TRENDING:

বাড়ি ভাড়ার টাকা গুণে কে ফতুর হবে, পুরনো বাসকেই বদলে দিলেন বাড়িতে ! অক্সফোর্ড শিক্ষার্থীদের কাণ্ড দেখে থ দুনিয়া

Last Updated:

দুই অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী এক পুরনো বাস কিনে সেটাকেই বাড়ি করে তোলার কাজ চালিয়ে যাচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: শিক্ষার্থীদের হাতে টাকা কোনও দেশেই খুব বেশি থাকে না। নিজের উপার্জন থাক বা পরিবারই ভরসা- মাসের টাকার বেশিরভাগটাই বেরিয়ে যায় বাড়ি ভাড়ার পিছনে। ঠিক এই একই সমস্যার মুখে পড়ে দুই অক্সফোর্ড ইউনিভার্সিটির (University of Oxford) শিক্ষার্থী এক পুরনো বাস কিনে সেটাকেই বাড়ি করে তোলার কাজ চালিয়ে যাচ্ছেন। ২০ বছর বয়সী লিও বেভান এবং কিট রেনশ এখন ফেসবুক মার্কেটপ্লেস থেকে কেনা এই বাসে থাকেন। মজার বিষয় হল, এটি সেই একই বাস যা একসময় ব্রিটিশ পপ গ্রুপ সুগাবেস তাদের যাতায়াতের জন্য ব্যবহার করত।
বাড়ি ভাড়ার টাকা গুণে কে ফতুর হবে, পুরনো বাসকেই বদলে দিলেন বাড়িতে (Photo: Emma Trimble/SWNS)
বাড়ি ভাড়ার টাকা গুণে কে ফতুর হবে, পুরনো বাসকেই বদলে দিলেন বাড়িতে (Photo: Emma Trimble/SWNS)
advertisement

আরও পড়ুন– ‘অপারেশন নারকোস…’ হাওড়া স্টেশনে সোনা চোরাচালান বানচাল ! ১৪.৪৩ লক্ষ টাকার সোনা আটক করল আরপিএফ ও কাস্টমস

উভয় শিক্ষার্থীই তাঁদের কোর্সের শেষ পর্যায়ে রয়েছেন। তাঁদের ভাড়া বাবদ খরচ প্রতি বছর £৯,০০০ থেকে £১০,০০০ (ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ থেকে ১১ লক্ষ টাকা) পর্যন্ত পৌঁছেছিল। প্রথম বছরে, লিওকে হোস্টেলের জন্য £৭,৫০০ দিতে হয়েছিল, দ্বিতীয় বছরে তিনি একটি শেয়ারড বাড়িতে থাকায় £৬,৫০০ ভাড়া দিতে হয়েছিল। শেষ বছরে তাঁকে £১০,০০০ ভাড়া দিতে হত, যা তাঁর পক্ষে অসম্ভব ছিল। কিটের অবস্থাও প্রায় একই ছিল। প্রথম দুই বছরে তিনি প্রতি ক্ষেত্রে £৪,৫০০ দিয়েছিলেন এবং শেষ বছরে তাঁকে £৯,০০০ দিতে বলা হয়েছিল।

advertisement

আরও পড়ুন– বাড়ির কোণে বোলতা বাসা বেঁধেছে? আতঙ্কিত হওয়ার কারণ নেই, ঘরোয়া টোটকা অবলম্বন করে সহজেই মুক্তি পান সমস্যার হাত থেকে

লিও জানান, আগের হোস্টেলে তাঁকে আট জনের সঙ্গে থাকতে হত, ফলে প্রাইভেসি বলে কিছু সেখানে ছিল না। সব থেকে বড় কথা এত বেশি টাকা দেওয়াও সম্ভব ছিল না। এমন পরিস্থিতিতে তিনি ২০২৪ সালের জুন মাসে ফেসবুক মার্কেটপ্লেসে মাত্র ৩০ মিনিটের মধ্যে ৫,০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৫.৯ লক্ষ টাকা) দিয়ে ৪৪ ফুট দীর্ঘ এই বাসটি কিনেছিলেন । বাসটি চলার মতো অবস্থায় ছিল না, তাই লিভারপুল থেকে অক্সফোর্ডে এটি টেনে আনতে তাঁকে ১,৩০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫ লক্ষ টাকা) দিতে হয়েছিল। এখন তিনি পার্কিং এরিয়ায় বাসটি রাখেন এবং প্রতি সপ্তাহে ৭৩ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৬৯০ টাকা) ফি দেন। এই হিসেবে তিনি বছরে প্রায় ২,৫০০ থেকে ৩,৫০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ২.৯ লক্ষ টাকা থেকে ৪ লক্ষ টাকা) সাশ্রয় করবেন।

advertisement

(Photo: Emma Trimble/SWNS)

আরও পড়ুন– না জানিয়েই চুম্বনের দৃশ্যের শ্যুটিং করেছিলেন পরিচালক, যন্ত্রণা-অপমানে কেঁদে ফেলেছিলেন কিশোরী অভিনেত্রী ! বর্তমানে তাঁর রূপের জাদুতে মজে রয়েছেন আট থেকে আশি

বাসটিকে বাসযোগ্য করে তোলার জন্য দু’জনে নিজেরাই সংস্কার শুরু করেন। তাঁরা যাত্রীদের আসন, চালকের আসন, টেবিল, উপরের দেয়াল এবং সিলিংয়ের কিছু অংশ সরিয়ে ফেলেন। হিটিং এবং কুলিং সিস্টেমও সরিয়ে ফেলা হয়, যদিও তাঁরা বাসের আসল চামড়ার সিট, আলমারি, টিভি এবং সাউন্ড সিস্টেম রেখে দিয়েছেন। এখন তাঁরা বিদ্যুতের জন্য জেনারেটর এবং ব্যাটারি ব্যবহার করবেন, ওভেন এলপিজি সিলিন্ডারে চলবে। এই মুহূর্তে কোনও বাথরুম নেই, তাই তাঁরা স্নান করতে বন্ধুদের বাড়িতে যাচ্ছেন। লিও এবং কিট বলেন যে বাসটিকে বাসযোগ্য করে তোলা অবশ্যই তাঁদের জন্য একটি চ্যালেঞ্জ, তবে একই সঙ্গে এটি একটি মজার অভিজ্ঞতাও। লিও বলেন, ‘‘আমি টাকা ধার করে বাসটি কিনেছি এবং আমরা পুরনো জিনিসপত্র তুলে এটি ব্যবহার করছি। মেঝের কাজ এখনও বাকি আছে, দেওয়াল মেরামত করা, রান্নাঘর এবং টয়লেট বসানোও বাকি, কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে সেগুলো সব করে ফেলব।’’

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বাড়ি ভাড়ার টাকা গুণে কে ফতুর হবে, পুরনো বাসকেই বদলে দিলেন বাড়িতে ! অক্সফোর্ড শিক্ষার্থীদের কাণ্ড দেখে থ দুনিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল