তাঁদের ভিডিও মন জয় করেছে নেটিজেনদের। তাঁদের অন্তরঙ্গতা প্রমাণ করেছে বয়স পেরিয়ে সময় এগিয়ে গেলেও অটুট থাকে নিখাদ বন্ধুত্ব।
ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন মুকিল মেনন। জানিয়েছন দুই বৃদ্ধার মধ্যে একজন তাঁর ঠাকুমা। অন্য জন তাঁর বান্ধবী। এই ভিডিও আসলে দুই বৃদ্ধার আনন্দে ভেসে যাওয়া মিলনোৎসব৷
আরও পড়ুন : আয়ার হাতে অপহৃত শিশু আজ মধ্যবয়সিনী, ৫১ বছর পর ফিরলেন পরিবারের কাছে
advertisement
দেখা হতেই একে অন্যের হাত ধরে মেতে ওঠেন স্মৃতিচারণায়৷ মুহূর্তগুলি গল্পে-গানে যেন ফিরে যায় অতীতে৷ ছবির জন্য পোজও দেন তাঁরা৷
ভিডিও সম্পর্কে পেশায় আলোকচিত্রী ও কনটেন্ট ক্রিয়েটর মুকিল মেনন বলেছেন, ‘‘৮০ বছর পেরিয়ে বয়ে চলা এক বন্ধুত্ব৷ আমার ঠাকুমা সব সময় আমাকে বলে এসেছেন যে তিনি তাঁর প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা করতে চান৷ তাই আমি ব্যবস্থা করি যাতে দু’জনের দেখ হয়৷ এভাবেই তাঁরা কয়েক দশকের নস্টালজিয়া আদানপ্রদান করলেন নিজেদের মধ্যে৷
ভিডিওটি দেখে নেটিজেনরা মুগ্ধ৷ ভিউজ ছাপিয়েছে ৭৪ হাজার৷ লাইক করেছেন ৯ হাজারের বেশি নেটিজেন৷ ইনস্টাগ্রামাররা মন্তব্য করেছেন বন্ধুত্বের বন্ধন নিয়ে৷ ৮০ বছরেও যে বন্ধুত্বে কোনও মরচে পড়েনি, তা দেখেও তাজ্জব সকলে৷ দুই বান্ধবীর দেখা করিয়ে দেওয়ার জন্য মুকিলকেও সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা৷