TRENDING:

Bike Man Viral Video: বাস্তবের বাহুবলী! একহাতে বাইক তুলে অবলীলায় ভাঙছেন সিঁড়ি, ভিডিও দেখলে আঁতকে উঠবেন

Last Updated:

Bike Man Viral Video: নায়ক প্রভাস দুহাত লাগালেও বাস্তবের এই অজ্ঞাতনামা ব্যক্তি কিন্তু কেবল একটি হাতেই রীতিমতো ভারী এক বাইক তুলে অবলীলায় সিঁড়ি ভেঙে উঠেছেন এক বাসের ছাদে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মল্লবিদ্যায় পারদর্শিতা ছিল অবিসংবাদিত, সেই জন্যই জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের উপাধি ছিল বাহুবলী। কর্নাটকের শ্রবণবেলগোলার সুবিশাল সেই মূর্তি তীর্থঙ্করের অসাধারণ বলের পরিচায়ক। সেই আদলেই নির্মিত হয়েছিল দক্ষিণ ভারতীয় ছবির নায়কের চরিত্র, নামও রাখা হয়েছিল বাহুবলী। ছবিটির কথা উঠলেই আমাদের অনেকের মনে পড়ে যেতে পারে একটি দৃশ্য, যা প্রায় কিংবদন্তিতে পরিণত হয়েছে। নদীর জল থেকে উঠে আসছেন বাহুবলী, দুহাতে মাথার উপরে উঁচু করে তিনি ধরে আছেন এক পর্বতপ্রমাণ শিবলিঙ্গ। নায়ক প্রভাস দুহাত লাগালেও বাস্তবের এই অজ্ঞাতনামা ব্যক্তি কিন্তু কেবল একটি হাতেই রীতিমতো ভারী এক বাইক তুলে অবলীলায় সিঁড়ি ভেঙে উঠেছেন এক বাসের ছাদে।
একহাতে বাইক তুলে অবলীলায় ভাঙছেন সিঁড়ি
একহাতে বাইক তুলে অবলীলায় ভাঙছেন সিঁড়ি
advertisement

i

আপাতদৃষ্টিতে দেখলে তিনি নিতান্তই সাধারণ। ছায়াছবির নায়কের মতো দেহসৌষ্ঠব তাঁর নেই। ছিপছিপে বলেই মনে হবে পিছন থেকে। পরণেও খুব সাধারণ পোশাক- একটা ধূসর ট্র্যাকপ্যান্ট আর একটা নীল রঙের হাতকাটা গেঞ্জি।

আরও পড়ুন: শুভশ্রীর কোলে ফুটফুটে কন্যা, ইউভানের সঙ্গে মিলিয়ে মেয়ের নামকরণ, শেয়ার করলেন রাজ

advertisement

এই সাধারণ মানুষটিই যখন এক হাতে এক বাইক তুলে এক বাসের সিঁড়ি বেয়ে অবলীলায় পৌঁছে যান ছাদে, বাইক সেখানে রাখেন, চমকে উঠতে হয়, বাইকের ওজন তো নিদেনপক্ষে ১৩০ কেজি হবেই। একই সঙ্গে মন ভরে যায় ভাললাগায়, বোঝা যায় সাধারণের মধ্যেই কখন আর কীভাবে অসাধারণত্বের বীজ বপন করে দিয়ে যায় জীবন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন গৌতম ঘরামি নামের এক ইউজার। নম্বর প্লেট দেখে বাইকটি দিল্লির বোঝা যায়, ফলে এটি রাজধানীর ঘটনা হতেও পারে, নিশ্চয় করে কিছু বলা সম্ভব নয়। শেয়ার হওয়ার পর থেকেই ২ কোটিরও বেশি ভিউ জোগাড় করে ফেলেছে এই ভিডিও, এখন তা ভাইরাল। সেই সঙ্গে কমেন্ট বক্সও উপচে ভরছে দর্শকের প্রশংসায়। অনেকেই লিখছেন- আসল বাহুবলী তো এই ব্যক্তিই! অনেকে আবার সম্মান জানিয়ে মন্তব্য করেছেন- এই হাত মেহনতি মানুষের, তা লোহাও গলিয়ে দিয়ে আকার বদলে দেয়!

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bike Man Viral Video: বাস্তবের বাহুবলী! একহাতে বাইক তুলে অবলীলায় ভাঙছেন সিঁড়ি, ভিডিও দেখলে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল