আরও পড়ুন- দেশে চালু হতে চলেছে নতুন এয়ারলাইন্স ‘শঙ্খ এয়ার’, অনুমোদন দিল বিমান পরিবহণ মন্ত্রক
মাত্র ক’দিন আগেই একই ধরণের মৃত্যুর ঘটনা ঘটে পুণেতে ৷ মারা যান বছর ছাব্বিশের এক তরুণী ৷ মাত্র মাস চারেক আগেই বিগ ফোর অ্যাকাউন্টিং ফার্মগুলির মধ্যে অন্যতম EY পুণেতে কাজে যোগ দিয়েছিলেন তিনি ৷ কিন্তু আচমকাই এক মর্মান্তিক পরিণতিতে প্রাণ খোয়াতে হয় তাঁকে। পরিবারের অভিযোগ ছিল, ওই সংস্থায় যোগ দেওয়ার চার মাসের মধ্যেই কাজের বিস্তর চাপ ছিল ওই তরুণীর উপর। সেই কারণেই তাঁর এহেন পরিণতি হয়। কেরলের তরুণী অ্যানা সেবাস্তিয়ান পেরায়িল পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। তাঁর মা অনিতা অগাস্টিনের অভিযোগ, অ্যানার উপর রীতিমতো হাড়ভাঙা খাটনির কাজের দায়িত্ব ছিল। তার জন্যই মৃত্যু হয় তাঁর মেয়ের ৷
advertisement
Location :
Lucknow,Uttar Pradesh
First Published :
September 25, 2024 11:09 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Lucknow Woman Death: অত্যাধিক কাজের চাপ ! অফিসেই চেয়ার থেকে পড়ে গিয়ে মৃত্যু মহিলা ব্যাঙ্ক কর্মীর