এমনই এক শিল্পীর খোঁজ মিলল এবার মধ্যপ্রদেশের একটি গ্রামে (Viral Laddu Song)। সিবনি জেলার একটি গ্রামে সাইকেলে ঘুরে ঘুরে কাল্লু কেবট নামের এক যুবক লাড্ডু বিক্রি (Viral Laddu Song) করছেন। আর তার সঙ্গে অদ্ভুত ছন্দে দারুণ গান বেঁধেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মিথিলেশ ধর নামে এক ব্যক্তি সেই ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি সকলের কাছে অনুরোধ করেছেন বার বার এই ভিডিও দেখার জন্য। মিষ্টি বিক্রেতার কণ্ঠে এমন সুন্দর গান শুনে (Viral Laddu Song) সত্যিই মন্ত্রমুগ্ধ হওয়ার মতোই।
advertisement
আরও পড়ুন: সারাদিনের কাজের মাঝে একটা ছোট্ট ঘুম! শরীরের কাজে লাগছে নাকি বিপদ ডাকছে?
আরও পড়ুন: পঞ্চায়েত থেকে দিল্লি ক্রাইম, ফ্যামিলিম্যান থেকে স্ক্যাম ২০০৩! মুক্তির অপেক্ষায় একাধিক ওয়েব-সিজন
সোশ্যাল মিডিয়ায় নিমেছে ভাইরাল হয়েছে লাড্ডু গান। কাঁচা বাদামের পর এবার লাড্ডু গানে মন মেতেছে নেটিজেনের একাংশের। কাল্লু নিজেই সম্ভবত এই গান লিখেছেন এবং সুর দিয়েছেন। সেই গান গেয়েই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে লাড্ডু বিক্রি করছেন তিনি। ভুবনবাবুর গান রেকর্ড করে বিদেশি সঙ্গীত পরিচালক পুরো টাকাটাই তাঁকে দিতে চেয়েছেন। তুন রিমিক্স গানটি যেন অফিসিয়ালি মুক্তি পায়, সেই ব্যবস্থাও করতে চান। এবার কাল্লুর লাড্ডু গান শুনে তাঁর ভাগ্য ফেরে কিনা সেটাই দেখার।