আরও পড়ুন: কালো চাকতির ভিতর কোন সংখ্যা দেখছেন? দৃষ্টিভ্রমকারী এই ছবি ঘিরে তোলপাড় নেটপাড়া!
নীল-সাদা-কালো-লাল-ধূসর রঙের তুলির ছোপ, আর তাতে রয়েছে ইংরেজিতে লেখা একাধিক সংখ্যা। ছবি থেকে সংখ্যা খুঁজে বের করতে বেশ বেগ পেতে হচ্ছে। কিন্তু এমন মজার ছবিই ইদানীং নেটপাড়ায় ভাইরাল। একে অপরকে চ্যালেঞ্জ করে খোঁজা হচ্ছে দৃষ্টিভ্রমকারী ছবি থেকে সংখ্যা বা ভিতরে লুকিয়ে থাকা কোনও ছবি। তেমনই এই ছবিটিও নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়। তুমুল ভাইরাল হয়েছে ছবিটি।
advertisement
আরও পড়ুন: এই কালো দাগগুলির পিছনে রয়েছে বিড়ালের মুখ, মাথা ঝাঁকালে তবেই ধরা দেবে চোখে!
ছবিটিকে ভালো করে দেখলে একদম ডানদিকে নীচের দিকে দেখা যায় ইংরেজিতে লেখা সেই সংখ্যাগুলি। রয়েছে 16309। একসঙ্গেই রয়েছে এই সংখ্যাগুলি। কিন্তু প্রথমে এই ছবিতে দেখলে কোনও ভাবেই চোখে পড়ছে না সংখ্যাগুলি। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে নীচের দিকে ডানদিকে রয়েছে সেই সংখ্যাগুলি। আপনার কেমন লাগল এই দৃষ্টিভ্রমকারী ছবি? আপনিও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এই ছবি ও চ্যালেঞ্জ জানান।