বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশনের অনেক ছবি শেয়ার করা হয়। এরকম একটি অপটিক্যাল ইলিউশন আজ আপনার জন্য নিয়ে এসেছি। বেশিরভাগ মানুষই এর সঠিক উত্তর খুঁজতে ব্যর্থ হয়েছেন। সবুজ পাতা মধ্যে থাকা পোকাটি সংখ্যা খুঁজে বের করতে হবে। যা খুঁজে বের করতে পারলেই হবে বাজিমাত।
আরও পড়ুন: ছবিতে লুকিয়ে একটি UFO, আপনি কি পারবেন ২০ সেকেন্ডে খুঁজে বের করতে? ৯৯ শতাংশ মানুষই কিন্তু ফেল!
advertisement
প্রথম বার দেখে সবাই এই ছবিটিকে সবুজ পাতার ছবি বলে ভুল করছেন। আপনি নিশ্চয়ই তাই ভেবেছেন যে এটি একটি গাছের একটি সাধারণ সবুজ পাতা মাত্র। কিন্তু যদি বলি যে এই ছবিতে লুকিয়ে আছে একটি পোকা? বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই। তবে এই ছবিতে সত্যিই একটি পোকা আছে। পাতায় লুকিয়ে থাকা এই পোকাকে খুঁজতে হবে ১৫ সেকেন্ডে।
প্রকৃতি সবাইকে তাদের সুরক্ষার জন্য কিছু অস্ত্র দিয়েছে। অনেক প্রাণী তাদের আত্মরক্ষার জন্য পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী নিজেদের মানিয়ে নেয়। যেমন গিরগিটি। এই পোকাও পাতার সাথে নিজেকে মিশিয়ে দিয়েছে বলা ভাল এর রঙের সঙ্গে মিলে গিয়েছে। আপনি যদি পাতাটি ভাল ভাবে দেখেন তবে আপনি এটির উপরে খুঁজে পাবেন পোকাটিকে। তা হলে আর দেরী কীসের ঘড়িতে সময় সেট করে নিন, তারপর খুঁজুন।
আপনি কী পেয়েছেন পোকাটিকে? যদি না পেয়ে থাকেন তবে তার জন্য রইল ইঙ্গিত। পাতার উপর যে পোকাটি আছে সেটি হল শুঁয়োপোকা। পাতার উপর ধোঁয়াটে স্তর দেখতে পাবেন, তাতে লুকিয়ে পোকাটি।
এবার নিশ্চয়ই খুঁজে পেয়েছেন। এটি যদি আপনি খুঁজে পেয়ে থাকেন তবে আপনার দৃষ্টিশক্তি প্রখর মানতেই হবে। কিন্তু আপনি যদি এখনও দেখত না পান তবে আপনার জন্য রইল উত্তর। নইলে ডাক্তারের কাছে যেতে হবে।