বিহারের সোহসরাই একটি ছোট্ট বাজার। এখানে বিভিন্ন ধরনের শাড়ি বিক্রি হয়। বিহার ছাড়াও উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার ব্যবসায়ীরা এখানে শাড়ি কিনতে আসেন। এই সকল রাজ্য ছাড়াও এখান থেকে অন্যান্য রাজ্যগুলিতেও শাড়ি সরবরাহ করা হয়। সোহসরাইয়ের এই শাড়ির বাজারে প্রায় আড়াইশো থেকে পাঁচশো দোকান রয়েছে, এখানে পাইকারি ও খুচরো দামে বিভিন্ন রকমের শাড়ি বিক্রি করা হয়।
advertisement
শত শত পরিবারের ঘর চলে এই বাজারের উপরে নির্ভর করে। অনেকেই পৈতৃক ভাবে প্রাপ্ত এই ব্যবসাকেই জীবন চালানোর উপায় হিসেবে বেছে নিয়েছেন। বয়সের বিচারেও এই বাজারটি বেশ পুরনো, ভারতের স্বাধীনতার পর থেকেই এই বাজার চলে আসছে।
এখানে প্রতিদিন প্রায় আড়াইশো তিনশো বান্ডিল শাড়ি বিক্রি হয়। শাড়ি ব্যবসায়ী রাম দুলার প্রসাদ ও অশোক কুমারের বক্তব্য অনুযায়ী এখানে অনেক পুরনো শাড়িও কেনা হয়। পরে সেই শাড়িগুলিকে পরিষ্কার করে, নতুন ভাবে সেগুলোর ওপর কাজ করে বিক্রি করা হয়।
এই ধরনের শাড়ির দাম রয়েছে মাত্র ৩০ থেকে ১০০ টাকা। ব্যবসায়ীরা আরও জানিয়েছেন যে, বিয়ের মরশুমে এখানে প্রতিদিন আড়াইশো থেকে প্রায় তিনশো বান্ডিল শাড়ি বিক্রি হয়। অন্য সময়ও কিন্তু এখানে শাড়ি বিক্রি থেমে থাকে না। সেই সময় একটি মাত্র দোকান থেকেই প্রায় একশো থেকে দেড়শো বান্ডিল শাড়ি বিক্রি হয়। এই ছোট্ট বাজারটিতে প্রতি বছর প্রায় লক্ষাধিক টাকার মুনাফা হয়।