TRENDING:

Offbeat News: কলকাতার কাছেই বাংলার পর্যটনের নয়া ঠিকানা! কী পাবেন এখানে? কী ভাবেই বা যাবেন? জানুন!

Last Updated:

আপনি কি ঘুরতে ভালবাসেন? পাশাপাশি নতুন জিনিস দেখার এবং শেখার ইচ্ছা রয়েছে? তাহলে আপনি আসতে পারেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান, আউশগ্রাম: আপনি কি ঘুরতে ভালবাসেন? পাশাপাশি নতুন জিনিস দেখার এবং শেখার ইচ্ছা রয়েছে? তাহলে আপনি আসতে পারেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে। আউশগ্রাম ১ নম্বর ব্লকের,দিগনগর ২ গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে একটি গ্রাম। গ্রামটির নাম দ্বারিয়াপুর।
advertisement

আপনি ভাবছেন হয়ত কী এমন রয়েছে এই গ্রামে দেখার মত? আসুন তাহলে শুরু করা যাক । এই গ্রামের নাম দ্বারিয়াপুর হলেও অনেকের কাছে এটা ‘ডোকরা পাড়া’ নামেও পরিচিত। গ্রামে ঢুকলেই আপনি দেখতে পাবেন গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে চলছে ডোকরা শিল্পের কাজ।

আরও পড়ুন : সাগরে শক্তিশালী নিম্নচাপ, ঘূর্ণাবর্তের তুলকালাম! ঝড়-বৃষ্টি বজ্রপাতের তাণ্ডব! বাংলার আবহাওয়ার বিরাট আপডেট

advertisement

গ্রামে প্রায় ৩০০ থেকে ৩৫০ পরিবারের বসবাস, প্রত্যেকেই এই কাজের সঙ্গে যুক্ত। আপনি এই গ্রামে গেলে দেখতে পাবেন যে কী ভাবে এই ডোকরার বিভিন্ন ধরনের জিনিস শিল্পীরা তৈরি করছেন। কতটা পরিশ্রম করতে হয় একটা ডোকরার জিনিস তৈরি করতে? জানতে পারবেই এই গ্রামে গেলেই।

View More

তবে থাকা অথবা খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে চিন্তা করবেন না। এই গ্রামের মধ্যে রয়েছে স্বল্প খরচে থাকার ব্যবস্থা এবং যিনি এই গ্রামের সেক্রেটারি তাঁর বাড়িতেই হয়ে যাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আপনি চাইলে বাইরের অন্যান্য হোটেল থেকেও খাবার আনিয়ে নিতে পারেন। প্রায়ই এই গ্রামে দূর দূরান্ত থেকে অনেকেই আসতে থাকেন। এই গ্রামে কলকাতা থেকে আসা পর্যটক কণিকা সরকার এখানকার এই শিল্প প্রসঙ্গে বলেন,”এরা যে শ্রমটা দিচ্ছে জিনিসের জন্য, যতটা এরা পরিশ্রম করছে, সেই অনুযায়ী এদের মূল্যায়ন হচ্ছে না। দারুণ শিল্প, এই শিল্পের প্রচার হওয়া দরকার দেশে তো বটেই এর সঙ্গে বিদেশেও প্রচার হওয়া দরকার। প্রচার না হলে এই শিল্প হয়ত অভাবের জন্যই ভবিষ্যতে লুপ্ত হয়ে যাবে। তখন সেটা আমাদেরই লজ্জা।”

advertisement

আরও পড়ুন : ‘রামায়ণ’ কোন দেশের জাতীয় গ্রন্থ…? নাম শুনলে আকাশ থেকে পড়বেন! উত্তরে বিরাট চমক

আপনি চাইলে এই গ্রামের শিল্পীদের কাছ থেকে ডোকরার কাজও শিখতে পারেন। তবে ডোকরার কাজ শেখার জন্য আপনাকে কিছু টাকা প্রদান করতে হবে। ইতিমধ্যে দ্বারিয়াপুরের এই ডোকরা শিল্পের কাজ পৌঁছে গেছে বিদেশের মাটিতেও। বিদেশ থেকেও অনেকে এসেছেন এই গ্রামে ডোকরার কাজ শেখার জন্য। এই গ্রামের মধ্যেই রয়েছেন পাঁচ পাঁচজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী, তাহলে একবার ভেবে দেখুন যে কতটা সুন্দর হতে পারে এখানকার শিল্পীদের হাতের কাজ।

advertisement

চলুন এবার জেনে নেওয়া যাক কী ভাবে আসবেন এই গ্রামে। সবার প্রথমে আপনাকে বাস অথবা ট্রেনে করে আসতে হবে ‘গুসকরা ‘ এবং গুসকরা থেকে মাত্র স্বল্প দুরত্বে রয়েছে এই গ্রাম, এখন থেকে টোটো অথবা বাসে করে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই গ্রামে। তবে যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে আগে থেকে কর্তৃপক্ষকে জানাতে হবে।

advertisement

যোগাযোগ-91532-55955।

লোকেশন –

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Offbeat News: কলকাতার কাছেই বাংলার পর্যটনের নয়া ঠিকানা! কী পাবেন এখানে? কী ভাবেই বা যাবেন? জানুন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল