এই ধাঁধাটি বেশ কঠিন, কারণ বলা হচ্ছে যে লুকানো প্যাঁচা তিনটে নির্দিষ্ট সময়ের মধ্যে শুধুমাত্র এক শতাংশ লোকই দেখতে পারে। ধাঁধার ছবিটি একটি বিশাল ভিড় বা স্কুলের বাচ্চাদের ছবি। স্কুলের বাচ্চাদের এই ছবিতে কোথাও তিনটি প্যাঁচা লুকিয়ে আছে। তা বলে এক পলকে তাদের পাওয়া যাবে না।
advertisement
৩০ সেকেন্ডের মধ্যে এই বুদ্ধির ধাঁধা সমাধান করার চ্যালেঞ্জ গ্রহণ করলে বুদ্ধি বিকশিত হবেই। দর্শকরা অনেকেই অবাক হয়েছিলেন কারণ তাঁদের বেশিরভাগই ছবির দিকে যতই তাকান না কেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত লুকানো প্যাঁচা খুঁজে পাননি কেউই।
চিন্তা করার দরকার নেই। একটি সমাধানের ক্লু দেওয়া যেতেই পারে, যা সহজেই প্যাঁচা সনাক্ত করতে সাহায্য করবে।
ছবিতে তিনটি প্যাঁচাকে দেখতে হলে, উপর থেকে নিচে গ্রিডের ভঙ্গিতে খুঁজতে হবে। জিগজ্যাগ ভঙ্গিতেও খোঁজা যেতে পারেন। কিন্তু কখনওই উলটোপালটা ভাবে খোঁজা চলবে না। পুলিশ কিন্তু গ্রিডের ভঙ্গিতে এইভাবেই অপরাধীদের খোঁজে।
এখনও খুঁজে না পেলে হতাশ হওয়ার কিছু নেই। সমাধান বলে দেওয়া যেতেই পারে।
তিনটে প্যাঁচার প্রথমটি রয়েছে উপরের বাম কোণে, দ্বিতীয়টি মাঝখানে এবং তৃতীয়টি নীচের ডানদিকে ৷
এবার নিশ্চয়ই লুকানো প্যাঁচা তিনটে খুঁজে পাওয়া গিয়েছে?