বিয়ের ৪-৫ মাস পর শ্বশুরবাড়ির এমন এক গোপন রহস্য জানতে পারলেন নববধূ যে, তাঁর পায়ের তলার জমিই রীতিমতো সরে গিয়েছে। এমনকী নববধূ এটা স্বপ্নেও ভাবেননি যে, তাঁর শ্বশুরের বিলাসবহুল বাড়িটি পুরোটাই ভিক্ষার টাকায় তৈরি। ওই নববধূটি পেশায় আবার চিকিৎসক। MBBS-এর পাঠ সম্পন্ন করেছেন। অথচ তা সত্ত্বেও এমন একটা পরিবারের ফাঁসে ফেঁসে যেতে হয়েছে তাঁকে।
advertisement
বিলাসবহুল গাড়িতে চেপে ভিক্ষা করতে যেতেন তাঁরা:
পাকিস্তানি ইউটিউবার সৈয়দ বাসিত আলি এক তরুণীর একটি ভিডিও আপলোড করেছেন। ওই তরুণীটি এমবিবিএস পড়েছেন। সেখানে ওই তরুণীকে বলতে শোনা যায় যে, ধনী পরিবারে বিয়ে করেছিলেন তিনি। আর ওই পরিবারটির রয়েছে কোটি কোটি টাকার বসতবাড়ি। যেখানে রয়েছে সমস্ত সুযোগ-সুবিধাই। শ্বশুরবাড়ি গিয়ে রীতিমতো ৫-৬ মাস ধরে বিলাসবহুল জীবন কাটাচ্ছিলেন ওই বধূ। কিন্তু এরপরেই আসে একটা মোড়। আসলে তিনি লক্ষ্য করেছিলেন যে, তাঁর পরিবারের সদস্যরা ল্যান্ড ক্রুজার এবং ফরচুনারের মতো বিলাসবহুল গাড়িতে চেপে কোথাও একটা যেতেন। এটা দেখে সন্দেহ হয় মেয়েটির। ফলে তিনি একদিন শ্বশুরবাড়ির লোকেদের পিছু নেন। তারপরে যা দেখলেন… তাতে রীতিমতো তাঁর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে।
মেক-আপ করে ভিক্ষা করতে বসতেন:
বাড়ি থেকে বিলাসবহুল গাড়িতে চেপে বেরিয়ে আলাদা আলাদা জায়গায় দলে ভাগ হয়ে যেতেন তাঁরা। এরপর ভিক্ষার বাটি নিয়ে ভিক্ষা শুরু করতেন। আর সবথেকে চমকপ্রদ বিষয় হল, এর জন্য নিজেদের বেসমেন্টে রীতিমতো একজন মেক-আপ আর্টিস্টকেও ভাড়া করে রেখেছিলেন তাঁরা। আসলে ভিক্ষুকের বেশধারণের জন্যই মেক-আপ আর্টিস্ট রেখেছিলেন তাঁরা। চমকের এখানেই শেষ নয়, কেউ কেউ আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে ভিক্ষা করতে যেতেন। আবার পা নেই, এমন মেক-আপ নিয়ে কেউ কেউ ভিক্ষা করতে যেতেন। ওই নববধূ যখন নিজের পরিবারের কাছে এই সত্যিটা জানিয়েছেন, তখন সকলেই চমকে গিয়েছিলেন। কারণ তাঁর শ্বশুরবাড়ির লোকেরা দাবি করেছিল যে, তাঁদের ইমপোর্ট-এক্সপোর্টের ব্যবসা রয়েছে। আর এই ভিডিও দেখার পর চমকে গিয়েছেন নেটিজেনরাও।