TRENDING:

পাকিস্তানি কিশোরীর কণ্ঠে আশা ভোঁসলের 'উমরাও জান'-এর গান ইন্টারনেটে ভাইরাল

Last Updated:

একটি পাকিস্তানী মেয়ের কণ্ঠে সুপারহিট উমরাও জান-এর 'ইন আঁখোঁ কি মস্তি' গানটি সোশ্যাল মিডিয়াতে সবাইকে অবাক করে দিয়েছে। এই ভিডিওটি গত ১৮ই জানুয়ারী অল গিলগিট (অলগিলগিট) নামে একটি জনপ্রিয় অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল। a pakistani girl sing the famous song of umrao jaan

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলের নূরিমা রেহান নামে একজন কিশোরীর গান সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। মেয়েটি আশা ভোঁসলের কণ্ঠে গাওয়া ১৯৮১ সালের সুপারহিট উমরাও জান-এর সেই বিখ্যাত গান 'ইন আঁখোঁ কি মস্তি' গেয়ে সকলকে স্তব্ধ করে দিয়েছে । মোহাম্মদ জহুর খৈয়াম এই গানটি লিখেছিলেন এবং সুর দিয়েছিলেন। এই ভিডিওটি গত ১৮ই জানুয়ারী অল গিলগিট (অলগিলগিট) নামে একটি জনপ্রিয় অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল।
advertisement

মেয়েটি পাকিস্তানী হলেও তার মিষ্টি কণ্ঠে চিরকালের সেই গান আমাদের দেশের নেটিজেনদের মন জয় করে নিয়েছে। গান কোন সীমানা মানেনা , কাঁটাতারের বেড়া পেরিয়ে ছুটে যায় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। এই মেয়েটির গান হয়তো এমনি একটি দৃষ্টান্ত আমাদের সবার সামনে তুলে ধরেছে। ভিডিওটি এখানে দেখুন -

advertisement

মেয়েটি এর আগে মিরবাজ খান, রহিম দাদ এবং সুমেরা শাহীনের মতো অন্যান্য শিল্পীদের সঙ্গে পাকিস্তানি ব্যান্ড শুমলের কণ্ঠশিল্পী হিসাবে কাজ করেছিলেন। ডেইলি পাকিস্তান এই তথ্যটি জানিয়েছে। ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১.৮ লক্ষ লাইক সংগ্রহ করেছে।

জানা গেছে এর আগেও গত বছরের আগস্টে, শিয়াল খান নামক একজন রাবাব বাদক ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবসের আগে ভারতীয় জাতীয় সঙ্গীতের পরিবেশন করেছিলেন। তার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার হওয়ার পর সেটা ইন্টারনেটে নেটিজেনদের মন জয় করেছিল এবং খুব দ্রুত ভাইরাল হয়ে গেছিল।

advertisement

গানটি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়ার পর বহু ইউসার নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

একজন ইউসার লিখেছেন ,"মাশাল্লাহ ভারতীয় গান গাইছেন। আশ্চর্যজনক।”

অপর একজন বলেছেন ,“কি কন্ঠস্বর ,কি সুন্দর কুঁচকানো চুল ,কি জায়গা .. সবকিছুই খুব সুন্দর”।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গানটি আপনারাও উপভোগ করুন এবং নিজেদের প্রতিক্রিয়া পোস্ট করুন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পাকিস্তানি কিশোরীর কণ্ঠে আশা ভোঁসলের 'উমরাও জান'-এর গান ইন্টারনেটে ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল