TRENDING:

Optical Illusion: প্রথমেই কোন ছবি চোখে পড়ছে? সেই ছবিতেই কিন্তু লুকিয়ে রয়েছে প্রেমের বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি

Last Updated:

Optical Illusion: এই দৃষ্টিবিভ্রম মানুষের প্রেমজীবনের সম্পর্কেও স্পষ্ট ধারণা দিতে পারে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দৃষ্টিবিভ্রম (Optical Illusion) সত্যিই ভারি অদ্ভুত! কারণ এটি মানুষের নানাবিধ চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরতে পারে। সে চরিত্রের বিরক্তিকর দিকই হোক, কিংবা চরিত্রের ভাল দিক। শুধু তা-ই নয়, এই দৃষ্টিবিভ্রম মানুষের প্রেমজীবনের (Romantic Relationship) সম্পর্কেও স্পষ্ট ধারণা দিতে পারে!
advertisement

আর বহু ছবি রয়েছে, যা দৃষ্টিবিভ্রমের উদ্রেক করে। যেমন এই ছবিটি ৷ ছবিটির মধ্যে সবার প্রথমেই কী চোখে পড়ছে? নিশ্চিত ভাবে বলা যায় যে, এক-এক মানুষ এই ছবির মধ্যে প্রথমেই ভিন্ন ভিন্ন ছবি দেখতে পাবেন ৷ কেন না, এই ছবির মধ্যে আসলে লুকিয়ে রয়েছে আলাদা আলাদা আরও চারটে ছবি!

আরও পড়ুন-Optical Illusion: এক ছবিতে লুকিয়ে থাকা ভিন্ন ভিন্ন ছবিই প্রেমজীবনের হদিশ দেবে, দেখুন দেখি মিলিয়ে

advertisement

যাই হোক, দৃষ্টিবিভ্রম সৃষ্টিকারী এই ছবিটির মধ্যে প্রথমেই আমরা যে ছবিটা দেখা পাব, সেই ছবিটাই বলে দেবে আমাদের রোম্যান্টিক জীবন বা প্রেমজীবন সম্পর্কে!

প্রথমেই আসা যাক, ছবিটিতে আর কী কী দেখা যাচ্ছে, সেই সংক্রান্ত আলোচনায়। এই ছবিটি ভাল করে দেখলে মোট চারটে ছবি আমরা দেখতে পাব। আর সেগুলি হল এক বয়স্ক মানুষের মুখ, এক অশ্বারোহী, নদীতটে শুয়ে থাকা এক মহিলা, নদীর উপর থাকা পাথুরে পথ। তাই দেখে নেওয়া যাক, কোন ছবি কী বলে।

advertisement

আরও পড়ুন-পর্যটনক্ষেত্রের জন্য সুখবর, রাজ্য শিখতে চায় সাফারি টেকনোলজি

বৃদ্ধের মুখ:

এই ছবির উপর চোখ রাখলে অনেকেই প্রথমেই বৃদ্ধের মুখ দেখতে পান। আসলে এই ধরনের মানুষদের সব সময় নজর থাকে বৃহৎ বিষয়ের উপর। প্রেমের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তেমনই। সম্পর্কের ক্ষেত্রে অতিনাটকীয় রোমান্টিকতা এঁদের বিশেষ পছন্দ নয়। তার তুলনায় বরং সঙ্গী সম্পর্কের জন্য কতটা সময় দিচ্ছেন, অথবা সম্পর্ক টিকিয়ে রাখতে সঙ্গী কতটা চেষ্টা করছেন- এই বিষয়গুলোই এঁদের কাছে বেশি গুরুত্ব পায়।

advertisement

এক অশ্বারোহী:

যদি এই ছবির মধ্যে লুকিয়ে থাকা ঘোড়ায় চড়া কোনও ব্যক্তির ছবিই প্রথম নজরে আসে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিকে সহজে ধরে রাখা যাবে না। এই ধরনের ব্যক্তিরা সঙ্গীর সঙ্গে প্রতারণাও করতে পারেন। কিন্তু সঙ্গীর সঙ্গে থাকা সত্ত্বেও এঁরা যেন নিজের স্বপ্নের মানুষের খোঁজে থাকেন! সর্বোপরি এই ধরনের মানুষ প্রেমের সম্পর্কে থাকলেও সব সময় আরও ভালো বিকল্পের সন্ধানে থাকেন।

advertisement

নদীতটে শুয়ে থাকা মহিলা:

প্রথমেই যদি চোখ যায় নদীতটে শুয়ে থাকা মহিলার উপর, তাহলে বুঝতে হবে, সেই ব্যক্তি সব কিছু পরিত্যাগ করেন। আসলে যেটা হয়, সেটা হল এঁরা প্রেম করতে চান। কিন্তু সব সময় মনে চলতে থাকে, সম্পর্ক টিকবে তো! আর এই ভাবনার কারণেই সম্পর্ক দৃঢ় হওয়ার আগেই এঁরা সঙ্গী এবং সম্পর্ক ছেড়েছুড়ে চলে আসেন।

নদীর উপর উপর পাথুরে পথ:

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

পাথুরে পথ যদি প্রথম চোখে পড়ে, তাহলে বুঝতে হবে, এই ধরনের ব্যক্তির রোমাঞ্চ পছন্দ। এঁরা সম্পর্কের ক্ষেত্রেও তাই স্থিতিশীলতার তুলনায় রোমাঞ্চই বেশি পছন্দ করেন। আবার অনেকের মনেই আশঙ্কা চলতে থাকে যে, সম্পর্কে জড়ালে জীবন থেকে বোধহয় রোমাঞ্চটাই হারিয়ে যেতে পারে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: প্রথমেই কোন ছবি চোখে পড়ছে? সেই ছবিতেই কিন্তু লুকিয়ে রয়েছে প্রেমের বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল