সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আপাতত যে অপটিক্যাল ইলিউশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তা বেশ অন্য জাতের। এখানে আমাদের সেভাবে কোনও রহস্য ভেদ করতে বলা হয়নি। যদিও যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তা এক সাবেকি রহস্যের অবসান করেছে। জানা গিয়েছে, অবশেষে কুকুর আর বিড়ালের মধ্যে কার বুদ্ধি বেশি।
advertisement
ট্যুইটারে শেয়ার হওয়া এই ভিডিওয়ে দেখা গিয়েছে এক ঘরের মেঝেতে এক সাদা-কালো চেক পাপোশ পাতা, দেখতে এমনই যে মনে হবে মেঝেতে গর্ত করা হয়েছে। এবার প্রথমে তিনটে কুকুরকে ঢুকতে দেখা গিয়েছে ঘরে। প্রথম দু’জন এক এক লাফে গর্ত ভেবে পেরিয়ে গিয়েছে পাপোশটা। তৃতীয়জন এসে থমকে গিয়েছে গর্ত মনে হওয়া পাপোশের ধারে, লাফ অবশ্য দেয়নি। চমকে দিয়েছে আমাদের একটা বিড়াল। সে এসে আগে পাপোশ না গর্ত, তা ভাল করে মেপে-বুঝে নিয়েছে। অবশেষে জাঁকিয়ে পাপোশে বসে বিশ্রাম করতে করতে লেজ নেড়েছে।
চমকে দেওয়ার মতো ব্যাপার, তাই না? সাধে কী আর ২৩ জুন, ২০২৩ তারিখে পোস্ট হওয়ার পর থেকে ভিডিওটি প্রচুর ভিউ আর লাইক কুড়িয়েছে!