Nargis Fakhri Sister Arrest: প্রাক্তন প্রেমিককে জীবন্ত পুড়িয়ে খুন ! গ্রেফতার অভিনেত্রী নার্গিস ফাকরির বোন

Last Updated:
Nargis Fakhri's Sister Aliya Fakhri Arrested In US: ৪৩ বছর বয়সী আলিয়ার বিরুদ্ধে অভিযোগ, একটি দোতলা গ্যারেজে আগুন লাগানোর। যার ফলে তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড এডওয়ার্ড জেকবস ও তাঁর বান্ধবী আনাস্তাশিয়া স্টার এটিনি (Anastasia Star Ettienne)-এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
1/6
আমেরিকায় গ্রেফতার অভিনেত্রী নার্গিস ফাকরির দিদি ! তাঁর বিরুদ্ধে প্রাক্তন প্রেমিক এবং তাঁর বন্ধুকে পুড়িয়ে মারার অভিযোগ ৷ এর জেরেই গ্রেফতার করা হয়েছে আলিয়া ফাকরিকে ৷
আমেরিকায় গ্রেফতার অভিনেত্রী নার্গিস ফাকরির দিদি ! তাঁর বিরুদ্ধে প্রাক্তন প্রেমিক এবং তাঁর বন্ধুকে পুড়িয়ে মারার অভিযোগ ৷ এর জেরেই গ্রেফতার করা হয়েছে আলিয়া ফাকরিকে ৷
advertisement
2/6
৪৩ বছর বয়সী আলিয়ার বিরুদ্ধে অভিযোগ, একটি দোতলা গ্যারেজে আগুন লাগানোর। যার ফলে তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড এডওয়ার্ড জেকবস ও তাঁর বান্ধবী আনাস্তাশিয়া স্টার এটিনি (Anastasia Star Ettienne)-এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
৪৩ বছর বয়সী আলিয়ার বিরুদ্ধে অভিযোগ, একটি দোতলা গ্যারেজে আগুন লাগানোর। যার ফলে তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড এডওয়ার্ড জেকবস ও তাঁর বান্ধবী আনাস্তাশিয়া স্টার এটিনি (Anastasia Star Ettienne)-এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
advertisement
3/6
সংবাদমাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, ৪৩ বছরের আলিয়ার জন্ম কুইনস এলাকাতেই। সেখানেই বড় হয়ে ওঠা। আলিয়ার প্রাক্তন প্রেমিকের নাম এডওয়ার্ড জেকবস। তাঁর বান্ধবী আনাস্তাশিয়া। অভিযোগ, দু’জন যখন একটি গ্যারেজে ছিলেন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের উত্তাপ ও বিষাক্ত ধোঁয়ার কারণেই দু’জনের মৃত্যু হয় বলেই খবর।
সংবাদমাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, ৪৩ বছরের আলিয়ার জন্ম কুইনস এলাকাতেই। সেখানেই বড় হয়ে ওঠা। আলিয়ার প্রাক্তন প্রেমিকের নাম এডওয়ার্ড জেকবস। তাঁর বান্ধবী আনাস্তাশিয়া। অভিযোগ, দু’জন যখন একটি গ্যারেজে ছিলেন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের উত্তাপ ও বিষাক্ত ধোঁয়ার কারণেই দু’জনের মৃত্যু হয় বলেই খবর।
advertisement
4/6
ঘটনার সময় জেকবস ঘুমিয়ে ছিলেন। সতর্ক করার পর আনাস্তাশিয়া নীচে নেমে আসেন, কিন্তু জেকবকে বাঁচাতে ফের ফিরে আসেন। তারা কেউই নিরাপদে দাউ দাউ করে জ্বলতে থাকা বাড়ির থেকে বের হতে পারেননি। জেকবস এবং আনাস্তাশিয়া একপ্রকার দমবন্ধ হয়েই মারা যান ৷
ঘটনার সময় জেকবস ঘুমিয়ে ছিলেন। সতর্ক করার পর আনাস্তাশিয়া নীচে নেমে আসেন, কিন্তু জেকবকে বাঁচাতে ফের ফিরে আসেন। তারা কেউই নিরাপদে দাউ দাউ করে জ্বলতে থাকা বাড়ির থেকে বের হতে পারেননি। জেকবস এবং আনাস্তাশিয়া একপ্রকার দমবন্ধ হয়েই মারা যান ৷
advertisement
5/6
অভিযোগ, নার্গিসের দিদি আলিয়া ফাকরি ২ নভেম্বর ভোরে ওই গ্যারেজে এসেছিলেন এবং জেকবস এই গ্যারেজের উপরের তলাতেই থাকতেন। ‘তোমরা সবাই আজ মারা যাবে’ বলে চিৎকার করে নার্গিসের বোন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ বলেন, একজন প্রত্যক্ষদর্শী তার কণ্ঠ শুনে বেরিয়ে এসে দেখেন যে ভবনটিতে আগুন লেগেছে।
অভিযোগ, নার্গিসের দিদি আলিয়া ফাকরি ২ নভেম্বর ভোরে ওই গ্যারেজে এসেছিলেন এবং জেকবস এই গ্যারেজের উপরের তলাতেই থাকতেন। ‘তোমরা সবাই আজ মারা যাবে’ বলে চিৎকার করে নার্গিসের বোন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ বলেন, একজন প্রত্যক্ষদর্শী তার কণ্ঠ শুনে বেরিয়ে এসে দেখেন যে ভবনটিতে আগুন লেগেছে।
advertisement
6/6
জানা গিয়েছে, ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছে। তাঁরা অনেকেই আলিয়ার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছে।
জানা গিয়েছে, ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছে। তাঁরা অনেকেই আলিয়ার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছে।
advertisement
advertisement
advertisement