সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নেটদুনিয়ার বাসিন্দাদের মাতিয়ে রেখেছে, তা একান্তই নিজের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা পরখ করে নেওয়ার। সত্যি বলতে কী, ছবিটায় সাদা-কালো রঙের মধ্যে এক লেজকাটা ঘোড়া এমন ভাবে মিশে রয়েছে যে তার জাল ভেদ করা কিছুটা হলেও কঠিন হয়ে উঠতে পারে। কেন না, ছবিতে আমরা দেখছি খোপের মধ্যে রাশি রাশি কালো ঘোড়া, তাদের আদলও একই রকম- এই সব কিছুর মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে একটা লেজকাটা ঘোড়াকে, তাও আবার মাত্র ৫ সেকেন্ডের মধ্যে, এদিকে সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের।
advertisement
যাই হোক, ছবি দেখে বিরক্ত লাগলে চলবে না, এগোতে হবে ধৈর্য ধরে। না পাওয়া গেলেও অসুবিধা নেই, আমরাই জানিয়ে দিচ্ছি কোথায় আছে সেই লেজকাটা ঘোড়া। চোখ রাখতে হবে ছবির নীচ থেকে উপরে তিন নম্বর সারিতে, বাঁ-দিক থেকে ঠিক তিন নম্বর ঘোড়ার লেজ নেই, খুঁটিয়ে দেখলেই ধরে ফেলা যাবে তাকে, তা, যাঁদের দৃষ্টি খুব তীক্ষ্ণ, তাঁদের খোঁজও কি এই জায়গা ধরেই চলছিল?