ভিডিওতে, তাঁকে ট্রেডমিলে বিখ্যাত হরিয়ানভি গান '২ গজ কা ঘুনঘাট'-এ কোমর দোলাতে দেখা যায়। তিনি নজরকাড়া কিছু চাল এবং ঠুমকাতে মাতিয়ে দিয়েছেন নেটমাধ্য়ম।
আরও পড়ুন : 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে রচনাকেই ধমক? মাঝপথে কথা থামিয়ে দিলেন শ্রীতমা, কেন!
আরও পড়ুন : ঝড়ের গতিতে ওজন কমবে ৭ দিনেই! মেনে চলুন এই সঠিক ডায়েট চার্ট
advertisement
ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকে এখনও পর্যন্ত্য় ৫৮২হাজার লাইক পড়েছে। সেই নম্বর দ্রুত বেড়েই চলেছে। ভিডিওটি নিমেষেই ভাইরাল হয়েছে। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, "আপনি তো অসাধ্য সাধন করেছেন"৷ অপর একজন লিখেছেন, "সিটি মারার মতো ডান্স"৷ এছাড়াও নাচটি ভালবেসেছেন অনেকেই৷
Location :
First Published :
November 29, 2022 8:42 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : চলন্ত ট্রেডমিলে মারকাটারি নাচ! এই নাচ হার মানাবে পেশাদার ডান্সারদেরও, দেখুন ভিডিও