TRENDING:

টিভির পর্দায় ক্রাইম সিরিজ দেখে চুরির প্ল্যান! ১৬০ গ্রাম সোনা সহ গ্রেফতার নকল পুরোহিত

Last Updated:

ক্রাইম  সিরিয়াল দেখে চুরির প্ল্যান করলেন মহারাষ্ট্রের এক ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ক্রাইম  সিরিয়াল দেখে চুরির প্ল্যান করলেন মহারাষ্ট্রের এক ব্যক্তি। নকল পুরোহিত সেজে একাধিক জৈন মন্দির থেকে সোনা চুরির অভিযোগ ওঠে এই ব্যক্তির উপরে। ক্রাইম সিরিজ দেখে প্ল্যান করে ঠান্ডা মাথায় একের পর এক চুরি করেন এই নকল পুরোহিত।
টিভির পর্দায় ক্রাইম সিরিজ দেখে চুরির প্ল্যান! ১৬০ গ্রাম সোনা সহ গ্রেফতার নকল পুরোহিত
টিভির পর্দায় ক্রাইম সিরিজ দেখে চুরির প্ল্যান! ১৬০ গ্রাম সোনা সহ গ্রেফতার নকল পুরোহিত
advertisement

দিন্দোশি পুলিশ মারফত জানা গিয়েছে,  পুরোহিতের ছদ্মবেশে প্রতিদিন ৫টি জৈন মন্দিরে রেকি করত এই অভিযুক্ত এবং সময় বুঝে মন্দিরের বাসনপত্র চুরি করত।অন্য এক পুরোহিত বিষয়টি জানতে পেয়ে পুলিশের কাছে অভিযোগ জানান। পরে ঘটনার তদন্ত করে পুলিশ। পুলিশ মারফত জানা গিয়েছে,  এই ছদ্মবেশী পুজারি গত ২৩ জানুয়ারি একটি জৈন মন্দির  থেকে ১৬০ গ্রাম সোনার জিনিস চুরি করেছে। পুজারির নাম ভারত সুখরাজ দোশী বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: শ্বশুরের ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে বিয়ে করতে এলেন পাত্র! আর তাঁর নিজের ইচ্ছায় কী ঘটল মণ্ডপে? জানলে অবাক হবেন

দিন্দোশির পুলিশ আধিকারিক ধনঞ্জয় কাভদে জানিয়েছেন, যে  ধীরজ লাল শাহ নামে এক  জৈন পুরোহিত থানায় সোনার পাত্র চুরির একটি মামলা দায়ের করেন। তদন্তের সময়, পুলিশ ১০০ টিরও বেশি সিসিটিভি ফুটেজ অনুসন্ধান করে, সেখান থেকেই ধরা পরেন এই নকল পুরোহিত।

advertisement

টিভির পর্দায় ক্রাইম সিরিজ দেখেই অপরাধের প্ল্যান করেন এই পুরোহিত বলে জানা যায়।

আরও পড়ুন: মহাকাশে মহাতোলপাড়! সূর্যের থেকে ৫৭ হাজার কোটি গুণ উজ্জ্বল তুমুল শক্তিশালী, চোখ ঝলসাতে সেকেন্ডও লাগবেনা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাকে গ্রেফতার করে তল্লাশি শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর নিজের অপরাধ স্বীকার করে অভিযুক্ত। আরও একাধিক জৈন মন্দিরেও তিনি চুরি করেন বলে জানা যায়। বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ধনঞ্জয় কাভদে জানান, অভিযুক্তের বয়স ৫৩ বছর। তিনি রামচন্দ্র লেন মালাদ পাকশিমের বাসিন্দা। অভিযুক্তর কাছ থেকে সোনার জিনিসপত্র সহ একটি স্কুটারও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। মূলত ক্রাইম সিরিয়াল দেখেই চুরির প্ল্যান করে এই অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
টিভির পর্দায় ক্রাইম সিরিজ দেখে চুরির প্ল্যান! ১৬০ গ্রাম সোনা সহ গ্রেফতার নকল পুরোহিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল