Viral News: ৯০,০০০ টাকার লেন্স অর্ডার করে হাতে এ কী এল! রেগে আগুন যুবক, নেটদুনিয়ায় শোরগোল

Last Updated:

Viral News: বর্তমানে আমরা সকলেই কম-বেশি অনলাইন কেনাকেটার উপর নির্ভরশীল। অনেক লোক অভ্যাসগতভাবে ই-কমার্স ওয়েবসাইট থেকে জিনিস অর্ডার করে, বিশেষ করে ডিসকাউন্ট-সেল সিজনে।

৯০,০০০ টাকার লেন্স অর্ডার করে হাতে এ কী এল!
৯০,০০০ টাকার লেন্স অর্ডার করে হাতে এ কী এল!
বর্তমানে আমরা সকলেই কম-বেশি অনলাইন কেনাকেটার উপর নির্ভরশীল। অনেক লোক অভ্যাসগতভাবে ই-কমার্স ওয়েবসাইট থেকে জিনিস অর্ডার করে, বিশেষ করে ডিসকাউন্ট-সেল সিজনে। ক্রেতারা প্রায়শই অভিযোগ করেন যে তাঁদের ঠকানো হয়েছে।। অ‍্যামাজন থেকে ৯০,০০০ টাকার ক্যামেরার লেন্স অর্ডার করে হাতে কুইনোয়া সিড পেলেন বলে অভিযোগ করেন এক যুবক!
advertisement
advertisement
সম্প্রতি অরুণকুমার মেহের নামে এক যুবক ট‍্যুইটে ঘটনাটি শেয়ার করেছেন। জানা গিয়েছে, গত ৫ জুলাই অ্যামাজনে একটি সিগমা 24-70 f 2.8 ক্যামেরার লেন্স অর্ডার করেন তিনি। যার দাম ৯০ হাজার টাকা। পরের দিনই অর্ডারটি ডেলিভারি হয় অরুণের বাড়িতে। বাক্স খুলতেই অকাশ থেকে পড়েন তিনি। অরুণ দেখেন, লেন্সের ব্যাগে রাখা কুইনোয়া সিড। সঙ্গে সঙ্গে গোটা বিষয়টি ট‍্যুইটারে লিখে ট্যাগ করেন অ্যামাজন ইন্ডিয়াকে। তিনি লেখেন, “এটা কীভাবে হল তা দ্রুত দেখা হোক। তাড়াতাড়ি সমস্যা মেটানো হোক। আমার অর্ডার করা লেন্স পাঠানো হোক।”
advertisement
ইতিমধ‍্যে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যামাজনের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। অ্যামাজন থেকে তাঁকে সোজা ম‍েসেজের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সবরকমভাবে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই রকম ঘটনা এই প্রথম নয়। মাঝে মধ্যেই অনলাইনে অর্ডার করে ভুল জিনিস বা খারাপ জিনিস পান ক্রেতারা। কখনও দেখা গিয়েছে ফোন অর্ডার করে মাটি পেয়েছেন কেউ। কেউ আবার পেয়েছেন সেলাই মেশিন।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: ৯০,০০০ টাকার লেন্স অর্ডার করে হাতে এ কী এল! রেগে আগুন যুবক, নেটদুনিয়ায় শোরগোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement