আরও পড়ুন: গত ১ বছরে কিস্তির টাকা না পেলেও যোজনার সুবিধা নিতে পারবেন...
এই গ্রামটি আফ্রিকার ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত ৷ গ্রামে প্রায় আড়াই শোর বেশি মহিলা বসবাস করেন ৷ মহিলা ছাড়া এই গ্রামে কেবল বাচ্চারা থাকে ৷ ২ জন প্রতিনিধি প্রতি বছর গ্রাম পরিচালনার দায়িত্ব পান। এখানে মহিলারা প্রত্যেকেই স্বনির্ভর। ছোট ছোট ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত মহিলারা নিজেরাই আয় করেন ৷ এই গ্রামের বাসিন্দারা কৃষিকাজ, পশুপালনের পাশাপাশি রঙিন পুঁতি দিয়ে গয়না তৈরি করেন। এই গ্রামের মহিলাদের তৈরি গয়না বেশ জনপ্রিয় ৷
advertisement
আরও পড়ুন: ৫ জি পরিষেবা চালু হবে ভারতে, ২০২২-এ এই পাঁচ কোম্পানির শেয়ার কাঁপাবে দালাল স্ট্রিট!
এই গ্রামে কেন পুরুষরা থাকেন না ? ১৫জন মহিলা মিলে এক সঙ্গে এই গ্রামটি শুরু করেছিল ৷ পুরুষতান্ত্রিক এই সমাজের বিভিন্ন কুপ্রথার শিকার হতে হতে যখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তখন ১৫জন ধর্ষিতা মহিলা মিলে এই পুরুষমুক্ত গ্রাম গড়ে তুলেছিলেন ৷ পাশাপাশি গ্রামটি সেই সকল মহিলাদের বসবাস করার জন্য খুলে দেওয়া হয় যাঁরা সামাজিক ও পারিবারিক হিংসা ও নির্যাতনের শিকার হয়েছেন ৷
আরও পড়ুন: দৈনিক ১০০ টাকা বিনিয়োগে কোটিপতি! জেনে নিন কীভাবে!
কিন্তু কী করে গর্ভবতী হয়ে পড়ছেন মহিলারা ? এর পিছুনে কোনও জাদু নেই ৷ এই গ্রামে পুরুষ প্রবেশ নিষেধ থাকলেও নারীরা গ্রাম থেকে বেরিয়ে নিজের পছন্দের পুরুষকে খুঁজে নেন, তাদের সঙ্গে সম্পর্কে গড়ে ওঠে এবং ওই ব্যক্তির সন্তান জন্ম দেন। গর্ভবতী হওয়ার পর ওই পুরুষের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেয় মহিলারা ৷ ফলে তাদের বাচ্চারা কখনই পিতৃপরিচয় জানতে পারে না ৷
গ্রামটি গঠিত হয় ১৯৯০ সালে। অনেক অনেক দূর দূর থেকে মানুষ এই গ্রামে ঘুরতে আসেন ৷ গ্রামে বাচ্চাদের পড়াশোনার জন্য প্রাইমারি স্কুল রয়েছে ৷ গ্রামের বেশ কিছু ছবি এবং মহিলাদের লাইফস্টাইল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷