জানা গিয়েছে, পুরো ঘটনাটি ঘটেছে ৫ অগাস্ট মঙ্গলবার দিবাতে। উনা রিজিওনাল হাসপাতালে দু’জন স্টাফ নার্স এত বেশি মদ্যপান করেন যে তাঁরা বমি করতে শুরু করেন। মুহূর্তে হাসপাতালের মধ্যে হইচই পড়ে যায়। প্রাথমিক তদন্তে সামনে এসেছে, অভিযুক্ত দুই নার্সের মধ্যে একজন মেডিক্যাল ওয়ার্ডে এবং অন্যজন সার্জিক্যাল ওয়ার্ডে কর্মরত ছিলেন। রাতে ডিউটিতে থাকাকালীন সময়ে ওয়ার্ডে বসেই মদ্যপান করেন। এতে একজন নার্সকে ডেপুটেশনে পাঠানো হলেও বিষয়টি জানাজানি হওয়ার পর তার ডেপুটেশন বাতিল করে ফের নিজের জায়গায় পাঠান হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ আপনি কি জানেন রাশিয়ায় ভারতের ১০০ টাকা নিয়ে গেলে কত রুবল হাতে পাবেন? অঙ্কটা কিন্তু চমকে দেওয়ার মতো
গত ৪ অগাস্ট তিনি মদ্যপান করেন। তদন্তে নেমে জানা গিয়েছে, ওই দুই স্টাফ নার্স দু’দিন ধরে লাগাতার মদ্যপান ও ধূমপান করে করছিলেন। ৪ অগাস্ট রাতে সার্জিক্যাল ও মেডিক্যাল ওয়ার্ডে মদ্যপান করেন। সব রোগীদের পড়ুয়াদের উপরে ছেড়ে এই কাণ্ড ঘটান। শিক্ষানবিশদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
শিক্ষানবিশ এক নার্স জানান, দুপুর ১০টা থেকে রাত দু’টো পর্যন্ত দুই নার্সই হাসপাতালের ভিতরে মদ্যপান করেন। মঙ্গলবার রাতে পরিস্থিতি আরও খারাপ হয় যখন হাসপাতাল চত্বরে একজন নার্স মদ্যপ অবস্থায় বমি করতে শুরু করেন। উনার রিজিওনাল হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ সঞ্জয় মানকোটিয়া জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বিস্তারিত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, যে বা যারা দোষী প্রমাণিত হবে যথাযথ শাস্তি দেওয়া হবে।