TRENDING:

Optical Illusion: মরুভূমির মধ্যে ক্যাকটাসের জঙ্গলে হারিয়ে গেছে বিড়ালটি, খুঁজে পেলে আপনি জিনিয়াস!

Last Updated:

Optical Illusion: এটির সমাধান করতে গেলে মস্তিষ্ক এবং কল্পনাকে খানিকটা ফাঁকি দিতে হবে বৈকী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ক্রসওয়ার্ড পাজল, সুদোকু বা ওয়ার্ডল— ব্রেন গেম যেটাই হোক না কেন, আসলে এগুলি আমাদের ইন্টারনেটে আবদ্ধ করে রেখেছে। এমনই আরও একটি ইন্টারনেট গেম হল অপটিক্যাল ইলিউশন। এগুলি এমনই চিত্তাকর্ষক ধাঁধা যে ছেড়ে ওঠা যায় না।
ভাইরাল ছবিটি
ভাইরাল ছবিটি
advertisement

এখানে একটি তেমনই অপটিক্যাল ইলিউশন রয়েছে। এটির সমাধান করতে গেলে মস্তিষ্ক এবং কল্পনাকে খানিকটা ফাঁকি দিতে হবে বৈকী! আর সেই ভাবেই তৈরি হওয়া চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই অপটিক্যাল ইলিউশনের মাধ্যমে নিজের পর্যবেক্ষণ দক্ষতা পরীক্ষা যাচাই করিয়ে নেওয়া যাবে।

আরও পড়ুন: রোজ ১৫টা রুটি খেলেই কমবে ওজন! ‘উদ্ভট’ ডায়েট প্ল্যান দিয়ে তুলোধনার শিকার চিরাগ

advertisement

এই ছবিতে রয়েছে মরুভূমির মধ্যে লুকনো একটি বিড়াল। তাকে খুঁজে বের করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। মরুভূমির এই চ্যালেঞ্জকে আরও কঠিন করে তুলেছে বেশ কয়েকটি ক্যাকটাস।

সমাধান

মনে রাখতে হবে, বিড়াল খোঁজার জন্য অনন্তকাল সময় পাওয়া যাবে না। এজন্য হাতে রয়েছে মাত্র ২০ সেকেন্ডের সময়সীমা।

advertisement

আরও পড়ুন: মদ খেয়ে দাঁড়াতে পারছেন না আমির খান? ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছেন ভক্তরা

অপটিক্যাল ইলিউশনের সমাধান করা মুখের কথা নয়। সকলেই এটি করতে পারেন না। ছবিটিতে সব থেকে বড় চ্যালেঞ্জ তৈরি করছে গাছে ফাঁক দিয়ে চুঁইয়ে পড়া সূর্য়ের আলো। ছবিতে কমলা রঙের সূর্যের আলোর উজ্জ্বলতার কারণেই মিশে গেছে সমস্ত ক্যাকটাস। অসংখ্য ক্যাকটাসের মাঝখান থেকে বিড়ালটিকে এত দ্রুত খুঁজে বের করা মুখের কথা নয়। প্রায় অসম্ভবই বলা যায়।

advertisement

তবে এই চ্যালেঞ্জ নিয়ে নিজের বুদ্ধির প্রখরতা আর দৃষ্টিশক্তির প্রাবল্যকে শান দিয়ে নেওয়া যেতেই পারে। হাতে থাকছে ২০ সেকেন্ড সময়।

তবুও যদি বিড়াল খুঁজে না পাওয়া যায়, তাহলে বলতে হয় সমাধান রয়েছে চোখের সামনেই। খুব ভাল করে ছবিটি পরীক্ষা করে দেখতে হবে।

বিশেষভাবে নজর দিতে হবে ছবিটির বাঁ দিকে। ছবির উপরের দিকটায় যদি খুব ভাল ভাবে লক্ষ করা যায়, তাহলে সহজেই দেখা মিলবে বিড়ালটির। ক্যাকটাস গাছের উপরে বসে থাকা বিড়ালটিকে দেখতে আর কোনও অসুবিধা হওয়ার কথা নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

আসলে বিড়াল খোঁজার ছলে এটি নিজের ক্ষমতা যাচাই করে নেওয়ার কৌশল। খানিকটা বাড়িয়ে তোলা নিজের দক্ষতা।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: মরুভূমির মধ্যে ক্যাকটাসের জঙ্গলে হারিয়ে গেছে বিড়ালটি, খুঁজে পেলে আপনি জিনিয়াস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল