Viral News: প্রেমিক বিয়ে করেছেন তো কী হয়েছে! স্ত্রী-র কাছে গিয়ে তাঁকে বিয়ে করার আবদার রাখলেন মহিলা! তার পর…
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এমন ফিল্মি ঘটনাটাই ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার আম্বেদকর নগরে !
হায়দরাবাদ: ঠিক যেন রুপোলি পর্দার গল্প! নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন প্রেমিকার সঙ্গে স্বামীর বিয়ে দিলেন স্ত্রী! এমন ফিল্মি ঘটনাটাই ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার আম্বেদকর নগরে!
এমনিতে মাঝেমধ্যেই শিরোনামে দেখা যায় যে, প্রাক্তন প্রেমিকের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দিয়েছেন স্বামী। তবে তিরুপতির এই ঘটনায় কিন্তু রয়েছে একটু অন্য রকম ট্যুইস্ট! আসলে এই ঘটনায় স্ত্রী দাঁড়িয়ে থেকে স্বামীর বিয়ে দিলেও কিন্তু ছেড়ে যাননি স্বামীর সংসার। বরং তিন জন একই ছাদের তলায় নতুন করে সংসার পাতলেন।
এই অনন্য প্রেমের গল্পটা কল্যাণ, বিমলা এবং নিত্যশ্রীর। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মুখ কল্যাণ। পড়াশোনা শেষ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে শুরু করেন তিনি। এর পর তাঁর আলাপ হয় বিশাখাপত্তনমের বাসিন্দা নিত্যশ্রীর সঙ্গে। তিনিও সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতেন। ফলে এই আলাপ প্রেমের দিকে গড়াতে বেশি সময় লাগেনি। তবে একে অপরের প্রেমে পড়লেও কোনও কারণে তাঁদের পথ আলাদা হয়ে যায়।
advertisement
advertisement
এর পর সময় গড়ায়। কল্যাণের আলাপ হয় কাডাপ্পার বাসিন্দা বিমলার সঙ্গে। দু’জনে একসঙ্গে ভিডিও বানাতে শুরু করেন। এ-ভাবে তাঁদের ভিডিও সোশ্যাল মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করতে থাকে। সেই ভিডিওগুলি বহু মানুষ পছন্দ করতে থাকে। এ-দিকে কল্যাণ এবং বিমলার মধ্যেও ঘনিষ্ঠতা তৈরি হয়। বন্ধুত্ব যে কখন প্রেমে পরিণত হয়েছে, তা নিজেরাও বুঝতে পারেননি তাঁরা। এর পরেই বিবাহবন্ধনে আবদ্ধ হন কল্যাণ-বিমলা।
advertisement

তাঁদের দাম্পত্য জীবন সুন্দর মসৃণ ভাবেই চলে যাচ্ছিল। কিন্তু আচমকাই যেন কল্যাণ-বিমলার সুখের সংসারে ঘনিয়ে আসে কালো মেঘ! তাঁদের সুখের সংসারে ফের ঢুকে পড়েন কল্যাণের প্রাক্তন প্রেমিকা নিত্যশ্রী! তিনি বিশাখাপত্তনম থেকে এসে কল্যাণের পাড়ায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। সেখানে এসেই নিত্যশ্রী জানতে পারেন, বিয়ে করেছেন তাঁর প্রেমিক। ও-দিকে আবার বেশ কয়েক দিন ধরেই স্বামীর আচরণে বেশ পরিবর্তন লক্ষ্য করছিলেন বিমলা। এর পর খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন যে, পাড়ার নতুন বাসিন্দা নিত্যশ্রীই তাঁর স্বামীর প্রাক্তন বান্ধবী!
advertisement
এর পর যা ঘটল, তা হয় তো কল্পনা করতে পারেননি কেউই! ফিল্মি গল্পকেও যেন হার মানায়! এক দিন কল্যাণ-বিমলার বাড়িতে সটান হাজির হন নিত্যশ্রী। কল্যাণকে বিয়ে করার প্রস্তাব রাখেন বিমলার কাছে। আর অনেক ভেবেচিন্তে বিমলাও সেই সম্পর্ককে সিলমোহর দেন। আর কী! মন্দিরে সনাতন রীতিতে চার হাত এক হয়। আর নিজে দাঁড়িয়ে থেকেই স্বামীর সঙ্গে নিত্যশ্রীর বিয়ে দেন বিমলা। এর পর তিন জন একসঙ্গে ছবিও তোলেন। যেখানে দেখা যাচ্ছে, বর এবং বধূবেশে রয়েছেন কল্যাণ এবং নিত্যশ্রী। আর কল্যাণের অন্য পাশে রয়েছেন তাঁর প্রথম স্ত্রী বিমলা। সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!
Location :
First Published :
October 10, 2022 6:06 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: প্রেমিক বিয়ে করেছেন তো কী হয়েছে! স্ত্রী-র কাছে গিয়ে তাঁকে বিয়ে করার আবদার রাখলেন মহিলা! তার পর…