নিউমেরোলজি অনুসারে, যাঁদের নাম ‘J’ দিয়ে শুরু হয় তাঁরা ন্যায়বিচারের প্রতি আস্থা রাখেন, এঁরা আশাবাদী, সবকিছু ইতিবাচক ভাবে গ্রহণ করতে ভালোবাসেন, এঁরা বিরক্তিকর পরিবেশকেও আনন্দদায়ক পরিবেশে পরিণত করতে পারেন। এইসব বৈশিষ্ট্য ছাড়াও অন্যান্য কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যও রয়েছে, যেমন-
আনন্দময় প্রকৃতি
যাঁদের নামের প্রথম বর্ণ ‘J’ দিয়ে শুরু হয় তাঁরা সবসময় হাসি-খুশি ও আনন্দে থাকেন। এঁরা জানেন কীভাবে পরিবেশকে আনন্দময় করতে হয়। এঁরা যেখানেই যান বা যেখানেই থাকুন না কেন সবসময় সেই স্থানকে আনন্দে ভরিয়ে রাখেন।
advertisement
ন্যায়বিচারের প্রতি আস্থা
কারও সঙ্গে অন্যায় আচরণ করা হলে এঁরা তা পছন্দ করেন না। এঁরা সবার সঙ্গে সমান আচরণ করতে পছন্দ করেন এবং অন্যদের থেকেও একই রকম ব্যবহার আশা করেন। এঁদের প্রতি অন্যায় আচরণ করা হলে এঁরা রুখে দাঁড়ান।
কল্পনাপ্রবণতা
এঁদের কল্পনাশক্তি এতটাই সমৃদ্ধ যে এঁরা মাঝে মাঝেই দারুন সব আইডিয়ার জন্ম দেন। এঁরা প্রকৃত অর্থেই বুদ্ধিমান, তাই এঁরা এমন কিছু কল্পনা করেন যা অন্য কেউ ভাবতেও পারেন না।
আরও পড়ুন- মকরে বক্রী হয়েছেন শনিদেব, গ্রহগোচরে এই ৩ রাশির টাকা নিয়ে আর ভাবনা থাকবে না!
বিনয়ী মনোভাব
এঁরা নরম মনের মানুষ। এঁরা কখনই কাউকে কষ্ট দেওয়ার কথা ভাবতে পারবেন না। সহজে কাউকে ক্ষমা করে দেওয়ার প্রবণতাও এঁদের মধ্যে প্রবল। তবে অন্যেরা এঁদের থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাই সাবধান থাকা ভালো।
ঈর্ষান্বিত মনোভাব
আবার যাঁদের নাম ‘J’ বর্ণ দিয়ে শুরু হয়, তাঁদের মধ্যে কিছুটা নেতিবাচকতাও থাকে। এঁরা খুব সহজেই ঈর্ষান্বিত হয়ে পড়েন। এঁদের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করলে এঁরা বেঁকে বসবেনই। এঁরা পরিবার এবং বন্ধুদের নিয়ন্ত্রণ করতে চান ঠিকই, তবে তা অত্যধিক ভালোবাসার কারণে। সেটাই অন্যদের কাছে বিরক্তিকরও হয়ে দাঁড়ায়।