মেয়েটি পাকিস্তানী হলেও তার মিষ্টি কণ্ঠে চিরকালের সেই গান আমাদের দেশের নেটিজেনদের মন জয় করে নিয়েছে। গান কোন সীমানা মানেনা , কাঁটাতারের বেড়া পেরিয়ে ছুটে যায় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। এই মেয়েটির গান হয়তো এমনি একটি দৃষ্টান্ত আমাদের সবার সামনে তুলে ধরেছে। ভিডিওটি এখানে দেখুন -
advertisement
মেয়েটি এর আগে মিরবাজ খান, রহিম দাদ এবং সুমেরা শাহীনের মতো অন্যান্য শিল্পীদের সঙ্গে পাকিস্তানি ব্যান্ড শুমলের কণ্ঠশিল্পী হিসাবে কাজ করেছিলেন। ডেইলি পাকিস্তান এই তথ্যটি জানিয়েছে। ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১.৮ লক্ষ লাইক সংগ্রহ করেছে।
জানা গেছে এর আগেও গত বছরের আগস্টে, শিয়াল খান নামক একজন রাবাব বাদক ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবসের আগে ভারতীয় জাতীয় সঙ্গীতের পরিবেশন করেছিলেন। তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার হওয়ার পর সেটা ইন্টারনেটে নেটিজেনদের মন জয় করেছিল এবং খুব দ্রুত ভাইরাল হয়ে গেছিল।
গানটি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার পর বহু ইউসার নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
একজন ইউসার লিখেছেন ,"মাশাল্লাহ ভারতীয় গান গাইছেন। আশ্চর্যজনক।”
অপর একজন বলেছেন ,“কি কন্ঠস্বর ,কি সুন্দর কুঁচকানো চুল ,কি জায়গা .. সবকিছুই খুব সুন্দর”।
গানটি আপনারাও উপভোগ করুন এবং নিজেদের প্রতিক্রিয়া পোস্ট করুন।