মা পালালেন প্রেমিকের সঙ্গে, ৯ বছরের ছেলে ২ বছর ফ্ল্যাটে একা…খাবার নেই! কী হল তার পর? শিউরে উঠবেন
২২ তরুণী…১ নাবালক! হোটেলের ঘরে সারা রাত চলল ‘অদ্ভুত’ এই কাণ্ড! পুলিশ এসে দরজা খুলতেই, চোখ কপালে!
advertisement
জানা গিয়েছে, ওই দম্পতি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছিলেন এবং ক্যাপশনে লিখেছিলেন Honeymoon Night in Manali। অর্থাৎ, ভিডিওর দৃশ্যগুলি রাতের। ভিডিওতে দেখা গিয়েছে, হানিমুনে ঘরে ঢোকার পর নবদম্পতিকে স্বাগত জানাতে ফুল দিয়ে বিছানায় লেখা রয়েছে Happy Honeymoon Love। বিছানার চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে গোলাপের পাপড়ি। পাশে রয়েছে শ্যাম্পেনের বোতল, দুটি গ্লাস এবং মোমবাতির আলোয় সাজানো রোমান্টিক পরিবেশ। এসব দেখে নববধূ খুশি হয়ে স্বামীকে ধন্যবাদ জানান এই বিশেষ রাতের জন্য।
এরপর দু’জনে একসঙ্গে কেক কাটেন এবং মোমবাতির আলোয় শ্যাম্পেন উপভোগ করেন। ভিডিওতে নববধূকে এই রোমান্টিক রাতের জন্য উচ্ছ্বসিত দেখায়। এই ভিডিওতে কিছু ছবি-ও যুক্ত করা হয়েছে, যা দেখতে বেশ সুন্দর। তবে সমালোচনার আশঙ্কায় ওই দম্পতি অত্যন্ত কৌশলে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন।
‘ছেলের মতো’ করে বড় করেছিলেন…পোষ্য জার্মান শেফার্ড কুকুরের ‘শিকার’ বৃদ্ধা! রক্তে ভাসল ঘর
জানা গিয়েছে, এই ভিডিওটি প্রায় এক বছর আগের, তবে এখনও তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে এবং হাজার হাজার লাইক পড়েছে। একদিকে সমালোচনা, অন্যদিকে অনেকেই তাঁদের রোমান্টিক মুহূর্তকে পছন্দও করছেন।