TRENDING:

Optical Illusion: ৫ সেকেন্ড দেখুন এই ছবি! তারপরে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না

Last Updated:

Optical Illusion: পাঁচ সেকেন্ড তাকিয়ে থাকার পরে অবিশ্বাস্য কিছু একটা ঘটবেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Clever Optical Illusion: অপটিক্যাল ইলিউশন অর্থাৎ নজরের ধোঁকা ৷ এক দেখছেন কিন্তু অন্য রকমের দেখতে দেখাচ্ছে ৷ আসলে এই ছবিতে যা আছে তা সঠিক ভাবে বলাটা অত্যন্ত সমস্যার ৷ প্রায় অসম্ভবও বলা যেতে পারে ৷ চোখে এই ধরনের ছবি দেখতে পাওয়া যায় রীতিমত ভাবে প্রভাব ফেলে ৷ চোখে এমন ছবি আছে যা রীতিমত ধোঁকা খাওয়ার যোগাড় হয়ে থাকে ৷ একে (Amazing Optical Illusion) তবে এটি মাইন্ড পাজেলের থেকে অনেক আলাদা ৷ এবার তো এমন কিছু রয়েছে যা খুঁজে বের করতে হবে ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

আরও পড়ুন: Shooter Dadi Viral Video: ৮৫ তেও অটুট প্রকাশী তোমর! নাতির বিয়েতে নেচে ইন্টারনেটে ভাইরাল শ্যুটার দাদি

যা কোনও জন্তু জানোয়ারের রূপের মতই কিছু লুকিয়ে আছে ৷ এই ছবিতে যা কিছু লুকিয়ে আছে তাই দেখতে পাওয়া গিয়েছে ৷ সোজা সাপ্টা ভাবেই তা খুঁজে বের করতে হবে ৷ যা দেখতেও পাওয়া যাবে বুঝতেও পারা যাবে ৷ তবে এটি বুঝতে একটু সমস্যা হতে পারে ৷ পাঁচ সেকেন্ড এই ছবির দিকে তাকালে মস্তিষ্ক একদিকে আর চোখ অন্যদিকে ৷

advertisement

৫ সেকেন্ড দেখুন এই ছবি ৷

এই বিশেষ ধরনের আর্ট ওয়ার্কের কাজ এটাই যে যে রং দিয়ে প্রস্তুত ৷ পেটিং-এও বেশ কিছু মুভমেন্ট থাকতে পারে ৷ ছবিতে কোনও গতি নেই তবে এই ধরনের ছবি যেখানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা বৃত্তাকারে মাত্র ৫ সেকেন্ড দেখলে বিভিন্ন ধরনের ধোঁকা হতে পারে চোখের সামনে ৷

advertisement

আরও পড়ুন: Viral Video|Girl Body Building Video: চাবুকের মত শরীর মেয়েটির! লাল পাড় শাড়িতে Bicef-Six Pack-এ তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

এটিই অপটিক্যাল ইলিউশনের মত প্রস্তুত করা হয়েছে ৷ প্রথমে ছবিতে গোল গোল যেভাব গুলি ঘুরছে তারদিকে তাকানো যাক ৷ এইগুলি চোখে ধোঁকা দেয় ৷ অপটিক্যাীল ইলিউশনের মত করে প্রস্তুত ৷ প্রথমে ছবির মধ্যে ঘূর্ণমান গোলগুলি দেখুন তারপরেই বলে দেওয়া হবে কেন এমন হয়? চোকের এই ধাঁধাকে বৈজ্ঞানিকেরা আকার, স্থান, অবস্থান ও রং অত্যন্ত সচেতন ভাবে ব্যবহৃত করা হয়েছে ৷ যা আমাদের চোখ ও মস্তিষ্ককে ঠকিয়ে দেয় ৷ এটি স্পষ্ট যে এই ছবিতে যা যা দেখা যাচ্ছে তা মোটেই চলমান নয় বা চলতে সক্ষম নয় ৷

advertisement

আরও পড়ুন: Viral: বউয়ের ভেবে অন্য মহিলার প্যান্টি বাড়িতে আনলেন ব্যক্তি, তারপর বউ যা করলেন, শুনলে চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বেশ কিছু বৈজ্ঞানিক একে ইনভলিয়েন্ট্রি আই মুভমেন্ট হিসাবেও বলে থাকেন ৷ এরফলে আমাদের ভিশনও বারেবারে পরিবর্তিত হয় কেননা স্নায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এও পরিবর্তত হতে থাকে ৷ তবে যাঁরা কনট্যাক্টলেন্স পরে থাকেন তাঁদের ক্ষেত্রে চ্যালেঞ্জ দেখা যেতে পারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: ৫ সেকেন্ড দেখুন এই ছবি! তারপরে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল