TRENDING:

মানালিতে হানিমুনের রাত, 'রোম্যান্টিক' ভিডিও পুরোটা রেকর্ড করলেন দম্পতি...! ব্যক্তিগত মুহূর্ত নিমেষে ছড়াল নেটদুনিয়ায়

Last Updated:

Honeymoon Night in Manali: এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় হানিমুনের রোমান্টিক ভিডিও ভাইরাল হওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছে। অনেক দম্পতি নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও নেটমাধ্যমে শেয়ার করছেন। এমনই একটি মানালির হানিমুনের ভিডিও ফের চর্চায় এসেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মানালি: বর্তমান যুগে বিয়ের পর হানিমুনে যাওয়া খুবই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ নবদম্পতিই বিয়ের আগে হানিমুনের পরিকল্পনা করে ফেলেন। অনেকে আবার নিজেদের বিশেষ মুহূর্তের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। এমনই এক দম্পতির ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। বিয়ের পর তাঁরা মানালি হানিমুনে গিয়েছিলেন এবং হোটেল ঘরের কিছু বিশেষ মুহূর্ত ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপরই শুরু হয় সমালোচনা।
এরপর দু’জনে একসঙ্গে কেক কাটেন এবং মোমবাতির আলোয় শ্যাম্পেন উপভোগ করেন। ভিডিওতে নববধূকে এই রোমান্টিক রাতের জন্য উচ্ছ্বসিত দেখায়। এই ভিডিওতে কিছু ছবি-ও যুক্ত করা হয়েছে, যা দেখতে বেশ সুন্দর। তবে সমালোচনার আশঙ্কায় ওই দম্পতি অত্যন্ত কৌশলে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন।
এরপর দু’জনে একসঙ্গে কেক কাটেন এবং মোমবাতির আলোয় শ্যাম্পেন উপভোগ করেন। ভিডিওতে নববধূকে এই রোমান্টিক রাতের জন্য উচ্ছ্বসিত দেখায়। এই ভিডিওতে কিছু ছবি-ও যুক্ত করা হয়েছে, যা দেখতে বেশ সুন্দর। তবে সমালোচনার আশঙ্কায় ওই দম্পতি অত্যন্ত কৌশলে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন।
advertisement

মা পালালেন প্রেমিকের সঙ্গে, ৯ বছরের ছেলে ২ বছর ফ্ল্যাটে একা…খাবার নেই! কী হল তার পর? শিউরে উঠবেন

গভীর রাতে শ্বশুরের ঘরে গেলেন পুত্রবধূ, দরজায় ছিটকিনি তুলে খুলে নিলেন পোশাক! তার পর…যা হল, শিউরে উঠবেন

২২ তরুণী…১ নাবালক! হোটেলের ঘরে সারা রাত চলল ‘অদ্ভুত’ এই কাণ্ড! পুলিশ এসে দরজা খুলতেই, চোখ কপালে!

advertisement

জানা গিয়েছে, ওই দম্পতি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছিলেন এবং ক্যাপশনে লিখেছিলেন Honeymoon Night in Manali। অর্থাৎ, ভিডিওর দৃশ্যগুলি রাতের। ভিডিওতে দেখা গিয়েছে, হানিমুনে ঘরে ঢোকার পর নবদম্পতিকে স্বাগত জানাতে ফুল দিয়ে বিছানায় লেখা রয়েছে Happy Honeymoon Love। বিছানার চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছে গোলাপের পাপড়ি। পাশে রয়েছে শ্যাম্পেনের বোতল, দুটি গ্লাস এবং মোমবাতির আলোয় সাজানো রোমান্টিক পরিবেশ। এসব দেখে নববধূ খুশি হয়ে স্বামীকে ধন্যবাদ জানান এই বিশেষ রাতের জন্য।

advertisement

এরপর দু’জনে একসঙ্গে কেক কাটেন এবং মোমবাতির আলোয় শ্যাম্পেন উপভোগ করেন। ভিডিওতে নববধূকে এই রোমান্টিক রাতের জন্য উচ্ছ্বসিত দেখায়। এই ভিডিওতে কিছু ছবি-ও যুক্ত করা হয়েছে, যা দেখতে বেশ সুন্দর। তবে সমালোচনার আশঙ্কায় ওই দম্পতি অত্যন্ত কৌশলে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন।

‘ছেলের মতো’ করে বড় করেছিলেন…পোষ্য জার্মান শেফার্ড কুকুরের ‘শিকার’ বৃদ্ধা! রক্তে ভাসল ঘর

advertisement

মাথা আলাদা, ধড় আলাদা…! ড্রাম কেটে সৌরভের ১৫ টুকরো দেহ বের করতেই ঘণ্টার পর ঘণ্টা, ময়নাতদন্তে যা হল! শিউরে উঠবেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জানা গিয়েছে, এই ভিডিওটি প্রায় এক বছর আগের, তবে এখনও তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে এবং হাজার হাজার লাইক পড়েছে। একদিকে সমালোচনা, অন্যদিকে অনেকেই তাঁদের রোমান্টিক মুহূর্তকে পছন্দও করছেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মানালিতে হানিমুনের রাত, 'রোম্যান্টিক' ভিডিও পুরোটা রেকর্ড করলেন দম্পতি...! ব্যক্তিগত মুহূর্ত নিমেষে ছড়াল নেটদুনিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল