আজকের ছবিতে দৃষ্টিভ্রমকারী আলোর খেলা না থাকলেও, ভিড়ের মাঝে আলাদা করে একটি বিড়ালকে খুঁজতে হবে। সেটি খুব বেশি কঠিন না হলেও, ছবিতে এক নাগাড়ে তাকিয়ে থাকলে সহজেই ধাঁধাঁ লেগে যাওয়ায় অনেতেই বিড়ালটিেক খুঁজেই পাননি। নেটপাড়ায় ভাইরাল হওয়া এই ছবি দিয়ে অনেকেই চ্যালেঞ্জ ছুড়েছেন। আর ছবিটি থেকে বিড়ালটিকে খুঁজে পাওয়া খুব সহজ নয়, ফলে অনেকেই ব্যর্থ হয়েছেন বাঘের মাসিকে খুঁজতে।
advertisement
আরও পড়ুন: দৃষ্টিভ্রমকারী এই ছবিতে রয়েছে একাধিক সংখ্যা, একটাও খুঁজে পাচ্ছেন?
আসলে ক্যামোফ্লেজ হয়ে যাওয়া এই ছবিতে সহজেই বিড়ালটিকে খুঁজে বের করা একটু কঠিন। মাটির মধ্যে পড়ে থাকা নানা আকারের বনরুটির রঙের হওয়ায় বিড়ালটিকে আরওই খুঁজে পাওয়া দুষ্কর। তবে বিশ্বাস করুন, ধৈর্য্য ধরে, মাথা ঠান্ডা রেখে খুঁজলে বিশ্রামরত বিড়ালকে অবশ্যই ধরতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবি নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা।
আরও পড়ুন: কালো চাকতির ভিতর কোন সংখ্যা দেখছেন? দৃষ্টিভ্রমকারী এই ছবি ঘিরে তোলপাড় নেটপাড়া!
ছবিটি মন দিয়ে দেখলে দেখতে পাবেন, উপরের দিকে ডানদিকে গা এলিয়ে বনরুটির উপরেই শুয়ে রয়েছে বিড়ালটি। একেবারে ধার ঘেঁষেই বসে রয়েছে সেটি। আপনি কি নিজেই খুঁজে পেলেন বিড়ালটি? ভাইরাল ছবিটি অবশ্যই প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন।