TRENDING:

Optical Illusion: স্কুলের একদল বাচ্চা না তিনটে প্যাঁচা? খুঁজুন নিজে, খুঁজতে দিয়ে নাজেহাল করুন বন্ধুদেরও

Last Updated:

স্কুলপড়ুয়াদের এই একটি বিশাল ভিড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যা লোকেদের চ্যালেঞ্জ করে তিনটি প্যাঁচাকে খুঁজে বের করতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: “প্যাঁচা কয় প্যাঁচানি, খাসা তোর চ্যাঁচানি ! শুনে শুনে আন্‌মন নাচে মোর প্রাণমন !” তবে এ ছবির প্যাঁচা কিন্তু চেঁচাচ্ছে না। সাম্প্রতিক অতীতে অনেক মন-বিভ্রান্তকর অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে যা নেটিজেনদের মাথা ঘামাতে বাধ্য করেছে। তা সে ছবির ধাঁধা হোক বা পেইন্টিংয়ের ভিতরে লুকানো অন্য কিছু হোক, অপটিক্যাল বিভ্রমগুলি সমাধান করা সবসময়ই মজাদার। স্কুলপড়ুয়াদের এই একটি বিশাল ভিড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যা লোকেদের চ্যালেঞ্জ করে তিনটি প্যাঁচাকে খুঁজে বের করতে।
স্কুলের একদল বাচ্চা না তিনটে প্যাঁচা? খুঁজুন নিজে, খুঁজতে দিয়ে নাজেহাল করুন বন্ধুদেরও
স্কুলের একদল বাচ্চা না তিনটে প্যাঁচা? খুঁজুন নিজে, খুঁজতে দিয়ে নাজেহাল করুন বন্ধুদেরও
advertisement

এই ধাঁধাটি বেশ কঠিন, কারণ বলা হচ্ছে যে লুকানো প্যাঁচা তিনটে নির্দিষ্ট সময়ের মধ্যে শুধুমাত্র এক শতাংশ লোকই দেখতে পারে। ধাঁধার ছবিটি একটি বিশাল ভিড় বা স্কুলের বাচ্চাদের ছবি। স্কুলের বাচ্চাদের এই ছবিতে কোথাও তিনটি প্যাঁচা লুকিয়ে আছে। তা বলে এক পলকে তাদের পাওয়া যাবে না।

আরও পড়ুন-প্রেমিক বিয়ে করেছেন তো কী হয়েছে! স্ত্রী-র কাছে গিয়ে তাঁকে বিয়ে করার আবদার রাখলেন মহিলা! তার পর…

advertisement

৩০ সেকেন্ডের মধ্যে এই বুদ্ধির ধাঁধা সমাধান করার চ্যালেঞ্জ গ্রহণ করলে বুদ্ধি বিকশিত হবেই। দর্শকরা অনেকেই অবাক হয়েছিলেন কারণ তাঁদের বেশিরভাগই ছবির দিকে যতই তাকান না কেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত লুকানো প্যাঁচা খুঁজে পাননি কেউই।

চিন্তা করার দরকার নেই। একটি সমাধানের ক্লু দেওয়া যেতেই পারে, যা সহজেই প্যাঁচা সনাক্ত করতে সাহায্য করবে।

advertisement

ছবিতে তিনটি প্যাঁচাকে দেখতে হলে, উপর থেকে নিচে গ্রিডের ভঙ্গিতে খুঁজতে হবে। জিগজ্যাগ ভঙ্গিতেও খোঁজা যেতে পারেন। কিন্তু কখনওই উলটোপালটা ভাবে খোঁজা চলবে না। পুলিশ কিন্তু গ্রিডের ভঙ্গিতে এইভাবেই অপরাধীদের খোঁজে।

আরও পড়ুন- বনের ভিতরে বিড়াল ঘুমিয়ে, তাকে দেখতে পাচ্ছেন? ওর উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা

advertisement

এখনও খুঁজে না পেলে হতাশ হওয়ার কিছু নেই। সমাধান বলে দেওয়া যেতেই পারে।

তিনটে প্যাঁচার প্রথমটি রয়েছে উপরের বাম কোণে, দ্বিতীয়টি মাঝখানে এবং তৃতীয়টি নীচের ডানদিকে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এবার নিশ্চয়ই লুকানো প্যাঁচা তিনটে খুঁজে পাওয়া গিয়েছে?

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: স্কুলের একদল বাচ্চা না তিনটে প্যাঁচা? খুঁজুন নিজে, খুঁজতে দিয়ে নাজেহাল করুন বন্ধুদেরও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল