত টিনা একজন আইএএস আধিকারিক। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়।
advertisement
advertisement
ভারতীয় আধিকারিকদের নিয়ে মানুষের উৎসাহের অন্ত নেই। ১৯৯৩ সালের ৯ নভেম্বর মধ্যপ্রদেশের ভোপালে জন্মগ্রহণ করেন টিনা। রাজস্থানের জয়সলমেরের ৬৫তম জেলাশাসক ত্রিশ বছরের এই মেধাবী তরুণী। রাজস্থান সরকারের নিয়ম অনুযায়ী জেলাশাসক পদের বেতন ১.৩৪ লক্ষ থেকে ১.৪৫ লক্ষ টাকা। যদিও এটি টিনার প্রথম কাজ নয়। এর আগে টিনা অর্থ বিভাগে কাজ করতেন।
advertisement
advertisement
advertisement
আইএএস টিনা ডাবি সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। তাঁকে সেলিব্রিটি আইএএস বলা হয়। তাঁর জীবনযাত্রা, এমনকী কাজ, বেতন, সুযোগ-সুবিধা নিয়েও মানুষের মধ্যে আগ্রহ কম নয়। টিনা নিজেও ব্যক্তিগত নানা ছবি শেয়ার করেন। ফলে মানুষের সঙ্গে তাঁর যোগাযোগও ভাল ভাবে গড়ে ওঠে। ইদানীং অবশ্য তিনি কিছুটা দূরে আছেন সোশ্যাল মিডিয়া থেকে।