TRENDING:

গত ৩০ বছরে এই গ্রামে প্রবেশ করেনি কোনও পুরুষ, তা সত্ত্বেও গর্ভবতী হয়ে যান মহিলারা .....

Last Updated:

এই গ্রামে কেন পুরুষরা থাকেন না ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিশ্বজুড়ে একাধিক রহস্য রয়েছে যার পিছনের কারন কী তা অনেকেরই অজানা ৷ সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি গ্রাম সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে ৷ এই গ্রামে গত ৩০ বছরে ধরে পুরুষদের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা রয়েছে ৷ কিন্তু আশ্চর্যের বিষয় হল তা সত্ত্বেও গ্রামের মহিলারা গর্ভবতী হয়ে পড়ছেন ৷ কেনিয়ার (Kenya) সাম্বুরু এলাকার (Umoja) উমোজা গ্রামেরও এরকমই একটি আশ্চার্য রহস্য রয়েছে ৷ পুরুষের নো এন্ট্রি সত্ত্বেও মহিলারা অন্ত্বঃসত্তা হয়ে পড়েন৷ মহিলা পরিচালিত গ্রামটিতে প্রত্যেক মহিলা এবং সন্তানদের একাই বড় করে তোলেন ৷ সন্তানরা কখনই তাদের বাবার নাম বা পরিচয় জানতে পারেন না ৷ কিন্তু সকলের মনেই একটাই প্রশ্ন যেটা এটা কী করে সম্ভব ?
advertisement

আরও পড়ুন: গত ১ বছরে কিস্তির টাকা না পেলেও যোজনার সুবিধা নিতে পারবেন...

এই গ্রামটি আফ্রিকার ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত ৷ গ্রামে প্রায় আড়াই শোর বেশি মহিলা বসবাস করেন ৷ মহিলা ছাড়া এই গ্রামে কেবল বাচ্চারা থাকে ৷ ২ জন প্রতিনিধি প্রতি বছর গ্রাম পরিচালনার দায়িত্ব পান। এখানে মহিলারা প্রত্যেকেই স্বনির্ভর। ছোট ছোট ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত মহিলারা নিজেরাই আয় করেন ৷ এই গ্রামের বাসিন্দারা কৃষিকাজ, পশুপালনের পাশাপাশি রঙিন পুঁতি দিয়ে গয়না তৈরি করেন। এই গ্রামের মহিলাদের তৈরি গয়না বেশ জনপ্রিয় ৷

advertisement

আরও পড়ুন: ৫ জি পরিষেবা চালু হবে ভারতে, ২০২২-এ এই পাঁচ কোম্পানির শেয়ার কাঁপাবে দালাল স্ট্রিট!

এই গ্রামে কেন পুরুষরা থাকেন না ? ১৫জন মহিলা মিলে এক সঙ্গে এই গ্রামটি শুরু করেছিল ৷ পুরুষতান্ত্রিক এই সমাজের বিভিন্ন কুপ্রথার শিকার হতে হতে যখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তখন ১৫জন ধর্ষিতা মহিলা মিলে এই পুরুষমুক্ত গ্রাম গড়ে তুলেছিলেন ৷ পাশাপাশি গ্রামটি সেই সকল মহিলাদের বসবাস করার জন্য খুলে দেওয়া হয় যাঁরা সামাজিক ও পারিবারিক হিংসা ও নির্যাতনের শিকার হয়েছেন ৷

advertisement

আরও পড়ুন: দৈনিক ১০০ টাকা বিনিয়োগে কোটিপতি! জেনে নিন কীভাবে!

কিন্তু কী করে গর্ভবতী হয়ে পড়ছেন মহিলারা ? এর পিছুনে কোনও জাদু নেই ৷ এই গ্রামে পুরুষ প্রবেশ নিষেধ থাকলেও নারীরা গ্রাম থেকে বেরিয়ে নিজের পছন্দের পুরুষকে খুঁজে নেন, তাদের সঙ্গে সম্পর্কে গড়ে ওঠে এবং  ওই ব্যক্তির সন্তান জন্ম দেন। গর্ভবতী হওয়ার পর ওই পুরুষের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেয় মহিলারা ৷ ফলে তাদের বাচ্চারা কখনই পিতৃপরিচয় জানতে পারে না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গ্রামটি গঠিত হয় ১৯৯০ সালে। অনেক অনেক দূর দূর থেকে মানুষ এই গ্রামে ঘুরতে আসেন ৷ গ্রামে বাচ্চাদের পড়াশোনার জন্য প্রাইমারি স্কুল রয়েছে ৷ গ্রামের বেশ কিছু ছবি এবং মহিলাদের লাইফস্টাইল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
গত ৩০ বছরে এই গ্রামে প্রবেশ করেনি কোনও পুরুষ, তা সত্ত্বেও গর্ভবতী হয়ে যান মহিলারা .....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল