প্রথম দিনের ডায়েটে কী কী থাকছে?
ভোরবেলা উঠেই কী খাবেন : সিনেমন দিয়ে এক কাপ গরম জল
প্রাতঃরাশ : স্কিমড মিল্ক এবং ওয়ালনাট দিয়ে এক কাপ ওটস
বেলার দিকে : গাজর আর কড়াইশুঁটির স্যালাড
মধ্যাহ্ন ভোজ : পালক ডাল দিয়ে ৩/৪ কাপ সেদ্ধ ভাত
চায়ের সময় : ১ টা পেয়ারা
সন্ধ্যেবেলায় : আপেল, চিয়া সিড দিয়ে দইয়ের লস্যি
রাতের খাবার : ডালিয়া আর চিজ পনির
দ্বিতীয় দিনের ডায়েটে কী কী থাকছে?
ভোরবেলা উঠেই কী খাবেন : মশালা চা অথবা চিনি ছাড়া কফি
প্রাতঃরাশ : মিলেট উপমা বা ভেজ ডালিয়া
বেলার দিকে : চারটে ওয়ালনাট এবং একটা আপেল
মধ্যাহ্ন ভোজ : কড়াইশুঁটি দিয়ে চিজ পনির এবং একটা রুটি
চায়ের সময় : ১ কাপ মশালা চা অথবা চিনি ছাড়া কফি
সন্ধ্যেবেলায় : আপেল, চিয়া সিড দিয়ে দইয়ের লস্যি
রাতের খাবার : টমেটো, আদার চাটনি দিয়ে ডালের ধোসা
তৃতীয় দিনের ডায়েটে কী কী থাকছে?
ভোরবেলা উঠেই কী খাবেন : হলুদ দিয়ে হাফ কাপ দুধ
প্রাতঃরাশ : দুটো ইডলি এবং হাফ বাটি সাম্বার
বেলার দিকে : ওয়ালনাট এবং স্প্রাউট স্যালাড
মধ্যাহ্ন ভোজ : কড়াইশুঁটি ডালিয়া পোলাও
চায়ের সময় : ১ কাপ আপেল, চিয়া সিড দিয়ে দইয়ের লস্যি
সন্ধ্যেবেলায় : ভেজ চিজ পনির দিয়ে সবজি
রাতের খাবার : ১ কাপ মশালা ওটস এবং ১ কাপ ভেজিটেবল স্যুপ
চতুর্থ দিনের ডায়েটে কী কী থাকছে?
ভোরবেলা উঠেই কী খাবেন : হলুদ দিয়ে হাফ কাপ দুধ
প্রাতঃরাশ : দুটো ডিমের অমলেট এবং কাটা সবজি
বেলার দিকে : আপেল এবং কড়াইশুঁটি এবং ওয়ালনাট দিয়ে স্যালাড
মধ্যাহ্ন ভোজ : মেথি পরোটা দিয়ে রায়তা
চায়ের সময় : চিয়া সিড দিয়ে লেবুর জল অথবা গ্রিন টি
সন্ধ্যেবেলায় : ১ কাপ টমেটো স্যুপ
রাতের খাবার : ১ কাপ মশালা ওটস এবং ২টো গ্রিলড মাছ
পঞ্চম দিনের ডায়েটে কী কী থাকছে?
ভোরবেলা উঠেই কী খাবেন : হলুদ দিয়ে হাফ কাপ দুধ
প্রাতঃরাশ : ওয়ালনাট দিয়ে মশালা ওটস
বেলার দিকে : কড়াইশুঁটির চাট
মধ্যাহ্ন ভোজ : ১ কাপ ডালিয়া পোলাও, তাতে থাকবে সেদ্ধ কড়াইশুঁটি এবং চিজ
চায়ের সময় : মশালা চা অথবা চিনি ছাড়া কফি
সন্ধ্যেবেলায় : ১ কাপ আপেল, দই, চিয়া সিড দেওয়া স্মুদি
রাতের খাবার : ১ টা চাপাটি এবং কোনও একটা সবজি
ষষ্ঠ দিনের ডায়েটে কী কী থাকছে?
ভোরবেলা উঠেই কী খাবেন : ১ কাপ মশালা চা অথবা চিনি ছাড়া কফি
প্রাতঃরাশ : কাপের চার ভাগের তিন ভাগ সবজি দিয়ে পোহা এবং ১ টা সেদ্ধ ডিম
বেলার দিকে : ১ কমলালেবু এবং ওয়ালনাট
মধ্যাহ্ন ভোজ : ১ কাপ ডালিয়া পোলাও, তাতে থাকবে টমেটো
চায়ের সময় : চিয়া সিড এবং জিরা পাউডার দিয়ে বাটারমিল্ক
সন্ধ্যেবেলায় : স্প্রাউট মশালা
রাতের খাবার : ২০০ গ্রাম চিকেন সতে করা এবং সঙ্গে সবজি এবং গোলমরিচ৷
সপ্তম দিনের ডায়েটে কী কী থাকছে?
ভোরবেলা উঠেই কী খাবেন : ১ কাপ মশালা চা চিনি ছাড়া
প্রাতঃরাশ : মুঙ্গ ছিলা, টমেটো এবং আদার চাটনি
বেলার দিকে : গাজরের স্যালাড
মধ্যাহ্ন ভোজ : একটা পরোটা এবং ১০০ গ্রামের লো ফ্যাট চিকেন স্যুপ
চায়ের সময় : মশালা চা অথবা চিনি ছাড়া কফি
সন্ধ্যেবেলায় : ১ টা আপেল, দই এবং চিয়া সিড দিয়ে বানানো স্মুদি
রাতের খাবার : কুনোয়া বা ডালিয়া, সঙ্গে ডিম এবং ১০০ গ্রাম চিকেন দিয়ে ফ্রায়েড রাইস