আরও পড়ুনঃ সাদা-কালো ডোরায় লুকিয়ে একটা শব্দ, মাত্র ৭ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! আজকের অপটিক্যাল ইলিউশনের ধাঁধাটি বেশ চমকপ্রদ! কারণ এটি খোলা চোখে নয়, বরং চোখ বুজেই দেখা যাবে!
advertisement
ইনস্টাগ্রাম ব্যবহারকারী ‘ঋষি ড্রজ’ এই ছবিটি তৈরি করেছেন। নির্দিষ্ট কিছু রঙ ব্যবহার করেই বানানো হয়েছে হ্যারি পটারের ছবিটি। ওই ব্যবহারকারী জানান, যে বিন্দুটি তিনি ছবিতে এঁকেছেন, সেটার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে হবে। এর পর চোখ বুজলেই অপটিক্যাল ইলিউশনটি দৃশ্যমান হবে। এটাই এই ছবির ম্যাজিক!
গত বছরের নভেম্বর মাসে এই পোস্ট শেয়ার করা হয়েছিল। শেয়ার করার পরে তাতে ভিউ এক লক্ষেরও বেশি। লাইক পড়েছে দেদার। এমনকী বহু নেটিজেন নিজেদের মত প্রকাশ করেছেন কমেন্ট সেকশনে। অনেকেই প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন এই অপটিক্যাল ইলিউশন দেখে। তাহলে শুনে নেওয়া যাক নেটিজেনদের মতামত।
এক নেটিজেন বলেন যে, “আমি তো লম্বা চুলের হ্যারি পটারকে দেখলাম। আমিই কি শুধু এমন দেখছি?” আর এক জন আবার লিখেছেন, “ওমা কী দারুণ।” আর এক নেটাগরিক আবার মন্তব্য করেন, “দুর্দান্ত কুল!” অন্য জন আবার বলেন, “মাইন্ড-ব্লোয়িং!” এর পাশাপাশি এক নেটিজেন জানান, “কী সুন্দর! এটা সত্যিই কাজ করছে” তাহলে চোখ বন্ধ করে কি হ্যারি পটারকে দেখা গেল?