আরও পড়ুনঃ ৯০,০০০ টাকার লেন্স অর্ডার করে হাতে এ কী এল! রেগে আগুন যুবক, নেটদুনিয়ায় শোরগোল
তবে, প্রতিবেশী দেশ চিনে এরকমই একটি চাকরির বিজ্ঞাপন আতঙ্কের সৃষ্টি করেছে সকলের মধ্যে। চিনের সোশ্যাল মিডিয়ায়, লোকেরা এই বিজ্ঞাপনটি নিয়ে প্রচুর বিস্ময় প্রকাশ করছে। যে দেশের মানুষেরা কুকুর-বিড়াল, তেলাপোকা-বাদুড়, বিচ্ছু-সাপ সব খায়, সেখানে চাকরির জন্য নিরামিষ খাওয়া প্রার্থী চাওয়া সবাইকে অবাক করছে।
advertisement
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ চিনের শেনজেনের একটি কোম্পানি চাকরির বিজ্ঞাপন কিছু সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছে। ৮ জুলাই দেওয়া বিজ্ঞাপনে অপারেশন ও মার্চেন্ডাইজারের ভূমিকার জন্য একটি চাকরির আবেদনপত্র চাওয়া হয়েছে। এই চাকরিতে বেতন হিসেবে মাসে ৫০ হাজার ইউয়ান অর্থাৎ প্রায় ৬০ হাজার টাকা দেওয়া হবে। কর্মচারীকে থাকার জন্য একটি বিনামূল্যে বাড়িও দেওয়া হবে। কিন্তু এইসব পেতে প্রার্থীকে কিছু শর্ত পূরণ করতে হবে।
কোম্পানীর শর্ত হল, যাদের আচরণ করে ভাল তাঁরাই চাকরির জন্য আবেদন করতে পারবে। প্রার্থী ধূমপান এবং অ্যালকোহল পান করতে পারবেন না। প্রার্থীর নিরামিষাশী হওয়াও আবশ্যক। কোম্পানির হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের কথায়, যদি প্রার্থী মাংস খায়, তাহলে তিনি একটি প্রাণীকে হত্যা করেন, যা একপ্রকার নিষ্ঠুরতার মতো। এই কোম্পানির ক্যান্টিনেও আমিষ খাবার পরিবেশন করা হয় না। যারা এখানে কাজ করেন, তাঁদের এটা মেনে চলতে হবে। সোশ্যাল মিডিয়ায়, লোকেরা এই নিয়মের সমালোচনা করেছে।