TRENDING:

Viral Laddu Song: কাঁচা বাদামের পর এবার নজর কাড়ছে লাড্ডু গান! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

এমনই এক শিল্পীর খোঁজ মিলল এবার মধ্যপ্রদেশের একটি গ্রামে (Viral Laddu Song)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: সোশ্যাল মিডিয়ায় রাতারাতি হওয়া তারকার তালিকা এখন দীর্ঘ। স্টেশনে গান গাওয়া রানু মণ্ডল (Ranu Mondal) তো রীতিমতো তারকা। কিছুদিন আগেই বীরভূমের ভুবন (Bhuban Badyakar) বাদ্যকরের 'কাঁচা বাদাম' (Kacha Badam Song) গানটি ভাইরাল হয়েছিল। বাদাম বিক্রি করার জন্য এমন সুরে গান গেয়ে বিক্রেতাদের আকর্ষণ করার ছক মন জয় করেছে অনেকেরই। এখন ঘরে ঘরে বাজছে সেই গান। হিরো আলম সেই গানের হিন্দি রিমিক্স করেছেন। সুদূর দক্ষিণ আফ্রিকার শিল্পী ডেভিড স্কট ভুবনবাবুর গানে এতটাই মুগ্ধ হয়েছেন যে, তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন।
Viral Laddu Song
Viral Laddu Song
advertisement

এমনই এক শিল্পীর খোঁজ মিলল এবার মধ্যপ্রদেশের একটি গ্রামে (Viral Laddu Song)। সিবনি জেলার একটি গ্রামে সাইকেলে ঘুরে ঘুরে কাল্লু কেবট নামের এক যুবক লাড্ডু বিক্রি (Viral Laddu Song) করছেন। আর তার সঙ্গে অদ্ভুত ছন্দে দারুণ গান বেঁধেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মিথিলেশ ধর নামে এক ব্যক্তি সেই ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি সকলের কাছে অনুরোধ করেছেন বার বার এই ভিডিও দেখার জন্য। মিষ্টি বিক্রেতার কণ্ঠে এমন সুন্দর গান শুনে (Viral Laddu Song) সত্যিই মন্ত্রমুগ্ধ হওয়ার মতোই।

advertisement

আরও পড়ুন: সারাদিনের কাজের মাঝে একটা ছোট্ট ঘুম! শরীরের কাজে লাগছে নাকি বিপদ ডাকছে?

আরও পড়ুন: পঞ্চায়েত থেকে দিল্লি ক্রাইম, ফ্যামিলিম্যান থেকে স্ক্যাম ২০০৩! মুক্তির অপেক্ষায় একাধিক ওয়েব-সিজন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোশ্যাল মিডিয়ায় নিমেছে ভাইরাল হয়েছে লাড্ডু গান। কাঁচা বাদামের পর এবার লাড্ডু গানে মন মেতেছে নেটিজেনের একাংশের। কাল্লু নিজেই সম্ভবত এই গান লিখেছেন এবং সুর দিয়েছেন। সেই গান গেয়েই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে লাড্ডু বিক্রি করছেন তিনি। ভুবনবাবুর গান রেকর্ড করে বিদেশি সঙ্গীত পরিচালক পুরো টাকাটাই তাঁকে দিতে চেয়েছেন। তুন রিমিক্স গানটি যেন অফিসিয়ালি মুক্তি পায়, সেই ব্যবস্থাও করতে চান। এবার কাল্লুর লাড্ডু গান শুনে তাঁর ভাগ্য ফেরে কিনা সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Laddu Song: কাঁচা বাদামের পর এবার নজর কাড়ছে লাড্ডু গান! দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল