কেরিয়ার ছেড়েছিলেন বিয়ের জন্য, ডিভোর্সের পরে আর কেন বলিউডে ফিরলেন না নায়িকা? জানেন এখন কেমন আছেন পূজা বাত্রা?

Last Updated:
Story of Actress Pooja Batra: বলিউডের নায়িকাদের ভিড়ে বরাবরই খুব অন্যরকম ছিলেন পূজা বাত্রা।
1/7
বিরাসত ছবিটার কথাই আমাদের অনেকের মাথায় আসবে সবার প্রথমে। হিট বলে ঠিক নয়, ছবির এক নায়িকার উজ্জ্বল স্ক্রিন প্রেজেন্সের জন্য। সারল্য আর ব্যক্তিত্ব মিশে ছিল সেখানে। বলিউডের নায়িকাদের ভিড়ে বরাবরই খুব অন্যরকম ছিলেন পূজা বাত্রা। ফলে, তাঁর জীবনও যে অন্য খাতে বইবে, এ যেন ছিল নিয়তি দ্বারা নির্দিষ্ট।
বিরাসত ছবিটার কথাই আমাদের অনেকের মাথায় আসবে সবার প্রথমে। হিট বলে ঠিক নয়, ছবির এক নায়িকার উজ্জ্বল স্ক্রিন প্রেজেন্সের জন্য। সারল্য আর ব্যক্তিত্ব মিশে ছিল সেখানে। বলিউডের নায়িকাদের ভিড়ে বরাবরই খুব অন্যরকম ছিলেন পূজা বাত্রা। ফলে, তাঁর জীবনও যে অন্য খাতে বইবে, এ যেন ছিল নিয়তি দ্বারা নির্দিষ্ট।
advertisement
2/7
ছোটবেলার দিকে তাকালেও সেই ব্যতিক্রমী জীবনের ছাপ স্পষ্ট। লুধিয়ানায় বড় হওয়া, পরিবারে রয়েছে ভারতীয় সেনায় কাজের অভিজ্ঞতা আর আভিজাত্য। বাবা রবি বাত্রা অবসর নিয়েছেন কর্নেল হিসেবে। এক আত্মীয়, শহিদ লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল অর্জন করেছেন পরম বীর চক্র। এই দুর্মর প্রাণশক্তি ছিল নায়িকার মধ্যেও, ছোটবেলায় স্কুলে অনায়াসে ২০০-৪০০ মিটার দৌড়ে জিততেন তিনি।
ছোটবেলার দিকে তাকালেও সেই ব্যতিক্রমী জীবনের ছাপ স্পষ্ট। লুধিয়ানায় বড় হওয়া, পরিবারে রয়েছে ভারতীয় সেনায় কাজের অভিজ্ঞতা আর আভিজাত্য। বাবা রবি বাত্রা অবসর নিয়েছেন কর্নেল হিসেবে। এক আত্মীয়, শহিদ লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল অর্জন করেছেন পরম বীর চক্র। এই দুর্মর প্রাণশক্তি ছিল নায়িকার মধ্যেও, ছোটবেলায় স্কুলে অনায়াসে ২০০-৪০০ মিটার দৌড়ে জিততেন তিনি।
advertisement
3/7
বলিউডের অনেক নায়িকার তুলনাতেই শিক্ষিত, ফার্গুসন কলেজে ইকোনমিকসে ব্যাচেলর ডিগ্রি আছে তাঁর। আছে সিমবায়োসিসে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি। ১৯৯৩ সালে পূজা যখন ফেমিনা মিস ইন্ডিয়ার মঞ্চে আসেন, বুঝে নিতে অসুবিধা হয় না এও পারিবারিক ধারা, মা নীলম বাত্রা ১৯৭১ সালে অবতীর্ণ হয়েছিলেন একই প্রতিযোগিতায়।
বলিউডের অনেক নায়িকার তুলনাতেই শিক্ষিত, ফার্গুসন কলেজে ইকোনমিকসে ব্যাচেলর ডিগ্রি আছে তাঁর। আছে সিমবায়োসিসে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি। ১৯৯৩ সালে পূজা যখন ফেমিনা মিস ইন্ডিয়ার মঞ্চে আসেন, বুঝে নিতে অসুবিধা হয় না এও পারিবারিক ধারা, মা নীলম বাত্রা ১৯৭১ সালে অবতীর্ণ হয়েছিলেন একই প্রতিযোগিতায়।
advertisement
4/7
পূজা বিজয়িনী হলেন, পরের ধাপে গেলেন মিস ইন্টারন্যাশনাল সৌন্দ্র প্রতিযোগিতায়। এই সময়েই ছবিতে আসার কথা ঠিক করেন তিনি। প্রথম ছবি অবশ্য তামিল, নাম আসাই, মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। এর পরই ১৯৯৭ সালে মুক্তি পেল ‘বিরাসত’, আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
পূজা বিজয়িনী হলেন, পরের ধাপে গেলেন মিস ইন্টারন্যাশনাল সৌন্দ্র প্রতিযোগিতায়। এই সময়েই ছবিতে আসার কথা ঠিক করেন তিনি। প্রথম ছবি অবশ্য তামিল, নাম আসাই, মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। এর পরই ১৯৯৭ সালে মুক্তি পেল ‘বিরাসত’, আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
advertisement
5/7
পূজার কেরিয়ারে রয়েছে গোবিন্দা, সঞ্জয় দত্ত, অনিল কাপুরের মতো ডাকসাইটে অভিনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা। হাসিনা মান জায়েগি, তলাশ, নায়ক- হিট ছবি তিনি উপহার দিয়েছেন যথেষ্ট। কেরিয়ারের এই তুঙ্গ সময়েই অবশ্য বিয়ের সিদ্ধান্ত নেন নায়িকা, সেই সঙ্গে অভিনয় ছাড়ারও। ২০০২ সালে ডা. সোনু আহলুওয়ালিয়াকে বিয়ে করে পাড়ি দেন মার্কিন মুলুকে। সেই বিয়ে দুর্ভাগ্যবশত টেকেনি। ৯ বছরের দাম্পত্য শেষ হয় ২০১১ সালে এসে।
পূজার কেরিয়ারে রয়েছে গোবিন্দা, সঞ্জয় দত্ত, অনিল কাপুরের মতো ডাকসাইটে অভিনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা। হাসিনা মান জায়েগি, তলাশ, নায়ক- হিট ছবি তিনি উপহার দিয়েছেন যথেষ্ট। কেরিয়ারের এই তুঙ্গ সময়েই অবশ্য বিয়ের সিদ্ধান্ত নেন নায়িকা, সেই সঙ্গে অভিনয় ছাড়ারও। ২০০২ সালে ডা. সোনু আহলুওয়ালিয়াকে বিয়ে করে পাড়ি দেন মার্কিন মুলুকে। সেই বিয়ে দুর্ভাগ্যবশত টেকেনি। ৯ বছরের দাম্পত্য শেষ হয় ২০১১ সালে এসে।
advertisement
6/7
শোনা যায়, সেই সময়ে না কি হলিউড থেকেও অভিনয়ের প্রস্তাব আসছিল, কিন্তু স্বামী রাজি ছিলেন না। জীবনের এই পর্ব মিটিয়ে পূজা ফের ভারতে চলে আসেন, বলিউডেও। কিন্তু এতগুলো বছরের ব্যবধানের পরে কেরিয়ারের দ্বিতীয় ইনিংস খুব একটা সুবিধের হয়নি।
শোনা যায়, সেই সময়ে না কি হলিউড থেকেও অভিনয়ের প্রস্তাব আসছিল, কিন্তু স্বামী রাজি ছিলেন না। জীবনের এই পর্ব মিটিয়ে পূজা ফের ভারতে চলে আসেন, বলিউডেও। কিন্তু এতগুলো বছরের ব্যবধানের পরে কেরিয়ারের দ্বিতীয় ইনিংস খুব একটা সুবিধের হয়নি।
advertisement
7/7
যাই হোক, এখন ভালই আছেন তিনি। নতুন করে তাঁর নাম উঠে এসেছে সবার মুখে অভিনেতা নবাব শাহর সঙ্গে বিয়ের সূত্রে। এটা ২০১৯ সালের ঘটনা। ডন ২, ভাগ মিলখা ভাগ, এসকেপ ফ্রম তালিবান প্রভৃতি ছবির সূত্রে নবাব তাঁর স্ত্রীর মতোই বলিউডের চেনা মুখ। পূজা এখন চুটিয়ে সংসার করছেন বলেই শোনা যায়। সোশ্যাল মিডিয়াতে থাকলেও তেমন সক্রিয় নন নায়িকা, মাঝে মাঝে স্বামীর সঙ্গে কিছু সুখী জীবনের মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নেন তিনি, এই পর্যন্তই!
যাই হোক, এখন ভালই আছেন তিনি। নতুন করে তাঁর নাম উঠে এসেছে সবার মুখে অভিনেতা নবাব শাহর সঙ্গে বিয়ের সূত্রে। এটা ২০১৯ সালের ঘটনা। ডন ২, ভাগ মিলখা ভাগ, এসকেপ ফ্রম তালিবান প্রভৃতি ছবির সূত্রে নবাব তাঁর স্ত্রীর মতোই বলিউডের চেনা মুখ। পূজা এখন চুটিয়ে সংসার করছেন বলেই শোনা যায়। সোশ্যাল মিডিয়াতে থাকলেও তেমন সক্রিয় নন নায়িকা, মাঝে মাঝে স্বামীর সঙ্গে কিছু সুখী জীবনের মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নেন তিনি, এই পর্যন্তই!
advertisement
advertisement
advertisement