সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ছবিটিতে কী কী দেখা যাচ্ছে, সেটাই প্রথমে দেখে নেওয়া যাক। আজকের ছবিটিতে দেখা যাচ্ছে, একটা সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার বা বাথরুমের দৃশ্য। প্রতিটা জিনিস জায়গায় একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। স্নানের জায়গায় টাঙানো রয়েছে গোলাপি রঙের পর্দা। এর মধ্যেই কোথাও হারিয়ে গিয়েছে একটি খেলনা গাড়ি। বাড়ির বাচ্চার এই খেলনাই ৬ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে। চ্যালেঞ্জটা নিয়ে দেখবেন না কি?
advertisement
সময় শুরু হচ্ছে এখনই। খেলনা গাড়িটি খোঁজার জন্য বাথরুমটা খুঁটিয়ে লক্ষ্য করতে হবে। তাহলেই পাওয়া যাবে খেলনাটি। আচ্ছা, খোঁজার সুবিধার জন্য ছোট্ট একটা হিন্ট দেওয়া যাক! গাড়িটি রয়েছে স্নানঘরে। এবার আশা করি পাওয়া যাবে খেলনা গাড়িটি।
আর না পাওয়া গেলেও অসুবিধা নেই। আমরাই বলে দিচ্ছি। পর্দা ঘেরা স্নানঘরের অংশে মেঝের উপর রাখা শ্যাম্পু কিংবা বডি ওয়াশের বোতলের মাঝখানে রয়েছে লাল রঙের খেলনা গাড়িটি। আর গাড়িটির রঙের জন্যই তা শ্যাম্পু বা বডি ওয়াশের বোতলের সঙ্গে একেবারে মিশে গিয়েছে। ফলে চট করে দেখে ঠাহর করা প্রায় অসম্ভব! আর এই কারণেই বেশির ভাগ মানুষ নির্ধারিত সময়ের মধ্যে খেলনা গাড়িটিতে খুঁজে বার করতে পারেননি।