TRENDING:

Pakistan PM Shehbaz Sharif Viral Video: সুন্দরী অভিনেত্রী দেখেই আর নিজেকে সামলাতে পারলেন না পাক প্রধানমন্ত্রী! তিনি যা করলেন ভাবতে পারবেন না, দেখুন ভিডিও...

Last Updated:

Pakistan PM Shehbaz Sharif Viral Video: একটি পুরস্কার বিতরণীর ভিডিওতে দেখা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার দেশের সুন্দরী অভিনেত্রী মারওয়া হোসেনকে 'ঘনিষ্ঠভাবে' দেখছেন। ভিডিওটি ভাইরাল, দেখুন সেই ভিডিও...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঞ্জাব: ২০২৩ সালের একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের ভিডিওতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে অভিনেত্রী মারওয়া হোসেনকে পুরস্কার দেওয়ার পর যেভাবে তাকাচ্ছেন, তা নিয়ে ভিডিওটি ফের ভাইরাল হয়েছে।
সুন্দরী অভিনেত্রী দেখেই আর নিজেকে সামলাতে পারলেন না পাক প্রধানমন্ত্রী! তিনি যা করলেন ভাবতে পারবেন না, দেখুন ভিডিও...image - x
সুন্দরী অভিনেত্রী দেখেই আর নিজেকে সামলাতে পারলেন না পাক প্রধানমন্ত্রী! তিনি যা করলেন ভাবতে পারবেন না, দেখুন ভিডিও...image - x
advertisement

এই অনুষ্ঠানটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর হাউসে অনুষ্ঠিত হয়েছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার পেছনে একটি কারণ হতে পারে ভারত-পাকিস্তান সম্পর্ক ঘিরে সাম্প্রতিক উত্তেজনা, বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনীর সন্ত্রাসীদের মদত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে। একজন ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন – “স্পষ্টতই শেহবাজ শরিফ খুব একটা ‘শরিফ’ নন”…

আরও পড়ুন: বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি করে জানেন? তালিকায় ভারত কোথায় জানুন…

advertisement

পাকিস্তানের UNewsTV তাদের ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়েছে – “শেহবাজ শরিফ পুরস্কার দেওয়ার সময় মারওয়া হোসেনকে ‘ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন’, ভিডিও ভাইরাল”।

প্রায় দুই বছর পর ভিডিওটি আবারও সামনে এসেছে, প্রমাণ করে দিল যে ইন্টারনেট কিছু ভুলে যায় না, বিশেষ করে যখন কোনও সন্দেহজনক ‘সাইড-আই’ ধরা পড়ে।

advertisement

ভিডিওতে দেখা যায়, মারওয়া হোসেন শেহবাজ শরিফের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন৷ তখনই পাক প্রধানমন্ত্রী অভিনেত্রীর সৌন্দর্যে কার্যত হারিয়ে যান৷ তিনি অভিনেত্রীর থেকে চোখ সরাতে পারছিলেন না। প্রসঙ্গত, পাক অভিনেত্রী মারওয়া তার সৌন্দর্য ও অভিনয় দক্ষতার জন্য পরিচিত মুখ।

যদিও সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ঘটনাকে ঘিরে মিম তৈরি করেছেন ও মজা করেছেন, কিন্তু বিষয়টি “মেইল গেইজ” নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে — অর্থাৎ, পুরুষদের এমন দৃষ্টিভঙ্গি যেখানে তারা নারীদের অনুপযুক্ত বা অতিরিক্তভাবে পর্যবেক্ষণ করে — এবং কিভাবে প্রকাশ্য অনুষ্ঠানে এমন ব্যক্তিত্বরাও এই অভ্যাস থেকে মুক্ত নন।

advertisement

আরও পড়ুন: টাইটানোবোয়া না অ্যানাকোন্ডা, বিশ্বের সবচেয়ে বড় সাপ কোনটি জানেন? জানুন, দুই সাপের তুলনা…

মারওয়া হোসেন, যিনি ২০১৬ সালে বলিউডে ‘সনম তেরি কসম’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন, সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তিনি ভারতের “অপারেশন সিঁদুর” নিয়ে প্রকাশ্যে সমালোচনা করলে, তাঁর সহ-অভিনেতা হর্ষবর্ধন রানে ঘোষণা করেন যে, যদি মারওয়া সিক্যুয়ালে থাকেন, তবে তিনি ওই সিনেমায় অংশ নেবেন না।

advertisement

রানের এই সিদ্ধান্তের বিরোধিতা করে মারওয়া এটিকে “পিআর স্ট্র্যাটেজি” বলে কটাক্ষ করেন। এর জবাবে রানে বলেন, “আমি আমার দেশের মর্যাদায় আঘাত সহ্য করতে পারি না।”

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই বিতর্কের ফলস্বরূপ, Spotify-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ‘সনম তেরি কসম’ ছবির প্রচারমূলক সামগ্রী থেকে মারওয়ার ছবি সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Pakistan PM Shehbaz Sharif Viral Video: সুন্দরী অভিনেত্রী দেখেই আর নিজেকে সামলাতে পারলেন না পাক প্রধানমন্ত্রী! তিনি যা করলেন ভাবতে পারবেন না, দেখুন ভিডিও...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল