TRENDING:

Viral Video: ব্রাজিল উপকূলে রহস্যময় সামুদ্রিক প্রাণীর জেলেকে তাড়া, ভাইরাল হল ভিডিও

Last Updated:

Viral News: ব্রাজিলের রিও গ্রান্ডে ডো সুলের উপকূলে এই ভীতিপ্রদ দৃশ্যটি ধরা পড়েছে অজ্ঞাতনামা জেলের ক্যামেরায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আমাদের গ্রহের বিচিত্র নানা বস্তু বা প্রাণীজগতের কতটুকুই বা আমরা জানি। এমনকী জলে-নদীতে যাদের প্রত্যহ আনাগোনা তারাও জলজগতের রহস্য সবটা জানে না। সমুদ্র সৈকতের এমনই এক অদ্ভুত ঘটনা ধরা পড়ল হাই-টেক ক্যামেরায়।
ছবি - ট্যুইটার থেকে
ছবি - ট্যুইটার থেকে
advertisement

জলজ প্রাণীদের বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বিজ্ঞানীরা সনাক্ত করতে সম্ভব হলেও কিছু কিছু গবেষক এবং বিজ্ঞানী এখনও নানা জলচর জীবদের শারীরিক বৈশিষ্ট্য এবং চেহারা দেখে বিভ্রান্ত হয়ে থাকেন। এমনই এক প্রাণী সম্প্রতি ধরা পড়ল ক্যামেরায়।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বিভিন্ন প্রোফাইলে ঘুরে বেড়ানো একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, পেশায় জেলে এক ব্যক্তি তাঁর স্পিড বোট নিয়ে প্রাণপণে বাঁচার জন্য লড়াই করে পালিয়ে যাচ্ছেন। রহস্যময় এক সামুদ্রিক প্রাণী তাঁকে ধাওয়া করে আসছে, তার দু’চোখ অন্ধকারে আগুনের মতো জ্বলছে। ব্রাজিলের রিও গ্রান্ডে ডো সুলের উপকূলে এই ভীতিপ্রদ দৃশ্যটি ধরা পড়েছে অজ্ঞাতনামা জেলের ক্যামেরায়।

advertisement

৪৭ সেকেন্ডের ওই ক্লিপটি এখন ট্যুইটার (Twitter), টিকটক (TikTok) এবং ইনস্টাগ্রামে (Instagram) রীতিমতো ঝড় তুলছে। সামুদ্রিক ওই জীবটির আয়তন দেখে নেটিজেনরা বিস্মিত। ভিডিওটির অন-স্ক্রিন টেক্সট বলছে, "আমাকে আক্রমণ করতে চেয়েছিল"।

আরও পড়ুন: ২০২২-২৩ এর মধ্যে ৫জি মোবাইল পরিষেবা চালু হবে, ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবারের পরিকল্পনা: অর্থমন্ত্রী

advertisement

অজ্ঞাতপরিচয় প্রাণীটি আকারগত ভাবে পাতলা, লম্বা, সমুদ্রের চোখ ধাঁধানো অন্ধকারে সেটি বার বার জল থেকে বেরিয়ে এসে ওই ব্যক্তিকে আক্রমণ করতে চাইছে।

স্পিড বোটের পেছনে তাড়া করার সময় এটি প্রায় দশবার জল থেকে ওঠে-নামে। দু’টি জ্বলন্ত চোখ দেখে অনেকেই বলছেন আলোর প্রতিফলনের কারণে চোখ জ্বলছে। স্পিডবোটের স্লিপস্ট্রিমের সঙ্গে পাল্লা দিতে না পেরে শেষমেষ ওই প্রাণীটি ফিরে যায়।

advertisement

https://twitter.com/PedroHTunes/status/1486505020942172163?s=20&t=89ziDsTIVWrUCCTMWCyw5w

অনেকের ধারণা এটি সিল প্রজাতির কোনও প্রাণী, সিল প্রতি ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগে জলের মধ্যে দৌড়াতে সক্ষম। কিন্তু এই বিশেষ প্রাণীটির দ্রুততা আরও কয়েকগুণ বেশি বলেই মনে হচ্ছে।

আরও পড়ুন: অর্থনীতিকে দিশা দেখাবে গতিশক্তি, বাজেটের শুরুতেই নয়া প্রকল্পের ঘোষণা নির্মলার

এই গভীর-সমুদ্রের ফুটেজটি বিস্মিত করেছে অনেক বিজ্ঞানীদেরও। এর আগেও গত বছর সমুদ্রের ৩,৭০০ ফুট গভীরে একটি অজানা প্রাণীর ভিডিও সামনে এসেছিল। সেই ক্লিপের সূচনায় একটি পুরনো আর্কেড গেমের দেখতে দানবীয় চেহারার প্রাণীকে দেখা গিয়েছিল। সেটি হঠাৎ ছোট কালো বলের আকারে সঙ্কুচিত হওয়ার আগে প্রায় ৪০ সেকেন্ডের জন্য সাগরের উপরিতলে ভেসে উঠেছিল। কয়েক সেকেন্ড পরে, ওই গোলাকার অংশটি খুলে গিয়ে এবড়ো-খেবড়ো আকার ধারণ করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রতিবেদন অনুসারে, ওই ভিডিওটি ভারত মহাসাগরে ৩৭৫৩ ফুট গভীরতায় ROV দ্বারা বন্দী করা হয়।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ব্রাজিল উপকূলে রহস্যময় সামুদ্রিক প্রাণীর জেলেকে তাড়া, ভাইরাল হল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল