প্রেমের সুরে বিলীন ওই ভিডিওতে দেখা যাচ্ছে অস্ট্রেলীয় তরুণী পরে আছেন পিচরঙা সালোয়ার কামিজ৷ স্বামীর হাত ধরে তিনি গাইছেন হরিয়ানভি৷ প্রেক্ষাপটে বাজছে গান, তার সুরে মগ্ন এই জুটি৷ তাঁদের পারফরম্যান্সে মুগ্ধ নেটিজেনরা৷ বাহবা জানিয়েছেন দম্পতিকে৷ ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা লিখেছেন এই জুটির কোনও তুলনা হয় না৷ তাঁরা একে অন্যের পরিপূরক, মানছেন ইনস্টাগ্রামাররা৷ তাঁদের ‘ভাইয়া’ ও ‘ভাবীজি’ বলেই সম্বোধন করতে ভালবাসেন সকলে৷ সুপারকুল জুটি মন জয় করে নিয়েছেন নেটিজেনদের৷
advertisement
আরও পড়ুন : মাথায় ঘাসের বোঝা চাপিয়ে হেঁটে যাচ্ছেন ভারতীয় যুবকের অস্ট্রেলীয় স্ত্রী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
ওই অস্ট্রেলীয় তরুণী কোর্টনি লভলীনের স্ত্রী৷ প্রসঙ্গত ইনস্টাগ্রামে লভলীন ভাটস অত্যন্ত জনপ্রিয়৷ তাঁর অনুরাগীর সংখ্যা ছাপিয়েছে ১.৯৭ লক্ষ৷ তাঁদের ঘরকন্নার কাপল-রিলস খুবই জনপ্রিয়৷ তাঁদের সব রিলের ভিউজ লক্ষাধিক সংখ্যা ছাপিয়ে যায়৷ কোনও রিল ভিডিওতে তাঁরা গানের সঙ্গে লিপ মেলাচ্ছেন৷ আবার কোনও ভিডিওতে তাঁদের দেখা গিয়েছে মজা করে ঝগড়া করতে৷ তাঁদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৬ লক্ষের বেশি৷