মরিয়মের এক্স-রেটেড ভিডিও-য় দেখা গিয়েছে তাঁর মতোই দেখতে একজনকে। যিনি এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত উপভোগ করছেন। আর ভিডিও প্রকাশ্যে আসতেই অনেকেই বলতে শুরু করেন যে, ভিডিও-য় থাকা ওই মহিলা আসলে মরিয়ম। যদিও এ নিয়ে নিজে কোনও বিবৃতি জারি করেননি ওই পাক টিকটকার।
advertisement
গত অক্টোবর মাস থেকে এই নিয়ে পঞ্চমবার বিপাকে জড়ালেন পাকিস্তানি সেলেবরা। যার জেরে গোপনীয়তা লঙ্ঘন সংক্রান্ত উদ্বেগ তৈরি হয়েছে। এমনকী পাবলিক ফিগারদের এক্সপ্লয়েটেশনেরও অভিযোগ উঠছে। স্পষ্ট ভাবে দেখা যাওয়া ওই ভিডিও-র একটি স্ক্রিনশট এবং মরিয়মের টিকটক অ্যাকাউন্ট শেয়ার করে এক নেটিজেন এক্স প্ল্যাটফর্মে লেখেন, “মরিয়ম ফয়জল এখন কে, আর আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে?” অন্য এক নেটাগরিক আবার লেখেন, “মরিয়ম ফয়জলেরও ফাঁস হওয়া ভিডিও এসে গেল। এই প্রতিযোগিতা যেন থামছেই না।”
এখানেই শেষ নয়, গত সপ্তাহেই কানওয়াল আফতাবের ফাঁস হওয়া ছবি এবং ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছিল। মূলত বিউটি, লাইফস্টাইল, ফ্যামিলি সংক্রান্ত কন্টেন্টই তৈরি করেন ২৬ বছর বয়সী লাহোরের বাসিন্দা এই ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তাঁর ৪০ লক্ষ ফলোয়ার। আর এক টিকটকার জুলকারনাইন সিকন্দরকে বিয়ে করেছেন তিনি। এই দম্পতির এক কন্যাসন্তান রয়েছে।
গত নভেম্বর মাসে পাক টিভি সঞ্চালক তথা ইনফ্লুয়েন্সার মাথিরা মহম্মদের ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছিল। এ নিয়ে ফেডারেল ইনভেস্টিগেটিভ এজেন্সিতে অভিযোগও জানিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে মাথিরা লেখেন, “মানুষ আমার নাম এবং ফটোশ্যুটের ছবির অপব্যবহার করছেন। সেই সঙ্গে ভুলভাল জিনিস তাতে যোগ করেছেন। দয়া করে লজ্জিত হোন। এই নোংরামি থেকে আমায় দূরে রাখুন।”
আরও পড়ুন– প্রাক্তন প্রেমিককে জীবন্ত পুড়িয়ে খুন ! গ্রেফতার অভিনেত্রী নার্গিস ফাকরির বোন
আবার পাকিস্তানি ইনফ্লুয়েন্সার ইমশা রহমানের আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে গিয়েছিল। যার জেরে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টই ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলেন তিনি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভিডিও ফাঁস হওয়ার এই ট্রেন্ড শুরু হয়েছিল পাকিস্তানি টিকটক তারকা মিনাহিল মালিককে দিয়ে। প্রেমিকের সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছিল। এরপর থেকে ইনস্টাগ্রাম থেকে দূরে চলে গিয়েছে মিনাহিল।