'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে রচনাকেই ধমক? মাঝপথে কথা থামিয়ে দিলেন শ্রীতমা, কেন!

Last Updated:

কী এমন বললেন যে নিজের শো-তেই চুপ করতে বাধ্য হলেন অভিনেত্রী?

#কলকাতা: দিদি নম্বর ওয়ান-এর-এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। এতটাই জনপ্রিয় এই শো এবং শোয়ের হোস্ট যে রচনাকে এখন দিদি নম্বর ১ হিসেবে ডাকেন অনেকে৷ গত ১০ বছরে বাঙালির ড্রইং রুমে চা হাতে নিয়ে জি বাংলার দিদি নম্বর না দেখলে কি আর সন্ধ্য়েটা জমে? রোজ রোজ নতুন অতিথির আনাগোনা, সেলেব্রিটি হোক বা সাধারণ মানুষ, তাঁদের জীবনের গল্প বলেন তাঁরা, আর প্রশ্ন করেন একজনই, তিনি রচনা। তবে এইবার অভিনেত্রীকে চুপ করিয়ে দিলেন টলি অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য।
দিদি নম্বর ১-এর মঞ্চে অতিথি হয়ে এসেছিলেন শ্রীতমা। শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'সোহাগ জল'। ধারাবাহিকের প্রচারেই এসেছিলেন অভিনেতারা। প্রশ্ন-উত্তর পর্ব চলছিল। ঠিক সেই সময়ই রচনাকে চুপ করিয়ে দেন শ্রীতমা। কী এমন বললেন যে নিজের শো-তেই চুপ করতে বাধ্য হলেন অভিনেত্রী?
advertisement
advertisement
শ্রীতমার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করছিলেন রচনা৷ তার উত্তরে শ্রীতমা সাফ জানান, "না, আমার সম্পর্কে আর তোমার কিছু জানার নেই৷ এইবার আর তুমি কোনও প্রশ্ন করবে না৷ আমি বলব 'এ বার বলো' তারপর তুমি বলবে৷"
তবে ঘটনাটি খুব বড় কিছু নয়৷ শ্রীতমা ফোনেই ডুবে থাকে সারাদিন, এই বিষয় নিয়ে হাসি ঠাট্টা চলছিল৷ সেইখানেই শ্রীতমা আর রচনার কথোপকথোন ছিল এটি৷ ২৮ নভেম্বর থেকে শুরু হয়েছে এই নতুন ধারাবাহিক, 'সোহাগ জল'। মেগা সিরিয়ালের অনেকেই উপস্থিত ছিলেন সেইখানে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে রচনাকেই ধমক? মাঝপথে কথা থামিয়ে দিলেন শ্রীতমা, কেন!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement