TRENDING:

Optical Illusion: 'Q '-এর ভিড়ে লুকিয়ে '0'! ১০ সেকেন্ডে পারবেন খুঁজতে? ৯৯ শতাংশ মানুষই ডাহা ফেল

Last Updated:

Optical Illusion: ব্রাইট সাইড এই ধাঁধাটি শেয়ার করেছেন। নীলাভ বেগুনী পটভূমির উপর সাদা রঙ দিয়ে ইংরাজিতে ‘Q’ লেখা রয়েছে। এই লেখার ভিড়ে লুকিয়ে ‘0’। আপনাকে এটি খুঁজে বের করতে হবে ১০ সেকেন্ডে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অপটিক্যাল ইলিউশন: অপটিক্যাল ইলিউশন শৈশবের কথা মনে করিয়ে দেয়। কিছু ছবি আছে যা এক ঝলক দেখলে তাদের রহস্য সমাধান করা কঠিন হয়ে পরে। এই ধরনের ছবিকে অপটিক্যাল ইলিউশন বলা হয় যা চোখকে বিভ্রান্ত করে। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্ক ও দৃষ্টি শক্তির তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়।
advertisement

যে কোনও অপটিক্যাল ইলিউশন খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলে বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! আজও, আপনার জন্য একই রকম একটি ধাঁধা নিয়ে এসেছি, যার সমাধান করতে আপনাকে মনোযোগ সহকারে। আপনার যুক্তি এবং তীক্ষ্ণ দৃষ্টি পরীক্ষা করার জন্য আপনাকে এই অপটিক্যাল ইলিউশনটি দেওয়া হল।

advertisement

আরও পড়ুন: ‘Gold’-এর ভিড়ে লুকিয়ে ‘Cold’! ৭ সেকেন্ডে খুঁজে পেলেই বাজিমাত

ধাঁধা শুধুমাত্র আপনার পর্যবেক্ষণের দক্ষতাকে পরীক্ষা করে না, বরং আপনার সময়ও কোনও গঠনমূলক কাজের মাধ্যমে কাটাতে বাধ্য করে। বিশেষ করে সেই ধাঁধাগুলো, যেগুলো সমাধান করতে অনেক সময় লাগে।

আরও পড়ুন: ছবির প্যাটার্নের আড়ালে লুকিয়ে একটি ইংরাজি শব্দ! ১০ সেকেন্ডের খুঁজুন, ৯৯ শতাংশ মানুষই কিন্তু ডাহা ফেল

advertisement

ব্রাইট সাইড এই ধাঁধাটি শেয়ার করেছেন। নীলাভ বেগুনী পটভূমির উপর সাদা রঙ দিয়ে ইংরাজিতে ‘Q’ লেখা রয়েছে। কিন্তু মজার বিষয় হল এই লেখার ভিড়ে লুকিয়ে ‘0’। এটি আপনার চোখের সামনেই আছে, তবে তা দেখতে পাওয়া খুব সহজ নয়। আপনাকে এটি খুঁজে বের করতে হবে ১০ সেকেন্ডে। দেখে খুব কঠিন লাগলেও ততটা কঠিন নয়, একটু মনোযোগ দিলেই পারবেন।

advertisement

‘0’ কোথায় আছে নিশ্চয়ই বুঝেছেন? এই চ্যালেঞ্জটি খুব জটিল, এটি অনেকেই সমাধান করতে পারেনি। কিন্তু আপনি কি উত্তর পেয়েছেন? যদি না খুঁজে পান তাহলে আপনার জন্য রইল ইঙ্গিত। ছবির নীচের দিকে দেখুন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আশা করি এতক্ষণে আপনি অবশ্যই ‘0’ খুঁজে ফেলেছেন। তবে এখনও যদি উত্তরটি না পেয়ে থাকেন, তবে আপনার জন্য রইল উত্তর।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: 'Q '-এর ভিড়ে লুকিয়ে '0'! ১০ সেকেন্ডে পারবেন খুঁজতে? ৯৯ শতাংশ মানুষই ডাহা ফেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল