TRENDING:

Viral Video : চলন্ত ট্রেডমিলে মারকাটারি নাচ! এই নাচ হার মানাবে পেশাদার ডান্সারদেরও, দেখুন ভিডিও

Last Updated:

Viral Video : একজন যুবক ট্রেডমিলে থাকাকালীন কিছু দুর্দান্ত নাচের মুভ দেখাচ্ছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ইন্টারনেটে এমন কিছু প্রতিভা দেখা যায় যে তা দেখে তাজ্জব হয়ে যেতে হয় একেবারেই। তারমধ্য়ে তা যদি নাচের ভিডিও হয়, তাহলে তো কোনও কথাই নেই। সেইগুলি ইন্টারনেটে সর্বাধিক জনপ্রিয় কারণ সেগুলি মজাদার এবং বিনোদনমূলক৷ এমনই একটি ভিডিও ইন্টারনেটে দেখা যাচ্ছে যে একজন যুবক ট্রেডমিলে থাকাকালীন কিছু দুর্দান্ত নাচের মুভ দেখাচ্ছেন।
advertisement

ভিডিওতে, তাঁকে ট্রেডমিলে বিখ্যাত হরিয়ানভি গান '২ গজ কা ঘুনঘাট'-এ কোমর দোলাতে দেখা যায়। তিনি নজরকাড়া কিছু চাল এবং ঠুমকাতে মাতিয়ে দিয়েছেন নেটমাধ্য়ম।

আরও পড়ুন : 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে রচনাকেই ধমক? মাঝপথে কথা থামিয়ে দিলেন শ্রীতমা, কেন!

আরও পড়ুন : ঝড়ের গতিতে ওজন কমবে ৭ দিনেই! মেনে চলুন এই সঠিক ডায়েট চার্ট

advertisement

ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকে এখনও পর্যন্ত্য় ৫৮২হাজার লাইক পড়েছে। সেই নম্বর দ্রুত বেড়েই চলেছে। ভিডিওটি নিমেষেই ভাইরাল হয়েছে। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, "আপনি তো অসাধ্য সাধন করেছেন"৷ অপর একজন লিখেছেন, "সিটি মারার মতো ডান্স"৷ এছাড়াও নাচটি ভালবেসেছেন অনেকেই৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : চলন্ত ট্রেডমিলে মারকাটারি নাচ! এই নাচ হার মানাবে পেশাদার ডান্সারদেরও, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল