i
আপাতদৃষ্টিতে দেখলে তিনি নিতান্তই সাধারণ। ছায়াছবির নায়কের মতো দেহসৌষ্ঠব তাঁর নেই। ছিপছিপে বলেই মনে হবে পিছন থেকে। পরণেও খুব সাধারণ পোশাক- একটা ধূসর ট্র্যাকপ্যান্ট আর একটা নীল রঙের হাতকাটা গেঞ্জি।
আরও পড়ুন: শুভশ্রীর কোলে ফুটফুটে কন্যা, ইউভানের সঙ্গে মিলিয়ে মেয়ের নামকরণ, শেয়ার করলেন রাজ
এই সাধারণ মানুষটিই যখন এক হাতে এক বাইক তুলে এক বাসের সিঁড়ি বেয়ে অবলীলায় পৌঁছে যান ছাদে, বাইক সেখানে রাখেন, চমকে উঠতে হয়, বাইকের ওজন তো নিদেনপক্ষে ১৩০ কেজি হবেই। একই সঙ্গে মন ভরে যায় ভাললাগায়, বোঝা যায় সাধারণের মধ্যেই কখন আর কীভাবে অসাধারণত্বের বীজ বপন করে দিয়ে যায় জীবন।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গৌতম ঘরামি নামের এক ইউজার। নম্বর প্লেট দেখে বাইকটি দিল্লির বোঝা যায়, ফলে এটি রাজধানীর ঘটনা হতেও পারে, নিশ্চয় করে কিছু বলা সম্ভব নয়। শেয়ার হওয়ার পর থেকেই ২ কোটিরও বেশি ভিউ জোগাড় করে ফেলেছে এই ভিডিও, এখন তা ভাইরাল। সেই সঙ্গে কমেন্ট বক্সও উপচে ভরছে দর্শকের প্রশংসায়। অনেকেই লিখছেন- আসল বাহুবলী তো এই ব্যক্তিই! অনেকে আবার সম্মান জানিয়ে মন্তব্য করেছেন- এই হাত মেহনতি মানুষের, তা লোহাও গলিয়ে দিয়ে আকার বদলে দেয়!