শারীরিক, শারীরবৃত্তীয় এবং জ্ঞানীয় বিভ্রম-সহ অনেক ধরনের অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রম তৈরি হয়। দৃষ্টি বিভ্রম মানুষের মনকে অনেক ভাবে নমনীয় করে তোলে, এ ধরনের ছবি গভীর ভাবে চিত্তাকর্ষক। এ গুলি মস্তিষ্কের উপলব্ধিকে চ্যালেঞ্জ করে।
আসলে সাধারণ মানুষের মস্তিষ্ক একটি বস্তুকেই বিভিন্ন কোণ থেকে একটি ভিন্ন ভিন্ন আকারে উপস্থিত করতে পারে। তার ফলে দৃষ্টিকোণ বদল হয়ে গেলেই দৃশ্য বা দৃষ্ট বস্তু পরিবর্তীত হয়েছে বলে বোধ হতে পারে। সুতরাং, দৃষ্টি বিভ্রম মনোবিশ্লেষণের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ—তা বলাই যায়।
advertisement
এই ছবিটিতে দেখা যাবে, বা বলা ভাল এই ছবিটির চ্যালেঞ্জ হল বাড়ির পিছনের উঠোনে লুকিয়ে থাকা এক অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা।আপাতভাবে এই ছবিটিতে দেখা যাচ্ছে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে রয়েছেন বাগানে। সামনে আরও একটি অল্পবয়স্ক কিশোর। পরস্পরের দিকে আবাক চোখে তাকিয়ে রয়েছে। ভাল করে লক্ষ্য করলে বোঝা যায় দু’জনেই যেন খানিকটা চিন্তিত ও ভীত। কারণ, তাদের বাড়ির পিছনের উঠোনে একজন অনুপ্রবেশকারী লুকিয়ে আছে।
আরও পড়ুন- ঠিক কতগুলি প্রাণী দেখা যাচ্ছে ছবিতে ? বুদ্ধিমান হলে ২১ সেকেন্ড সময়ই যথেষ্ট আপনার জন্য
এই অপটিক্যাল ইলিউশনের সবচেয়ে জটিল অংশ হল সেই অনুপ্রবেশকারী ব্যক্তির মুখ খুঁজে বের করা।
৩ সেকেন্ডের মধ্যে অনুপ্রবেশকারীকে খুঁজে বের করাই চ্যালেঞ্জ
এই অপটিক্যাল ইলিউশন ছবিটি গভীর ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় বাড়ির পিছনের উঠোনের ভিতরে লুকানো রয়েছে লোকটির মুখাবয়ব। প্রাথমিক ভাবে সেই লোকটির মুখ খুঁজে পাওয়া খুব কঠিন বলে মনে হতে পারে, কিন্তু যদি ছবিটির গাছগুলির দিকে খুব মনোযোগ দিয়ে দেখা যায় তা হলে ইটের দেওয়ালে সেই মুখটি খুঁজে পাওয়া খুব অসম্ভব নয়।
আউটহাউসের ডানদিকে গাছের পাতা এবং ডালের মধ্যে দিয়ে লোকটির মুখ দেখা যায়। যদি কোনও ব্যক্তি মাত্র ৩ সেকেন্ডের মধ্যে বাড়ির উঠোনে লুকানো লোকটির মুখ সনাক্ত করতে সক্ষম হন তবে তিনি অসাধারণ বুদ্ধিমত্তা এবং দুর্দান্ত পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী।
আরও পড়ুন- বাচ্চারা থাক বাড়িতেই! সম্পর্কের উষ্ণতা ফেরাতে পাড়ি দিন দেশের এই কয়েকটি অ্যাডাল্ট হোটেলে
গবেষণা বলছে, মানুষ যত কঠিন ধাঁধা সমাধান করতে পারে তাঁর মস্তিষ্ক তত ধারাল হয়ে উঠবে। আসলে রঙ, আলো এবং আকারের নির্দিষ্ট সংমিশ্রণ এমন প্রতিবিম্ব তৈরি করে যা মস্তিষ্ককে ভাবতে বাধ্য করে। অতএব, দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবিগুলি সর্বদা আমাদের মস্তিষ্ক কী ভাবে কাজ করে সে সম্পর্কে কিছু আকর্ষণীয় অন্তর্দৃষ্টি দেয়।