খ্যাতির শীর্ষে থাকাকালীনই রোগের কারণে নেমে আসে কোপ! বর্তমানে কেমন আছেন সইফ আলি খানের এই নায়িকা?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Raageswari Loomba: এক সময় আচমকাই রুপোলি পর্দার দুনিয়া থেকে উধাও হয়ে গিয়েছেন তিনি। আজও ইন্ডাস্ট্রি থেকে অনেক দূরে অভিনেত্রী। জেনে নিন অভিনেত্রী রাগেশ্বরী লুম্বার কাহিনি ৷
নব্বইয়ের দশকে বি-টাউনে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, সইফ আলি খানের মতো বলিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে। নিজের অভিনয় এবং গানের জাদুতে জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে। তবে এক সময় আচমকাই রুপোলি পর্দার দুনিয়া থেকে উধাও হয়ে গিয়েছেন তিনি। আজও ইন্ডাস্ট্রি থেকে অনেক দূরে অভিনেত্রী। কথা হচ্ছে, রাগেশ্বরী লুম্বার।
advertisement
টিনএজার থাকাকালীন ১৯৯৩ সালে গোবিন্দা এবং চাঙ্কি পাণ্ডে অভিনীত সুপারহিট ‘আঁখে’ ছবির হাত ধরে বলিউডে পদার্পণ করেন রাগেশ্বরী। এর পর ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ ছবিতে সইফ আলি খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। শুধু অভিনয়ই নয়, গানেক জাদুতেও ভক্তদের মন জয় করেছিলেন রাগেশ্বরী। বলা হয়, নব্বইয়ের দশকের জনপ্রিয় পপস্টারও ছিলেন তিনিই। মাত্র ২২ বছর বয়সেই তাঁর প্রথম অ্যালবাম ‘দুলহনিয়া’ প্রকাশ পায়। ওই সময় দেশ-বিদেশে ঘুরে ঘুরে কনসার্টও করেছেন রাগেশ্বরী। কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই একটি রোগ কেড়ে নেয় তাঁর জীবনের সব কিছু।
advertisement
শোনা যায়, মিউজিক ভিডিও ‘ইক্কি চিক্কি চিকিতা’-র শ্যুটিং চলাকালীনই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন রাগেশ্বরী। ২০০০ সালের কিছু আগেই একটি গ্র্যান্ড কনসার্টের সঙ্গে তাঁর ওই অ্যালবামটির রেকর্ড প্রকাশ পায়। এই কনসার্টের ঠিক পরেই রাগেশ্বরীর বেলস পালসি রোগ ধরা পড়ে। যার জেরে তাঁর গলার আওয়াজে সমস্যা দেখা যায়। অসাড় হয়ে গিয়েছিল গলার স্বর। এমনকী তাঁর মুখের বাম দিকটা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। ফলে সেই সময় এই অবস্থায় সঠিক ভাবে কথাবার্তাও বলতে পারতেন না তিনি।
advertisement
তবে বহু লড়াইয়ের পরে এই অবস্থা থেকে সেরে ওঠেন রাগেশ্বরী। টানা কয়েক বছর যোগাভ্যাস, ফিজিওথেরাপি এবং ইলেকট্রিক্যাল স্টিমুলেশনের মাধ্যমে এই রোগ থেকে খানিকটা সেরে ওঠেন তিনি। তবে গান এবং অভিনয় আর সেভাবে তাঁর পক্ষে করা সম্ভব হয়নি। তবে এই রোগ ধরা পড়ার পরে অভিষেক বচ্চন এবং লারা দত্ত অভিনীত ‘মুম্বই সে আয়া মেরা দোস্ত’ ছবিতে অভিনয় করেছিলেন রাগেশ্বরী।
advertisement
পরে অবশ্য ২০১২ সালে রাগেশ্বরী লুম্বা বিয়ে করেন লন্ডনের সুধাংশু স্বরূপকে। যিনি পেশায় এক জন আইনজীবী। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে লন্ডনেই সংসার পেতেছেন অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়া খুবই সক্রিয় তিনি। হামেশাই নিজের ছবি এবং ভিডিও পোস্ট করে অনুরাগীদের মনের কাছে পৌঁছে যান তিনি।