TRENDING:

ভারতীয় স্বামীর সঙ্গে হরিয়ানভি সুরে মজলেন তাঁর অস্ট্রেলীয় তরুণী স্ত্রী

Last Updated:

Viral : ইনস্টাগ্রামে জনপ্রিয় লভলীন শেয়ার করেছেন স্ত্রীর সঙ্গে তাঁর নিজের ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে হরিয়ানভি সুরে মজেছেন বিদেশিনী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সঙ্গীত সব বেড়াজাল ভেঙে দেয়৷ বহু প্রচলিত সেই কথাই যেন নতুন করে দেখিয়ে দিলেন ভারতীয় যুবক এবং তাঁর অস্ট্রেলীয় স্ত্রী৷ স্বামীর সঙ্গে হরিয়ানভি গানের সুরে মেতে উঠলেন ওই অস্ট্রেলীয় তরুণী৷ ইনস্টাগ্রামে জনপ্রিয় লভলীন শেয়ার করেছেন স্ত্রীর সঙ্গে তাঁর নিজের ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে হরিয়ানভি সুরে মজেছেন বিদেশিনী৷
হরিয়ানভি সুরে মজেছেন বিদেশিনী
হরিয়ানভি সুরে মজেছেন বিদেশিনী
advertisement

প্রেমের সুরে বিলীন ওই ভিডিওতে দেখা যাচ্ছে অস্ট্রেলীয় তরুণী পরে আছেন পিচরঙা সালোয়ার কামিজ৷ স্বামীর হাত ধরে তিনি গাইছেন হরিয়ানভি৷ প্রেক্ষাপটে বাজছে গান, তার সুরে মগ্ন এই জুটি৷ তাঁদের পারফরম্যান্সে মুগ্ধ নেটিজেনরা৷ বাহবা জানিয়েছেন দম্পতিকে৷ ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা লিখেছেন এই জুটির কোনও তুলনা হয় না৷ তাঁরা একে অন্যের পরিপূরক, মানছেন ইনস্টাগ্রামাররা৷ তাঁদের ‘ভাইয়া’ ও ‘ভাবীজি’ বলেই সম্বোধন করতে ভালবাসেন সকলে৷ সুপারকুল জুটি মন জয় করে নিয়েছেন নেটিজেনদের৷

advertisement

আরও পড়ুন : বয়সের দূরত্ব ভাটা ফেলেনি প্রেমের জোয়ারে, দুই সন্তানের মা ৫০ বছর বয়সি ডিভোর্সির সহবাস ২৫ বছরের তরুণের সঙ্গে

আরও পড়ুন :  মাথায় ঘাসের বোঝা চাপিয়ে হেঁটে যাচ্ছেন ভারতীয় যুবকের অস্ট্রেলীয় স্ত্রী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ওই অস্ট্রেলীয় তরুণী কোর্টনি লভলীনের স্ত্রী৷ প্রসঙ্গত ইনস্টাগ্রামে লভলীন ভাটস অত্যন্ত জনপ্রিয়৷ তাঁর অনুরাগীর সংখ্যা ছাপিয়েছে ১.৯৭ লক্ষ৷ তাঁদের ঘরকন্নার কাপল-রিলস খুবই জনপ্রিয়৷ তাঁদের সব রিলের ভিউজ লক্ষাধিক সংখ্যা ছাপিয়ে যায়৷ কোনও রিল ভিডিওতে তাঁরা গানের সঙ্গে লিপ মেলাচ্ছেন৷ আবার কোনও ভিডিওতে তাঁদের দেখা গিয়েছে মজা করে ঝগড়া করতে৷ তাঁদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৬ লক্ষের বেশি৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভারতীয় স্বামীর সঙ্গে হরিয়ানভি সুরে মজলেন তাঁর অস্ট্রেলীয় তরুণী স্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল