এই স্টোরেজ বাঁচানোর চক্করেই আপনি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ব্যাকআপ রাখেননি ৷ তবে এখন আপনি নিশ্চিন্তে গুগল ড্রাইভে আপনার হোয়াটস অ্যাপ মেসেজের ব্যাকআপ রাখতেই পারেন ৷ কারণ হোয়াটসঅ্যাপের সঙ্গে গুগলের এক চুক্তি হয়েছে ৷ যার জেরে হোয়াটসঅ্যাপ ডেটা ব্যাকআপের জন্য অতিরিক্ত জায়গা বরাদ্দ ধরবে না গুগল ৷
তবে এই ঘটনা ঘটার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে ৷ কারণ এ বছরের নভেম্বর থেকে নতুন এই চুক্তি কার্যকর হবে ৷ গুগলের পক্ষ থেকে ব্যবহারকারীদের জন্য একটা নিয়মও বাতলে দেওয়া হয়েছে ৷ কর্তৃপক্ষ চাইছে ব্যবহারকারীরা যেন ম্যানুয়ালি ব্যাক আপ করেন ৷
advertisement
ম্যানুয়ালি ব্যাকআপ করতে গেলে আপনাকে মেনু থেকে সেটিংয়ে যেতে হবে ৷ তারপর চ্যাট , সেখান থেকে চ্যাট ব্যাকআপ ৷ এবার চ্যাট ব্যাকআপে ট্যাপ করতে হবে ৷ তাহলেই আপনার চ্যাটের ব্যাকআপও সুরক্ষিত থাকবে ৷
আরও পড়ুন - কাতার বিশ্বকাপ: স্টেডিয়াম তৈরির কাজে থাকা শ্রমিকে মৃত্যু, শুরু তদন্ত
গুগলে যখনই আপনি অ্যাকাউন্ট খোলেন তখনই আপনাকে ১৫ জিবি-র একটা ফ্রি স্টোরেজ দেয় গুগল ৷ এছাড়াও ব্যবহারকারী প্রতিমাসে ১৩০ টাকা দিয়ে ১০০ জিবি অবধি স্টোরেজ এবং মাসে ৬৫০ টাকা দিয়ে ১ টিবি অবধি স্টোরেজ কিনতে পারে ৷
ভারতে ২ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ৷