Optical Illusion: বনের ভিতরে বিড়াল ঘুমিয়ে, তাকে দেখতে পাচ্ছেন? ওর উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা

Last Updated:

এই অপটিক্যাল ইলিউশন এতটাই কঠিন যে, লোকে ঘুমন্ত বিড়ালকে খুঁজতে মাথার চুল ছিঁড়তে খালি বাকি রাখছে। এই অপটিক্যাল ইলিউশনের সবচেয়ে জটিল অংশ হল বিড়ালটিকে চোখের সামনে দেখা দিলেও এটিকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় না।

বনের ভিতরে বিড়াল ঘুমিয়ে, তাকে দেখতে পাচ্ছেন? ওর উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা
বনের ভিতরে বিড়াল ঘুমিয়ে, তাকে দেখতে পাচ্ছেন? ওর উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা
কলকাতা: ছবির ধাঁধাগুলো সমাধান করতে যদি হাত নিশপিশ করে, তবে এই ধাঁধা সমাধান না করে এগিয়ে যাওয়া মুশকিল। এই ধাঁধাটিতে বনের ভিতর এক লুকানো ঘুমন্ত বিড়ালকে খুঁজে বের করতে হবে।
ছবির ধাঁধা বা অপটিক্যাল ইলিউশন হল এমন এক ধরনের ছবি, যার মধ্যে আর এক ছবি লুকিয়ে আছে। মনে রাখা দরকার, এই অপটিক্যাল ইলিউশনকে মনোবিশ্লেষণের একটি অংশ হিসাবেও বিবেচনা করা হয়। কারণ বিজ্ঞানীরা মনে করেন, মানুষের মনের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে যা এই সব ধাঁধা সমাধান করার সময় প্রকাশ পায়। এক যুক্তিবাদী মানব মস্তিষ্ক বিভিন্ন কোণ থেকে এই ছবিগুলিকে দেখে ভিন্ন ভিন্ন উপলব্ধি তৈরি করতে পারে।
advertisement
বুদ্ধির পরীক্ষার জন্য ছবির ধাঁধা: বনের ভিতর এক লুকানো ঘুমন্ত বিড়ালকে খুঁজে বের করতে হবে
advertisement
উপরের ছবিটি সোশ্যাল মিডিয়া সাইট রেডিট-এ হালে খুব শেয়ার করা হয়েছে আর বলা হচ্ছে জঙ্গলের ভিতরে ঘুমন্ত একটি লুকানো বিড়ালকে খুঁজে বের করতে। এই অপটিক্যাল ইলিউশন এতটাই কঠিন যে, লোকে ঘুমন্ত বিড়ালকে খুঁজতে মাথার চুল ছিঁড়তে খালি বাকি রাখছে। এই অপটিক্যাল ইলিউশনের সবচেয়ে জটিল অংশ হল বিড়ালটিকে চোখের সামনে দেখা দিলেও এটিকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় না।
advertisement
তাই অনেকেই দাবি করছেন যে শুধুমাত্র ১% লোকই ১১ সেকেন্ডের মধ্যে লুকানো বিড়ালটিকে সনাক্ত করতে পারেন।
১১ সেকেন্ডের মধ্যে ঘুমন্ত বিড়ালটিকে খুঁজে পাওয়া গেল কি?
তার জন্য এই ধাঁধার ছবিটাকে ভাল ভাবে দেখতে হবে এবং বনের ভিতরে লুকানো ঘুমন্ত বিড়ালটিকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যেতে হবে।
advertisement
এমনিতে ছবিটির মধ্যে বিড়ালটিকে খুঁজে পাওয়া সহজ নয়, কারণ এটি ছবির পটভূমির সঙ্গে একেবারে মিশে আছে। ছবিতে, একটি জঙ্গল এবং কাঠের স্তূপ নিশ্চয়ই দেখা গিয়েছে। কিন্তু একটি ঘুমন্ত বিড়াল দেখে গিয়েছে কি?
এবার একটা ক্লু চাই কি?
আচ্ছা। বিড়ালটিকে খুঁজে পাওয়া খুব কঠিন বলে মনে হলে, ছবির একেবারে উপরের দিকে কাঠের স্তূপটি ভালভাবে দেখতে হবে। বিড়ালটি কাঠের স্তূপের উপরে ঘুমাচ্ছে, সেটা এবার নিশ্চয়ই চোখে পড়েছে?
advertisement
কোনও ক্লু ছাড়াই যদি মাত্র ১১ সেকেন্ডের মধ্যে বনের মধ্যে ঘুমন্ত বিড়ালটিকে সনাক্ত করা যায় তবে সেটা অসাধারণ বুদ্ধিমত্তার লক্ষণ মানতেই হবে। মনে রাখা দরকার, যত বেশি কঠিন ধাঁধা নিয়ে মস্তিষ্কের অনুশীলন করা যাবে, মস্তিষ্কের বিকাশ তত বেশি হবে, আর ততই স্মার্ট হয়ে ওঠা যাবে।
advertisement
গবেষণায় দেখা গিয়েছে যে, ছবির ধাঁধা বা অপটিক্যাল ইলিউশন সবসময় আমাদের মস্তিষ্ক কীভাবে কাজ করে সে সম্পর্কে কিছু আকর্ষণীয় অন্তর্দৃষ্টি প্রদান করে। একটি সাধারণ মানুষের মস্তিষ্ক রঙ, আলো এবং প্যাটার্নের নির্দিষ্ট সংমিশ্রণে কীভাবে বিভিন্ন জিনিস বা বস্তু উপলব্ধি করতে পারে, সেটা সনাক্ত করতে সাহায্য করে অপটিক্যাল ইলিউশন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: বনের ভিতরে বিড়াল ঘুমিয়ে, তাকে দেখতে পাচ্ছেন? ওর উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement