TRENDING:

৩০ হাজার টাকা দামের শাড়ি মিলছে মাত্র ৩০ টাকায়! কোথা থেকে কিনবেন এই ভরা বিয়ের বাজারে?

Last Updated:

নালন্দা জেলা সদরের বিহার শরিফে অবস্থিত সোহসরাইকে স্থানীয় বাসিন্দারা ‘মিনি সুরাত’ নামেই চেনেন। সুরাতের মতোই এখানে রয়েছে শাড়ির বিপুল ভান্ডার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুরাত: মূলত ভারতে সিন্থেটিক শাড়ি উৎপাদনের জন্য গুজরাতের সুরাত শহরটি বিখ্যাত। এখানে অনেক কম দামে গ্রাহকরা দামি দামি শাড়ি কিনতে পারেন। তবে অনেকেই হয়তো জানেন না যে, আমাদের পাশের রাজ্য বিহারেই অবস্থান করছে এমনই এক ‘মিনি সুরাত’। হ্যাঁ! নালন্দা জেলা সদরের বিহার শরিফে অবস্থিত সোহসরাইকে স্থানীয় বাসিন্দারা ‘মিনি সুরাত’ নামেই চেনেন। সুরাতের মতোই এখানে রয়েছে শাড়ির বিপুল ভান্ডার। একে এক অর্থে মান্ডিও বলা যেতে পারে কারণ এখানে গ্রাহকরা ৩০ হাজার টাকা মূল্যের দামি শাড়িও মাত্র ৩০ টাকায় পেয়ে যাবেন।
৩০ হাজার টাকা দামের শাড়ি মিলছে মাত্র ৩০ টাকায়! কোথা থেকে কিনবেন এই ভরা বিয়ের বাজারে?
৩০ হাজার টাকা দামের শাড়ি মিলছে মাত্র ৩০ টাকায়! কোথা থেকে কিনবেন এই ভরা বিয়ের বাজারে?
advertisement

আরও পড়ুন- হাত কাঁপছিল রণবীরের, এগিয়ে আসেন ঐশ্বর্যই! অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে কালঘাম ছুটে গিয়েছিল কেন তাবড় অভিনেতা-অভিনেত্রীদের?

বিহারের সোহসরাই একটি ছোট্ট বাজার। এখানে বিভিন্ন ধরনের শাড়ি বিক্রি হয়। বিহার ছাড়াও উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার ব্যবসায়ীরা এখানে শাড়ি কিনতে আসেন। এই সকল রাজ্য ছাড়াও এখান থেকে অন্যান্য রাজ্যগুলিতেও শাড়ি সরবরাহ করা হয়। সোহসরাইয়ের এই শাড়ির বাজারে প্রায় আড়াইশো থেকে পাঁচশো দোকান রয়েছে, এখানে পাইকারি ও খুচরো দামে বিভিন্ন রকমের শাড়ি বিক্রি করা হয়।

advertisement

শত শত পরিবারের ঘর চলে এই বাজারের উপরে নির্ভর করে। অনেকেই পৈতৃক ভাবে প্রাপ্ত এই ব্যবসাকেই জীবন চালানোর উপায় হিসেবে বেছে নিয়েছেন। বয়সের বিচারেও এই বাজারটি বেশ পুরনো, ভারতের স্বাধীনতার পর থেকেই এই বাজার চলে আসছে।

আরও পড়ুন- খ্যাতির শীর্ষে থাকাকালীনই রোগের কারণে নেমে আসে কোপ! বর্তমানে কেমন আছেন সইফ আলি খানের এই নায়িকা?

advertisement

এখানে প্রতিদিন প্রায় আড়াইশো তিনশো বান্ডিল শাড়ি বিক্রি হয়। শাড়ি ব্যবসায়ী রাম দুলার প্রসাদ ও অশোক কুমারের বক্তব্য অনুযায়ী এখানে অনেক পুরনো শাড়িও কেনা হয়। পরে সেই শাড়িগুলিকে পরিষ্কার করে, নতুন ভাবে সেগুলোর ওপর কাজ করে বিক্রি করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্ত্রীর মৃত্যুর পর শ্মশানে বাগান! নিজের টাকায় করছেন সৌন্দর্যায়ন, বাস্তবের শাহজাহান গণেশ
আরও দেখুন

এই ধরনের শাড়ির দাম রয়েছে মাত্র ৩০ থেকে ১০০ টাকা। ব্যবসায়ীরা আরও জানিয়েছেন যে, বিয়ের মরশুমে এখানে প্রতিদিন আড়াইশো থেকে প্রায় তিনশো বান্ডিল শাড়ি বিক্রি হয়। অন্য সময়ও কিন্তু এখানে শাড়ি বিক্রি থেমে থাকে না। সেই সময় একটি মাত্র দোকান থেকেই প্রায় একশো থেকে দেড়শো বান্ডিল শাড়ি বিক্রি হয়। এই ছোট্ট বাজারটিতে প্রতি বছর প্রায় লক্ষাধিক টাকার মুনাফা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
৩০ হাজার টাকা দামের শাড়ি মিলছে মাত্র ৩০ টাকায়! কোথা থেকে কিনবেন এই ভরা বিয়ের বাজারে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল