আরও পড়ুন- ৮৫ তেও অটুট প্রকাশী তোমর! নাতির বিয়েতে নেচে ইন্টারনেটে ভাইরাল শ্যুটার দাদি
ইন্সটাগ্রাম ব্লগার Kolkatadelites সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গিয়েছে একজন পক্ষাঘাতগ্রস্ত (New Market Paralysed Patties Seller) ব্যক্তি একটি ঠেলার সামনে দাঁড়িয়ে রয়েছেন৷ প্যাটিস এবং ক্রিম রোল বিক্রি করছেন তিনি। Kolkatadelites জানিয়েছে, এই ব্যক্তি বিগত ৩৫ বছর ধরে প্যাটিস বিক্রি করে চলেছেন। নিরামিষ এবং আমিষ দুই ধরনের প্যাটিই বিক্রি করেন তিনি। একজন নিরাপত্তারক্ষীও রয়েছেন, যিনি বিক্রেতার পাশে দাঁড়িয়ে খদ্দেরদের খাবার এগিয়ে দিতে সাহায্য করেন। প্রতিটি প্যাটির দাম মাত্র ২০ টাকা। নিউ মার্কেটে কেএফসির সামনে গেলেই দেখা মিলবে তাঁর।
advertisement
এখানে রইল সেই ভিডিওটি:
ভিডিওটি আপলোড করার পরই ভাইরাল হয়েছে সেটি। দেখেছেন পাঁচ লক্ষেরও বেশি মানুষ, বাহান্ন হাজারের বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন এবং শয়ে শয়ে মানুষ তাতে কমেন্টও করেছেন৷ বিক্রেতার (New Market Paralysed Patties Seller) কঠোর পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। একজন লিখেছেন, “এত সুন্দর একজন মানুষ। তাঁর হাসিটা আমার দিন বদলে দিল।” অন্য একজন আবার লিখেছেন, “তাঁর এমন পরিশ্রম শেয়ার করার জন্য ধন্যবাদ।” কেউ আবার লিখেছেন, “আগে তো কখনই লক্ষ্য করিনি, কিন্তু এবার গেলে আমি অবশ্যই ওঁর কাছ থেকে কিনব। শেয়ার করার জন্য ধন্যবাদ।”
আরও পড়ুন- আম্বুর বিরিয়ানি, বিয়ারি বিরিয়ানি, ডিন্ডিগুল বিরিয়ানি... চেখে দেখেছেন কি স্বাদ?
স্থানীয় বিক্রেতাদের সমর্থন করা এবং যে কোনও উপায়ে সহায়তা করার বিষয়টিকেও বাহবা জানিয়েছেন অনেকে। একজন লিখেছেন, “খুব ভালো লাগছে যে আপনি কলকাতার রাস্তার এই স্থানীয় বিক্রেতা এবং ছোটো ব্যবসার মালিকদের সম্পর্কে তথ্য শেয়ার করছেন। সত্যিই প্রশংসনীয়।”
এক নেটিজেন আবার বিক্রেতাকে সাহায্য করার জন্য ওই নিরাপত্তারক্ষীকেও সাধুবাদ জানিয়েছেন, লিখেছেন, “ওই নিরাপত্তারক্ষীর প্রতিও শ্রদ্ধা।”