TRENDING:

Optical Illusion Image: এই ছবিতে কতগুলো মুখ দেখতে পাচ্ছেন? তাতেই বোঝা যাবে আপনি কত সতর্ক ও বুদ্ধিমান

Last Updated:

Optical Illusion Image: অপটিক্যাল ইলিউশন সমাধান করতে গিয়ে ধরা পড়ে নিজের ব্যক্তিত্বের অচেনা বৈশিষ্ট্য৷ সাইকোঅ্যানালিসিসের ময়দানে ইদানীং খুবই জনপ্রিয় দৃষ্টিবিভ্রমের ছবিগুলি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মনের মধ্যে ঢুকে গোপন ছবি তুলে আনতে পারে অপটিক্যাল ইলিউশন৷ নিজের মনের বা ব্যক্তিত্বের এমন অনেক কথা হয়তো আমরা জানিই না৷ অপটিক্যাল ইলিউশন সমাধান করতে গিয়ে ধরা পড়ে নিজের ব্যক্তিত্বের অচেনা বৈশিষ্ট্য৷ সাইকোঅ্যানালিসিসের ময়দানে ইদানীং খুবই জনপ্রিয় দৃষ্টিবিভ্রমের ছবিগুলি৷
Optical Illusion Image
Optical Illusion Image
advertisement

মেক্সিকোর শিল্পী অক্টাভিও ওকাম্পো এঁকেছেন এরকমই এক তাক লাগানো অপটিক্যাল ইলিউশনের ছবি৷ ‘জেনারেলস ফ্যামিলি’ শীর্ষক এই ছবি খুবই জনপ্রিয়৷ আপনার কাজ হল মন দিয়ে ছবিটি দেখা৷ দেখুন তো কতগুলি মুখ আপনি এই ছবিতে খুঁজে পাচ্ছেন?

‘দ্য মাইন্ডস জার্নাল’-এ প্রকাশিত বিশ্লেষণ অনুযায়ী, যদি আপনি ৬ টা মুখ দেখতে পান, তাহলে আপনার নজরদারির ক্ষমতা ভাল কিন্তু সাধারণ৷ যদি ৭ টি মুখ চিহ্নিত করতে পারেন, তাহলে আপনার অবজারভেশন ক্ষমতা সাধারণ বা গড়পড়তার থেকে বেশি৷

advertisement

আরও পড়ুন : কীভাবে একজন ধর্ষকে রূপান্তরিত হয়, সেটাই ‘দ্য রেপিস্ট’-এর পটভূমি : অপর্ণা সেন

যদি ৮ টা মুখ উঁকি দেয় আপনার দিকে তাহলে নিজের পর্যবেক্ষণ ক্ষমতা নিয়ে গর্বিত হতে পারেন৷ আর যদি ৯ টা, মানে ছবির সবকটা মুখ আপনি খুঁজে পান, তাহলে আপনি শ্যেনদৃষ্টির অধিকারী৷ পাশাপাশি, ‘দ্য মাইন্ডস জার্নাল’-এর আরও সংস্করণ, ৯ টা মুখ খুঁজে পেলে তীক্ষ্ণ নজরের পাশাপাশি আপনার সৃষ্টিশীলতাও বাহবা পাওয়ারই মতো৷ সেইসঙ্গে তুখোড় আপনার অনুমানক্ষমতাও৷ এই যুগলবন্দির কোনও তুলনা নেই৷

advertisement

আরও পড়ুন : বিয়ে ভাঙার এক যুগ পরে নতুন প্রেমিকের সঙ্গে উত্তাল প্রেম, দেখুন পূজার রঙিন ছবি

আরও পড়ুন : আলুলায়িত চুলের ফাঁকে স্তনের আভাসে সুন্দরী যেন বন্য রূপসী, ছবি যেন চুম্বক

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

কোথায় কোথায় লুকিয়ে আছে ছবিগুলি? প্রথম ছবিটা অবশ্যই একজন রাশভারী জেনারেলের মুখ৷ সবার আগে এটাই চোখে পড়ে৷ তার মুখে লুকিয়ে আছে তিনটি আরও মুখ৷ একজন বৃদ্ধ, একজন মহিলা ও শিশুকোলে একজন মহিলার ছবি আছে৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion Image: এই ছবিতে কতগুলো মুখ দেখতে পাচ্ছেন? তাতেই বোঝা যাবে আপনি কত সতর্ক ও বুদ্ধিমান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল