এই দম্পতির বিচ্ছেদ ঘোষণার ফলে অনেক ভক্ত হতাশ হয়ে পড়েছেন। যদিও তাঁরা তাঁদের বিচ্ছেদের নির্দিষ্ট কারণ প্রকাশ করেননি৷ জানিয়েছেন যে তাঁরা সময় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন। “ভারাক্রান্ত হৃদয়ে আমরা এই ব্যক্তিগত পরিবর্তনটি ভাগ করে নিচ্ছি,” একটি পডকাস্টে বলেন এক্কাচাই৷ স্বীকার করেন যে তাঁদের একসঙ্গে যাত্রা বেশ কিছু মধুর স্মৃতিতে ভরা ছিল, তবে এখন আলাদা দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও, তারা পারস্পরিক শ্রদ্ধা এবং বন্ধুত্বপূর্ণভাবে তাঁদের সন্তানদের সহ-পালনের প্রতিশ্রুতি প্রকাশ করেছেন।
advertisement
এক্কাচাই ১২ বছর আগের সেই চুম্বন প্রতিযোগিতার অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। প্রতিযোগিতার কঠোর নিয়মকানুন কী ভাবে তাঁদের অভিজ্ঞতাটিকে আরও উপভোগ্য করে তুলেছিল তা স্মরণ করেছেন তিনি। তিনি জানান, প্রতিযোগীদের শৌচাগারে যাওয়ার সময়ও ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করতে করতেই যেতে হত। তিনি আরও বলেন, ‘‘আমি খুবই গর্বিত। এই অভিজ্ঞতা জীবনে এক বারই পাওয়া যায়। আমরা দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়েছি এবং আমরা যা পেয়েছি তার ভাল স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করছি।’’
আরও পড়ুন : যখন তখন ট্রেনের চেন টানার অভ্যাস আছে আপনার? একবার ধরা পড়লে কী শাস্তি অপেক্ষা করছে, জেনে নিন
তবে এটাই প্রথম নয়৷ তার আগেও দীর্ঘ চুম্বনের স্বীকৃতি পেয়েছেন তাঁরা৷ ২০১১ সালেও ৪৬ ঘণ্টা ২৪ মিনিট ধরে চুম্বন করে প্রতিযোগিতা জিতেছিলেন তাঁরা। মজার বিষয় হল, ২০১৩ সালে তাঁরা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশগ্রহণের পরিকল্পনাই করেননি প্রথমে। লাকসানা সেই সময়ে অসুস্থতা থেকে সেরে উঠেছিলেন এবং এক্কাচাই তাঁকে নিয়ে ছুটিতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই সময়ে প্রায় ১ হাজার ২০০ পাউন্ড এবং একটি হিরের আংটির পুরস্কারের জন্য তাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু নিরবচ্ছিন্ন সেই চুম্বনের টানও এ বার শিথিল হল৷